![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।।
ডান হাতে তোর খড়গ জ্বলে, বা হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ।
ওগো মা তোমার কী মুরতি আজি দেখিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে,
যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা,
আছে ভাঙ্গা ঘরে একলা পরে, দুঃখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি,
আকাশে আজ ছড়িয়ে গেল, ঐ চরণের দিপ্তীরাশি,
ওগো মা তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে,
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও ধরণী,
তোমার অভয় বাজে হৃদয় মাঝে, হৃদয়হরণী।
ওগো, মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
গানের লিঙ্কঃ Click This Link
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
হমপগ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
মুক্তির গানে যার গলায় গানটা শুনেছেন, আমি তার গলায় পাইনি। সে শিল্পীর নামটাও জানা নেই আমার!
২| ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫২
রাজামশাই বলেছেন: বাহ বাহ বাহ
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৬
হমপগ্র বলেছেন: ওরে রে রে...গরীবের ঘরে এটা কে রে?
৩| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০০
নাফিস ইফতেখার বলেছেন: আমার প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত........+ + +
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৬
হমপগ্র বলেছেন: ধন্যবাদ নাফিস ভাই...
৪| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬
অরণ্য আনাম বলেছেন: ডাউনলোড করলাম..
ধন্যবাদ
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
হমপগ্র বলেছেন: ধন্যবাদ আনাম ভাই!
৫| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৭
শত রুপা বলেছেন: ++++
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
হমপগ্র বলেছেন: ধন্যবাদ শতরূপা,
কেমন আছেন?
৬| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: এক সময় গাইতাম।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
হমপগ্র বলেছেন: ধন্যবাদ!
৭| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২২
তনুজা বলেছেন: +++++
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭
হমপগ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে!
৮| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৩
জটিল বলেছেন: একদা গাইতাম
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮
হমপগ্র বলেছেন: আমি এখনও গাই!
৯| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৬
নিহন বলেছেন: +
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯
হমপগ্র বলেছেন: ধন্যবাদ নিহন!
১০| ২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৩
এস্কিমো বলেছেন: গানের জন্যে ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯
হমপগ্র বলেছেন: জিয়া ভাই কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫০
শান্তির দেবদূত বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবো !!!!!
....
মুক্তির গান ডকুমেন্ট্রিতে এই গানটা শুনে পাগলের মত খুজেছিলাম প্রায় ২ বছর .... তারপর ভুলেই গিয়েছিলাম .... ++++++++
এখনি ডাউনলোড করে নিচ্ছি