![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
১৪ ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস। সত্যিই কি এটি ভালোবাসার দিন, নাকি শুধুই জৈবিক চাহিদা পূরণের উৎসব? আজকের সমাজে এই দিবসকে যেভাবে উদযাপন করা হয়, তা কি সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি, নাকি নৈতিক অবক্ষয়ের প্রতিফলন?
একটি উদাহরণ ধরা যাক। সাদিয়া নামের ১৫ বছরের এক কিশোরী, ভালোবাসার নামে প্রতারিত হয়েছে। একটি ছেলের টার্গেট হয়ে আজ সে হাসপাতালে, গর্ভপাত করাতে এসেছে। আমাদের সমাজের তরুণ-তরুণীরা ভালোবাসাকে শুধুমাত্র শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। ছেলেরা খোঁজে শারীরিক সুখ, আর মেয়েরা খোঁজে আর্থিক সুবিধা। এই সম্পর্কের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসার কোনো স্থান নেই, আছে কেবল পারস্পরিক স্বার্থসিদ্ধি।
সুশীল সমাজের লোকেরা ১৮ বছরের আগে বিয়ে করতে না করেছে। কারন কী? এই বয়সে মিলন করলে নাকি মেয়েদের শারিরীক সমস্যা হয়। স্বামীর সাথে মিশতে পারে না। ইত্যাদি ইত্যাদি। কিন্তু পার্কে গিয়ে কিন্তু তারা ঠিকই গর্ভোরন করে ফেলে এবং অপারেশন করে একটি শিশু কে মেরে ফেলে।
এই দম্পত্তি ভালো করেছেন। তারা বিয়ে করে নিজেদের যৌবন চাহিদা পবিত্র রেখেছেন। তারা ভালোবাসা কে অপবিত্র করে নাই।
অন্যদিকে, তথাকথিত সভ্য সমাজ বলছে, ১৮ বছরের আগে বিয়ে করা উচিত নয়, কারণ এতে শারীরিক ও মানসিক জটিলতা তৈরি হতে পারে। কিন্তু এই বয়সেই অনেক তরুণ-তরুণী পার্কে গিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে এবং শেষমেশ নিষ্পাপ শিশুটিকে হত্যা করে। তাহলে কি সত্যিকারের ভালোবাসা এই অবক্ষয়ের নাম?
বিয়ে একটি পবিত্র বন্ধন, যেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে পথচলার অঙ্গীকার করে। প্রকৃত ভালোবাসা মানে হলো একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া, একসঙ্গে জীবন গড়া। যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের সম্পর্ককে শুদ্ধ রেখেছে, তারা ভালোবাসাকে অপবিত্র করেনি।
আজকের দিনে আমাদের সমাজের উচিত ভালোবাসাকে শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটিকে সম্মান এবং মূল্যবোধের জায়গায় স্থাপন করা। ভালোবাসা মানে শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, ও নিঃস্বার্থ স্নেহ।
বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের ভাবা উচিত—আমরা সত্যিকারের ভালোবাসাকে আঁকড়ে ধরছি, নাকি শুধু সাময়িক আকর্ষণের মোহে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
নাহল তরকারি বলেছেন: ১৮ বছরের কম বয়সে গর্ভধারন করলে মায়ের সমস্যা হতে পারে। এটা আমি জানি। তাছাড়া ১৮ বছরের নিছের মেয়েরা সংসার সামলাতে পারবে না। এটাও আমি জানি। কিন্তু সমস্যা হচ্ছে, একজন জীবন সঙ্গীর অভাবে তাদের চরিত্র নষ্ট হচ্ছে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১০
এ পথের পথিক বলেছেন: ব্যবসায়ীদের প্রতারনার ফাদে পড়ে বর্তমান তরুন সমাজ ভালবাসার নামে অশ্লীল কর্মকান্ডে (অনৈতিক কাজে) লিপ্ত হচ্ছে, যার ফলাফল আমরা দেখতেই পাচ্ছি কুকুরের মুখে নবজাতক, আত্মহত্যা, ধর্ষন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
