নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

লিফট সমাচার।

০৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৩



==> লিফট এ উঠলে মনে হয় যেন আমি অন্য কোন জগৎ এ চলে গেলাম। লিফট এর দরজা খুলতেই অন্য গ্রহের আবহাওয়ার মাজে চলে আসবো। এমন মনে হয়। কেন এমন হয় জানি না।

==> আমি কোন একদিন আমাদের ভবেরচরের “মোহাম্মদ আলী প্রধান প্লাজা” নামক মার্কেটে গিয়েছিলাম। তখন নতুন নতুন এই ভবন ওঠেছে। সিকিউরিটি গার্ড কই যে যায় ঠিক নাই। পুরো গজারিয়া উপজেলায়, প্রথম সে ভবন, যেখানে লিফট ছিলো। আমি উঠবো তিন তালায়। উঠলাম লিফটে। দুই তালায় কারেন্ট চলে যায়, লিফট বন্ধ হয়ে যায়। আমার মনে ভয় ঢুকে যায় যে, “এখন তো কারেন্ট চলে গেছে। লিফট ম্যান/সিকিউরিটি গার্ড তো আমারে উঠতে দেখে নাই। এই যে এখন বন্ধ হলো। এই লিফট মনে হয় আগামীকাল খুলবে। সারাদিন ও সারা রাত এখানে কাটাতে হবে।” আমার ভয় ভাঙ্গে তখন যখন জেনারেটর এর সাহায্য লিফট চালু হয়।

==> ঢাকা শহরে প্রায় নিমার্ণধীন সকল ভবনে লিফট এর জন্য জায়গা বা স্পেস রাখা হয়। এটা এখন বিলাসিতা নয়। এটা এখন প্রয়োজন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১০:১২

কলাবাগান১ বলেছেন: আইনস্টাইন কিন্তু কিন্তু তার মাইন্ড এক্সপেরিমেন্ট করেছিলেন পথনশীল লিফট এর মাঝে একজন ব্যাক্তি কিভাবে ফিজিক্যালি রিয়েক্ট করবে।
"Einstein's elevator thought experiment, also known as the equivalence principle, explores the idea that a person inside a windowless elevator cannot distinguish between being at rest in a gravitational field (like on Earth) and being accelerated upwards in the absence of gravity. This thought experiment led to the development of his general theory of relativity"

২| ০৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.