নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
==> ২০১৫ থেকে ২০১৯ সাল পযর্ন্ত আমি স্নাতক এ পড়েছি। নিয়মিত যাতাযাত করতাম। সেজন্য আমার ভাংতি টাকার চাহিদা ছিলো বেশী। বেশীর ভাগ সময় যমুনা ব্যাংক, ভবেরচর শাখা (মুন্সীগঞ্জ) থেকে আমি ১০ টাকার নোট বা ২০ টাকার নোট বান্ডেল হিসেবে আনতাম। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পযর্ন্ত কারেন্ট বির ও গ্যাস বিল দেওয়ার জন্য আমি নিয়মিত যমুনা ব্যাংকের উক্ত শাখাতে যেতাম। তখন সুযোগ বুজে ভাংতি টাকা আনতাম। তা ছাড়া বেশ কয়েকবার সোনালী ব্যাংক, ভবেরচর শাখা থেকেওে ভাংতি টাকা এনেছি।
ক্লাসে ইনকোর্স পরীক্ষা থাকলে, কাউকে উপহার দেওয়া লাগলে, কলেজে দিতে হবে, কোন বিশেষ কাজে গুলিস্থান থেকে নতুন টাকা আনতাম। মনে করেন আমি ট্রেড লাইসেন্স করার সময় নতুন টাকা নিয়ে গেলাম। কলেজে ইনকোর্স পরীক্ষা, পরীক্ষার ফিস ধরছে ৩০০ টাকা। আমি ১০ টাকার নোট ৩০ টা স্যারদের দিলাম। পরীক্ষার এডমিট কার্ডের জন্য ১০০ টাকা দেওয়া লাগবে, মনে করেন আমি ১০ টাকার ১০ টি নোট কেরানী কে দিতাম। এখন অবশ্য আগের মত প্রচুর পরিমাণ ভাংতি টাকা লাগে না।
==> এক টাকার কয়েন, দুই টাকার কয়েন, দুই টাকার নোট বা ৫ টাকার নোট, এগুলো একসাথে জমা করি। পরে ব্যাংকে গেলে আমি আমার একাউন্টে জমা রাখি। এই স্বভাব হয়তো আপনাদের কাছে পাগলামি মনে হতে পারে। এই করার কারন হচ্ছে, বাজার শেষে ২ টাকা বা ৩ টাকা বেচে গেলে আমি কি করবো? ফালাইয়া তো দিতে পারি না। কারন এটা টাকা। ১ টাকার কয়েন ২ টাকার কয়েন এগুলো অনেক জমলে, অনেক টাকা হয়। পরে সোনালী ব্যাংকের একাউন্টে জমা দেই। যার ভাংতি টাকার দরকার, সে ব্যাংক থেকে এসে নিয়ে যাক।
==> আসল কথা: আমার শরীল খুব ঘামায়। যারা দিনমজুর, যারা রিক্সা চালায়, যারা ঠেলাগাড়ি চালায় তারা খুব ঘামায়। ঘামের চোটে ১০ টাকার নোট, ২০ টাকার নোট, ৫০ ও ১০০ টাকার নোট নষ্ট হয়ে যায়। ছিড়া ছিড়া ভাব দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের উচিৎ শক্তিশালী কাগজ দিয়ে টাকা ছাপানো, যাতে মানুষের ঘামে চুবালেও টাকার কোন ক্ষতি যাতে না হয়। পুরতন ছিড়া নোট মার্কেট থেকে ফিরাইয়া আনেন। নতুন টাকা ছাপান। ১ টাকার নোট পুনরায় ছাপানো হউক। ২ টাকার নোট, ৫ টাকার নোট, ১০ টাকার নোট, ২০ টাকার নোট, ৫০ ও ১০০ টাকার নোট বেশী বেশী করে ছাপান। ভবিষৎ এ ডিজিটাল বা ইলেকট্রনিক কারেন্সি হবে হয়তো! কিন্তু বাঙ্গালীদের ক্যাশলেস সোসাইটি হতে অনেক সময় লাগবে।
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৭
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি আমার সাথে একমত প্রকাশ করেছেন। তাই আমি গর্বিত।
২| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪০
ঊণকৌটী বলেছেন: লবণ কম খান, সিদ্ধ খাবার বেশি খান তাহলে ঘাম কম হবে আর নিয়মিত প্রেসার চেক করবেন
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৮
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য। আমার প্রেসার প্রায় সময় ১৩০/১৮০ মত থাকে। কোন ঔষুধে নিয়ন্ত্রন হচ্ছে না।
৩| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৮
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৪| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
ঊণকৌটী বলেছেন: বাংলাদেশের নোট কে শক্তিশালী করতে হবে আমি শিরোনাম দেখে প্রথমে ভেবেছিলাম একজন অর্থনীতি বিধ আলোচনা করবেন দেশের মুদ্রা ব্যবস্থা কে ভাবে উন্নতি করবে, শেষ লাইন টা পড়ে তো আমি অজ্ঞান
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪০
নাহল তরকারি বলেছেন: আমি রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্র। অর্থনীতি নিয়ে যারা অনার্স-মাষ্টার্স করেছে তারা অর্থনীতি নিয়ে লেখবে।
৫| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯
ঊণকৌটী বলেছেন: আপ্নার ঘুমের খুব দরকার, বেশি করে ঘুমাতে হবে কমপক্ষে ষোলো ঘন্টা
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ। সাজেশন দেবার জন্য।
৬| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৪
রিফাত হোসেন বলেছেন: থাইরয়েড এর পরীক্ষা করতে পারেন। স্থুলতা, অতিরিক্ত ঘেমে যাওয়া এসব লক্ষন।
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
নাহল তরকারি বলেছেন: আমি থাইরয়েড এর পরীক্ষা করিবো।
৭| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৮
দূর মিয়া বলেছেন: আমিত পুরাই অবাক। ওনাকে উপদেষ্টার দায়িত্ব দেওয়াহুক
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৮| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৮
দূর মিয়া বলেছেন: আমিত পুরাই অবাক। ওনাকে উপদেষ্টার দায়িত্ব দেওয়াহুক
১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯
অস্বাধীন মানুষ বলেছেন: ঠিক বলেছেন। টাকা বানানোর জন্য ভালো মানের কাগজ ব্যবহার করা প্রয়োজন