নাহল তরকারি বলেছেন: আপনি আমার ব্যাপার বুঝেছেন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৫
সৈয়দ কুতুব বলেছেন: ইহা একটি বাণিজ্যিক দিবস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
নতুন বলেছেন: সুশীল সমাজের লোকেরা ১৮ বছরের আগে বিয়ে করতে না করেছে। কারন কী? এই বয়সে মিলন করলে নাকি মেয়েদের শারিরীক সমস্যা হয়। স্বামীর সাথে মিশতে পারে না। ইত্যাদি ইত্যাদি। কিন্তু পার্কে গিয়ে কিন্তু তারা ঠিকই গর্ভোরন করে ফেলে এবং অপারেশন করে একটি শিশু কে মেরে ফেলে।
এই সব কথাবাত্রা অশিক্ষিত বললে মানায় ব্লগে এমন কথা মানায় না।
মেয়ে স্বাবালিকা হইলেই তার সাথে সেক্স করা যায়। বিয়ে করলে সেই মেয়ে কে যা করতে বলবে তাই শুনবে, তাকে পালন করা সহজ।
কিন্তু একটা মেয়ে শারিরিক এবং মানুষিক পরিপক্ক হবার মতন সময় না দেওয়া সভ্য মানুষের কাজ না। সংসারের নানান হিসাব পত্র একটা মেয়ে ১০-১২ বছরে নিতে পারেনা।
তাই সভ্যরা ১৮ বছরের পরে বিয়ের কথা বরে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২
নাহল তরকারি বলেছেন: সত্য কথা যেই বলুক, সেটা সত্য। শিক্ষত লোক যদি সত্য কে মিথ্যে বলে, তাহলে সেই কথা মিথ্যে হয়ে যায় না। কিছু কিছু পশু আছে যারা ১২ বা ১৩ বছরের মেয়েকে ভোগ করতে দ্বিতীয়বার চিন্তা করে না।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭
নিমো বলেছেন: আপনার কাছে ঠিক কী তথ্য আছে যে, অন্য দিনগুলোর তুলনায় কেবল ভালেবাসা দিবসেই এগুলে ঘটে। কোন প্রামান্য তথ্যতো পোস্টে নাই যে অব্য ৩৬৪ দিনে ঘটেই না বা ঘটলেও তার অনুপাত ভালোবাসার দিনের চেয়ে কম। কিংবা কোন বয়সের কারা, কোন আর্থ-সানাজিক অবস্থার, বিদ্যালয় নাকি মাদ্রাসা। কোন ধর্মেররা বেশি, নাকি সবই সেকুলার। লিখলেই হয়ে গেল!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
নাহল তরকারি বলেছেন: আপনি তথ্য চাইছিলেন না? এই যে লিংক।
তাছাড়া আপনার কথা শুনে মনে হচ্ছে গ্রাউন লেভেলে কি হয়, সেটার সর্ম্পকে কিছুই জানেন না। ভিডিও দেখেলে কিছুটা ধারনা পাবেন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৮
মেঘনা বলেছেন: আপনে জামাতপন্থী, আপনে শরিয়া আইন চান। - খোলাখুলি বললেই তো হয়। ত্যানা পেচানের দরকার কী ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
নাহল তরকারি বলেছেন: আপনার কমেন্ট পড়িয়া, মনে হচ্ছে এটা রাজনৈতিক পোষ্ট। আমার এটা কোন রাজনৈতিক পোস্ট না। ধর্ষন হচ্ছে ঘৃনিত অপরাধ আর পরকীয়া হচ্ছে প্রতারণামূলক অপরাধ। এখন জামাতপন্থী শরিয়া আইন কি এসব বন্ধ করতে পারবে? আচ্ছা তাদের আইন কি কি বলতাছে, আমাকে জানান। আমি ভেবে দেখবো।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
অপু তানভীর বলেছেন: আপনার চোখ আসলে ঐদিকেই এই কারণেই আপনি কেবল দেখেন ভালোবাসা দিবসে মেয়েরা পার্কে গিয়ে সেক্স করছে। জীবনে সেক্স ছাড়াও আরো অনেক কিছু আছে। সেসবের বাইরে কিছু ভাবেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
নাহল তরকারি বলেছেন: আমি একা ভাবলে তো চলবে না। তবে ৮০% পুরুষ লোক সেক্স ছাড়া কিছু বুঝে না।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৩
