নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরুল কায়েছ

আমি ইমরুল কায়েছ , আমি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার , রানীগঞ্জ ইউনিয়নের বসবাস করি

ইমরুল কায়েছ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের শিক্ষার একি হাল

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫০

আমরা শিক্ষত হচ্ছি
কিন্তুু বাংলাদেশের ইতিহাস
সঠিক টা ভাবে বলতে পারি না।
জানি না বলবো কিভাবে??
খুব বেশি স্মার্ট আমরা তাই
নিজেদের ইতিহাসটা ঠিক মতো
বলতে পারি না।
- আচ্ছা আপু তুমি কী বলতে পারবে
আমাদের বাংলাদেশের ১৬ই
ডিসেম্বরকে কী বলা হয়??
- হুম পারি .....
- বলো??
- আমরা, আমাদের ২৬ শে মার্চ কে ১৬ই
ডিসেম্বর বলা হয়।
- ২৬ শে মার্চকে ১৬ই ডিসেম্বর বলা
হয় আচ্ছা, আপু তুমি কী বলতে
পারো আমাদের বিজয় দিবস কবে?
- হুম ১৬ই ডিসেম্বর...
- বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, আর আর
স্বাধীনতা দিবস?
- ২৬ শে মার্চ.....
- আচ্ছা ঠিক আছে, তুমি কী বলতে
পারো আপু আমাদের ১৯৫২ সালে কী
হয়েছিল?
- হুম, ১৯৯২ সালে আমাদের অনেক
ক্ষতি হয়েছিলো, আমাদের বাবা
মাকে নির্যাতন করা হয়েছিলো আর
জানি না (হাসতে হাসতে)
একই স্কুলের একটা ভাইয়া ....
- আচ্ছা ১৬ই ডিসেম্বরকে কী বলা
হয়?
- ১৬ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস
বলা হয়।
- ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস আর
২৬ শে মার্চ??
- ২৬ শে মার্চ, ২৬ শে মার্চ (উপরে
তাকিয়ে) বলতে পারলো না।
এখন কথা বলবো, প্রিন্সিপালের
সাথে.....
- স্যার আপনার নাম কী??
- অধ্যাপক, মোঃ আবদুল জব্বার।
- স্যার আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠ
এর নাম স্যার??
- ............................. বীরশ্রেষ্ঠ এর নাম
........................................................।।।
(বলতে পারেনি)
এই হচ্ছে আমাদের শিক্ষা, পাসের
হার বেশি এবং হাতে একটা
সারটিফিকেট বাহ......।। দুই চার পয়সা
খরচ করলে চাকরিও হয়ে যায়। বলতে
পারেন কী হবে এইরকম শিক্ষিত
জাতি দিয়ে?? যারা বিজয় দিবস
স্বাধীনতা দিবস কখন জানে না।
কিছু দিন আগে দেখলাম, ২০১৪ সালের
এস এস সি পাশ করা ছাত্র। জিপিএ
৪.৮৮ পেয়েছে অথচ একটা আবেদনপত্র
দেখলাম তার হাতের প্রতিটি
লাইনে ৪-৫ টা বানান ভুল।
এর জন্য দায়ী কে??
আমার এক পরিচিত বড় ভাই সে আবার
ডিগ্রি পাশ, ছেলেমেয়েদের পড়ায়।
কিছুদিন আগে কইলাম স্যার দাদা
আমি তো ক,খ,গ,ঘ ভূলে গেছি আর
ব্যাঞ্জনবর্ণে কয়টি তাও ভুলে
গেছি একটু যদি বলতেন ভালো হয়।
আর আমারে বললো, রাতের বেলা সব
কিছু ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দিব
আমিও এখন এইসব ভুলে গেছি ।
কইলাম থাক রাতের বেলা ইন্টারনেট
থেকে আমি শিখে নিতে পারব....
এই নাকি আবার ছেলে মেয়ে পড়ায়!
কী পড়ায় সেইটাই চিন্তা করতেছি।।
হাইরে আমার জাতি..................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.