নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বালাসী ঘাট, গাইবান্ধা।

২৪ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩



বালাসী ঘাট, ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন, ফুলছড়ি উপজেলা, গাইবান্ধা।

১নং কঞ্চিপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্য স্থান হচ্ছে বালাসী ঘাট । এই ঘাট ১৯৯৬-৯৭ সালে চালু হয়ে বর্তমানে চলমান আছে । এই লঞ্চ ফেরী দিয়ে নদীপথে মালামাল বহন করে । এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলছে।

এই বালাসী ঘাট একটি ইয়া বড় নদী। নদীর ঐ পার (পূর্বে) জামালপুর জেলা।

যেভাবে যাবেন: গাইবান্ধা রেল স্টেশন থেকে একটি অটো রিজার্ব করে যাওয়া যায়।


রাস্তার দুই পাশে ধান ক্ষেত। মনোরম পরিবেশ। যখন অটো দিয়ে যাবেন মনটা ভালো হয়ে যাবে।



আমি কল্পনা করছিলাম। নদীর ওপার চড়ে আমার একটি বাংলো বাড়ি থাকবে। সেখানে আমার গরু, মুরগি, হাস, খাসির ফার্ম থাকবে। এগুলো দেখাশুনা করার জন্য লোক থাকবে। আমার বাংলো বাড়ি থেকে মূল ভূন্ডে আসার জন্য একটি ফেরীঘাট থাকবে।

পর্যটকদের জন্য আলাদা কোয়ার্টর ও মেস থাকবে। হোটেলও দিতে পারি। সব চেয়ে বেশী মজা লাগবে বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে, বারান্দায় বসে বসে এক কাপ চা এর অনুভূতি; অন্য রকম লাগবে। যারা নতুন বিয়ে করেছে এবং স্ত্রী নিয়ে যারা সুখে আছেন তাদের জন্য এটা রোমান্টিক পরিবেশ। আমার মত হতভাগার জন্য; সব মূহুত্ত বউ ছাড়া উপভোগ্য। মানে বউ না থাকলে আমার জন্য সুবিধ।

এখন এমন পরিবেশে আপনারা কি কি করবেন, এটা আপনার কল্পনা করুন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
বালাসী ঘাটের ঐতিহ্যটা কি?

এটি বালাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলছে।
আর কিছু?

এই বালাসী ঘাট একটি ইয়া বড় নদী।
ইয়া বড় নদীর নাম কি?

২৪ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: নদীর নাম তো জানি না। যদি পারি আগামীকাল গিয়ে আরো তথ্য নিয়ে আসিবো।

২| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনাকে একটা সৎ পরামর্শ দেই।
অন্যদের পোস্টগুলি পড়েন, দেখেন, বুঝার চেষ্টা করেন। তারপর আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করেন।
আর সবার আগে বাংলাদেশ বানান ঠিক করেন।

২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা ভাই।

৩| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৭

পাঠক০০৭ বলেছেন: আপনার লেখা পড়ে কেন যেন মনে হয়, আপনি খুব অবহেলা নিয়ে ব্লগিং করেন বা করতে হয় বলে করেন। |-)

৪| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৮

মামুinসামু বলেছেন:

৫| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৭

বিটপি বলেছেন: নদীর নাম জানেন না? ইয়ার্কি করেন? এই নদীর নাম জানেনা এমন কোন লোক বাংলাদেশে আছে?

গাইবান্ধায় কি এমন কোন পর্যটন এরিয়া আছে, যেখানে এক রাতের জন্য থেকে ঘুরে আসা যায়?

২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: ইয়ার্কি করেন? না আমি মজা করি না। মজা তো আপনারা করেন। গাইবান্ধাতে আসেন। হোটেলে থাকেন। যেখানে মনে চায় যান। সমস্যা কি?

৬| ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৪

জুল ভার্ন বলেছেন: প্রতিটা ছবি খুব সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.