নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

২০০৭ সালের তত্বাবধায়ক এর এনআইডি কার্ড।

২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২২


গত মাসে দুইটি জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন করেছি। এখন জাতীয় পরিচয় পত্রে সকল কাজ অনলাইনে হয়। গতমাসে যে সকল সংশোধন আবেদন করেছিলাম সেগুলো আজ ঠিক হয়ে এসেছে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে যা যা লাগে:


নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ঠিক করতে যা যা লাগে:

০১। এসএসসি সার্টিফিকেট।
০২। জন্ম নিবন্ধন।
০৩। পিতার নাম, মাতার নাম সংশোধনের ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয় পত্র লাগবে।

গ্রাম/ঠিকানা সংশোধন করতে যা যা লাগে:
০১। ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তক প্রদত্ত নাগরিকত্ত সনদ।
০২। কারেন্ট বিল এর কাগজের ফটোকপি।
০৩। হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি।

স্বামী স্ত্রী নাম সংশোধনের ক্ষেত্রে যা যা লাগবে:
০১। কাবিন এর কাগজ
০২। স্বামী স্ত্রী এর জাতীয় পরিচয় পত্র।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

ককচক বলেছেন: সার্টিফিকেট সত্যায়িত না করলে জমা নাও নিতে পারে। অনলাইনে আবেদন করা যায়, কিন্তু ডকুমেন্টস উপজেলা নির্বাচন অফিসে বা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হয়। তারা অফিসে (ভেতরে বাইরে কি কি লাগবে... এর একটা) তালিকা ঝুলিয়ে রাখে। অনলাইনে আবেদন করে প্রিন্ট পেপার নিয়ে গেলেও অনেকসময় তারা জমা নেয় না।
আমি জানুয়ারিতে অনলাইনে আবেদন করে জমা দিতে গিয়ে এইসব নিয়ে অনেক ঝামেলা দেনদরবার করেছি।

জন্ম নিবন্ধন অনলাইনে আছে, এটার কপি সত্যায়িত করার কি দরকার?
জন্ম নিবন্ধন থাকার পরও নাগরিক সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেটএর কি দরকার?

২৬ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১০

ইমরোজ৭৫ বলেছেন: আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন অনলাইনে কাগজ পত্র স্ক্যান করে পিডিএফ করে আপলোড দিবেন। যদি কোন কাগজ পত্র মিস যায় তখন সেই কাগজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

আমি তো জন্ম নিবন্ধন বা অন্যান স্ক্যান করা কগজ সত্যায়িত ছিলো না। তাদের সবার কাজ হয়েছে।
জন্ম সনদ থাকার পরেও নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে।

২| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝলাম।

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৮

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৭

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর।

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৮

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ঢাকার মানুষ ৪ বছর দৌড়ে যা পারে না আপনি সেটি ৪ দিনে কর ফেললেন?

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৯

ইমরোজ৭৫ বলেছেন: অসম্ভব কে সম্ভব করা আমার কাজ।

৫| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১১:০০

ককচক বলেছেন: অনলাইনে আবেদন করার সময় সব ঠিকঠাকভাবে দিতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্টস না দিলে ত আবেদনই করা যাবেনা।
ফাইল মেন্টেইনের নামে, বা যাচাই-বাছাইএর জন্য প্রিন্ট কপিই এনাফ। সার্টিফিকেট সঠিক কি ভুয়া সেটা ত তারা অনলাইনে যাছাই করতে পারে, জন্মসনদও অনলাইনে যাছাই করা যায়... এতো ঝামেলার কিছু ত নাই। তবুও কোনোএক অজানা কারণে তারা ঝামেলা করেন।
জি স্যার জি স্যার না করলে, চরম হয়রানি করান। এটা হচ্ছে দেশের অবস্থা।

আপনার এলাকায় যারা আছেন তারা হয়তো তুলনামূলক ভালো। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে, তারা ভালো সার্ভিস দিচ্ছেন।

২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৯

ইমরোজ৭৫ বলেছেন: .

৬| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৪

অক্পটে বলেছেন: রোহিঙ্গাদের সব কিছু অতি সহজে হয়ে যায় কিন্তু আমাদেরটা হচ্ছেনা। আমি একজন ভুক্তভোগি।

২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০০

ইমরোজ৭৫ বলেছেন: নতুন করে অনলাইনে আবেদন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.