নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমার মত অনেক পুরুষ আছে যারা এখণ বিয়ে করিতে ভয় পায়। আমরা কেন বিয়ে করতে ভয় পাই সেটা অন্য হিসাব। আম্মুর এখন রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা ইত্যাদি কাজ করতে বেশ অসুবিধা হয। আমি ঝাড়ু দেওয়া, ঘর মোছা এর কাজ করি। এখন বর্তমান মর্ডান যুগে কাপড় ধৌত করা তেমন ব্যাপার না। কারন এখন ওয়াশিং মেশিন বেশ আধুনিক। তবে আম্মুর রান্না করতে বেশ অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝছি। মাজে মাজে মনে চায় এমন এক রোবট আম্মু কে উপহার দেই যে আম্মুর সব কাজ করে দিবে।
আমি জাপানে থাকলে থাকলে হয়তো এমন রোবট বানিয়ে দিতাম। আর চীনে থাকলে এই রোবটে সস্তা ভার্স আম্মুকে বানিয়ে দিতাম।
আমার এখন শরীলে শক্তি আছে। তাই নিজের অনেক কাজ নিজেই করি। যদিও অনেক কাজ মেশিনে হয়। কাপড় দৌত করার জন্য ওয়াশিং মেশিন। বাসায় খাবার না থাকলে, ঘরে বসে খাবার অর্ডার করা যায়। এই বয়সে অসুখ হলে কেয়ার করি না। একটা সময় হয়তো আসবে যখন হয়তো রোবট এর সাহায্য লাগবে। অসুখ হলে সেবা করবে। রোবট খাবার পরিবেশন করবে। পানি চাইলে রোবট পানি এনে দিবে। কলিন বেইল টিপ দিলে রোবট দরজা খুলবে।
বাংলাদেশের বুয়েটে পড়ছেন এমন কোন ছাত্র কি; এমন রোবট বানাতে পারবেন?
©somewhere in net ltd.