নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাপ মা যা বলেন, সন্তানের মঙ্গলের জন্যেই বলেন।

২০ শে মার্চ, ২০২৫ রাত ১০:১২

এই ভিডিওটি আগে দেখবেন।



একদেশে ছিলো এক মেয়ে। মেয়েটি ছিলো ভালো। কিন্তু ওর পিতা মাতা তাকে বিভিন্ন খারাপ কাজে বাধা দিতেন। খারাপ লোকদের সাথে যেন না মিশেন, সেই দিকে খেয়াল রাখতেন। মাজে মাজে শাসন ও করতেন। এ্ক দিন সেই মেয়ের একটি ছেলের সাথে প্রেম হয়। পিতা মাতার সেই ছেলেকে সুবিধা জনক মনে হয় নি। বাপ তো ঠিকই বুঝছে “এই ছেলে, এই মেয়েকে কু নজরে দেখে। ভোগের দৃষ্টিতে দেখে।”

ছেলের সম্পর্কে কু কথা মেয়ে শুনতে নারাজ। একদিন বাসা থেকে রাগ করে, মেয়েটি ছেলের বাসায় চলে যায়। ছেলেটি সুযোগ বুছে মেয়েকে ধর্ষণ করে। মেয়ে যখন ধর্ষন হচ্ছিলো, তখন তার পিতা মাতার কথা মনে পড়ছিলো। পিতার আদেশ নিষেধ, পরামর্শ এর কথা মনে পড়ছিলো। তারা যা বলতো, ভালর জন্যেই বলতো। মেয়েটি ভাবছিলো “আমি যদি পিতা মাতার অবাধ্য না হতাম, আজ কি আমার ধর্ষিত হওয়া লাগতো?”

ছেলিটি ধর্ষন করে, মেয়েকে এভাবে হত্যা করে।


আমার ব্লগটি পড়ে কিছু কিছু বোকা লোক প্রশ্ন করবে, আপনি কি ঘটনা স্থলে ছিলেন। আমি ঘটনাস্থলে ছিলাম না ঠিক, আমার এই গল্পটি অনুমান নির্ভর। হয়তো ভাইয়েরা সম্পত্তি ভাগাভাগির জন্য বোন কে হত্যা করেছে। বা বউ কে অন্য কোন পুরুষের সাথে শুয়ে থাকতে দেখেছে, যা স্বামীর সহ্য হয় নি। অনেক কিছু হতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৮

নিমো বলেছেন: ভাইজান, অনেকগো হল। এবারতো তরকারি হওয়ান।

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৭

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিটা অসাধারণ হয়েছে, নয়ন জুড়িয়ে গেছে!!

অ.ট. - আগামি কাল আপনার চিঠি হাতে পাবো।

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৮

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: এই রকম বিভৎস একটি ছবি/ভিডিও আপনি কিভাবে এই ব্লগে পোস্ট করলেন? X((

পোস্ট করেছেন তো করেছেন, সাথে আবার আজগুবি গল্প লিখে দিয়েছেন, যে গল্পের মধ্যে আবার অভিযোগের তীর ওই মেয়েটির দিকেই।

আসলে আমার কি বলা উচিৎ জানিনা আমি ভাষা হরিয়ে ফেলেছি.. আপনার এমন কান্ড দেখে।

শুধু এতটুকুই বলবো,, আপনার এমন কেন? কিছু হলেই মেয়েদের দোষ সবার আগে খুঁজে বের করতে হবে?

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২০

নাহল তরকারি বলেছেন: আমি কি বলেছি মেয়ে ঘ্যাড় ত্যাড়ামি করে এসব করেছে। আমি তো বরং ছেলেকে দোষ দিয়েছি। আমি তো শুধু বলেছি, বাপ মা এর কথা শুনা উচিত। আপনারা খারাপ মানুষ। তা নাহলে কোন ম্যাসেজ এর উল্টা বুঝাতেন না।

৪| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: ভিডিওটা ভালো করে দেখলাম, এটা একটা ফেইক ভিডিও, উইথ ফেইক স্টোরীস।

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২০

নাহল তরকারি বলেছেন: আমার কাছে এটা এআই জেনারেট মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.