রবিন_২০২০ বলেছেন: কিশোরীর প্রেম অতি চমৎকার মানবিক একটি ব্যাপার। আপনি এটাকে জৈবিক রূপ দিয়ে অযথা নোংরা বানানোর চেষ্টা করেছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২০
নাহল তরকারি বলেছেন: ভাই। আপনি আমার ব্লগ কে ভুল বুঝতাছেন। যারা নোংরা বানাচ্ছে, তাদের গিয়ে ধরেন।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুব মেঘ করে এলে
কখনো কখনো বড় একা লাগে
তাই লিখো
করুণা করে হলেও চিঠি দিও
মিথ্যে করে হলেও বলো
'ভালোবাসি'।
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
নাহল তরকারি বলেছেন: ভালোবাসা ছড়িয়ে যাক সবার মাঝে। আপনিই আমার ব্লগের মর্ম বুঝছেন। আর কেউ বুঝলো না।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২
সাইফুলসাইফসাই বলেছেন: এই সমজা বৈধতাকে কঠিন
আর অবৈধতাকে সহজ করেছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২২
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: সত্য কথা যেই বলুক, সেটা সত্য। শিক্ষত লোক যদি সত্য কে মিথ্যে বলে, তাহলে সেই কথা মিথ্যে হয়ে যায় না। কিছু কিছু পশু আছে যারা ১২ বা ১৩ বছরের মেয়েকে ভোগ করতে দ্বিতীয়বার চিন্তা করে না।
১২-১৩ বছরের মেয়েদের ভোগ করলে তাদের আপনি পশু বলছেন? বুইঝা বলতেছেন তো?
যদি কেউ ৬ বছরে মেয়ে কি বিয়ে করে ৯ বছরে বাসর করে তাকে কি বলবেন?
যারা নিজেরা প্রেম করতে পারেনা তারাই ভ্যালেন্টাইন ডে আসলে এমন আতলামী করে। মিছিল, মিটিং, পোস্টার আরো কত কি দেখলাম করতেছে।
দেশে মানুষের খাইয়া দাইয়া কাম কাজ নাই তাই এমন আজুইড়া কাজে সময় নস্ট করে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯
নাহল তরকারি বলেছেন: আপনি কি চান?
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি কি চান?
সভ্য মানুষের যেটা করা উচিত।
অন্যের ব্যাপারে নাক কম গালানো উচিত।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫০
নাহল তরকারি বলেছেন: এটা ভুল। একজন অন্যায় করলে আমাদের উচিৎ অন্যায়কারী কে বাধা দেওয়া। মনে করেন একজন চোর, চুরি করার চেষ্টা করছে। আমাদের উচিৎ তাকে বাধা দেওয়া। আর আমি যে বিষয় নিয়ে কথা বলছি, এটাও গুরুত্বপূর্ণ। প্রেমের নামে ওরা যা করে, সেটা অন্যায়। এটা পাপ। কারন এতে করে, একজন নবজাত শিশু কে খুন করা হয়।
১৪| ১৪ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৫২
Nafis Hamim Kabbo বলেছেন: বিয়ে নিয়ে নির্দিষ্ট কোনো বয়স ধরা কিংবা নিষিদ্ধ করা আমার কাছে বিভ্রান্তিকর। ক্লাস ৩-৪ এর বাচ্চারা এখন প্রেম করে, ক্লাস ৫-৬ হলেই ইন্টিমেট হওয়া শুরু করতেছে। জানিনা, কি হবে বা হওয়া উচিত। কিন্তু ১৮ বছর বয়স বিষয়টা ত্রুটিপূর্ণ অবশ্যই।
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৬
নাহল তরকারি বলেছেন: বাহ। আমার লেখাটি আপনি বুঝছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮
কামাল১৮ বলেছেন: প্রসিদ্ধ এক ব্যক্তি ছয় বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন।তাই বলে এখন কি সেটা সম্ভব।এখন মানুষ বিজ্ঞান মনস্ক হয়েছে।বিভিন্ন গবেষণায় দেখা গেছে ১৮ বছরের কম বয়সে বাচ্চা নিলে নানান সমস্যা হতে পারে।