![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি বর্ণান্ধ(colorblind) কিনা তা নীচের ছবিটির দিকে তাকিয়ে এখুনি পরীক্ষা করে নিতে পারেন। এই ছবিতে লালের বিভিন্ন শেডে তৈরি কিছু বৃত্তের ব্যাকগ্রাউন্ডের উপর সবুজের বিভিন্ন শেডে তৈরি একটি সংখ্যা লিখা রয়েছে। যারা বর্ণান্ধ তারা সংখ্যাটি পড়তে পারবেন না।
[ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত]
বর্ণান্ধতা একটি জিনগত সমস্যা। এই সমস্যা থাকলে লাল এবং সবুজ রংএর মধ্যে পার্থক্য করা যায় না। একই উজ্জ্বলতা বিশিষ্ট একটি লাল এবং সবুজ রং পাশাপাশি অবস্থান করলে বর্ণান্ধ ব্যক্তিরা রং দুটি পৃথক করতে পারবেন না। তবে বাস্তবে হুবহু একই উজ্জ্বলতা বিশিষ্ট লাল এবং সবুজ রং পাশাপাশি ফুটিয়ে তোলা মুস্কিল (ফটোগ্রাফাররা এ ব্যাপারটি ভালো বুঝতে পারবেন)। তাই লাল এবং সবুজের বিভিন্ন শেড ব্যবহার করে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়। অবশ্য ছোটবেলায় অভ্যাস না করার দরুন জিনগত ভাবে বর্ণান্ধ না হয়েও কারও কারও বিভিন্ন রং পৃথক করতে সমস্যা হতে পারে। এদেরকে বর্ণান্ধ বলা যায় না।
২| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:২৯
হেডস্যার বলেছেন:
বেঙ্গলেনসিস বলেছেন: কমেন্টে সংখ্যাটি লিখবেন না দয়া করে।
---------------------------------------------------------------------------
আইচ্ছা লেখমু না।
74
৩| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
তানভীরসজিব বলেছেন: সংখ্যাটি যো ৭৪ তা আমি জানিনা ।
৪| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪২
জুন বলেছেন: ৭৪ মনে হয়না :#>
৫| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
শিপু ভাই বলেছেন: যাক্, আমি ঠিক আছি!!!
১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
বেঙ্গলেনসিস বলেছেন: হ্যাঁ, মন্তব্যকারীদের মধ্যে একমাত্র আপনিই ঠিক আছেন। বাকিরা আমার মন্তব্যটা ঠিকমত দেখতে পায় নি !
৬| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
আজাদ আল্-আমীন বলেছেন: পড়তে পারছি। ধন্যবাদ।
৭| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
তানভীরসজিব বলেছেন: জুন আপনি বলেন তো কত ??
৮| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
জুন বলেছেন:
@ তানভীর সজীব,
বলতে না করেছে
৯| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
তানভীরসজিব বলেছেন: আমার কানে কানে বলেন ...........আমি রেডি ......
১০| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৮
মুখপোড়া বলেছেন: কী মজা! মুই পড়তে হারি।
১১| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৩
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: ভাই গো !! আমি তো সত্যি সত্যিই আলাদা করতে পারলাম না !!!
১৬ ই মে, ২০১১ রাত ৮:৪৩
বেঙ্গলেনসিস বলেছেন: আপনি সিরিয়াসলি একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করে আসুন।
১৬ ই মে, ২০১১ রাত ৯:০৬
বেঙ্গলেনসিস বলেছেন: এদুটো ছবি একবার দেখুন তো:
১২| ১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
নিভৃত নয়ন বলেছেন: আমাকে বলে দিবেন না কি লেখা আছে তবে 74 লেখা বুঝতে পারতেছি না
১৬ ই মে, ২০১১ রাত ৮:৫২
বেঙ্গলেনসিস বলেছেন: আপনার কেসটাও সুবিধার না।
১৩| ১৬ ই মে, ২০১১ রাত ৮:১২
রাসেল আমার নাম বলেছেন: আমি মনে লয় বর্ণান্ধ। কারণ সবাই বলতেসে ৭৪। কিন্তু আমি দেখি 74
১৪| ১৬ ই মে, ২০১১ রাত ৮:২৩
মনে নাই বলেছেন: যাক আমি মনে হয় বেচে গেছি।
১৫| ১৬ ই মে, ২০১১ রাত ৮:৪৫
বেঙ্গলেনসিস বলেছেন: আমার আগেই বোঝা উচিৎ ছিল, বাঙ্গালিরে কোন কাজ করতে মানা করা মানে তাকে সে কাজে আরো বেশী উৎসাহিত করা।
১৬| ১৬ ই মে, ২০১১ রাত ৯:২৮
তানভীরসজিব বলেছেন: এতো দিনে লেখকের বুদ্ধি খুলছে।
১৭| ১৭ ই মে, ২০১১ রাত ১২:১৫
অন্ধকারের রাজপুএ বলেছেন: আমি প্রথম ছবিতে ২১ দেখি কেন !! তারপরের দুইটা ৩ ও পেইজ ৫
১৭ ই মে, ২০১১ রাত ১:০১
বেঙ্গলেনসিস বলেছেন: সর্বনাশ!
১৭ ই মে, ২০১১ সকাল ৮:৩৮
বেঙ্গলেনসিস বলেছেন: আপনি কেবল শেষেরটাই ঠিকমত দেখেছেন। আপনি সম্ভবত বর্ণান্ধ তবে contrast ভালো বুঝতে পারেন বলে প্রথমটিকে 21 এবং দ্বিতীয়টিকে 3 দেখেছেন।
১৮| ১৭ ই মে, ২০১১ রাত ২:২৬
মুখপোড়া বলেছেন: @অন্ধকারের রাজপুত্র, আপনার সমস্যার মাত্রা কিছুটা কম তবে ডাক্তারের পরামর্শ নিন এখনই।
বেঙ্গলেনসিস ভাই, এই প্রয়োজনীয় পোস্টটির জন্য ধন্যবাদ।
১৭ ই মে, ২০১১ সকাল ৮:৩২
বেঙ্গলেনসিস বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ, প্রথম ছবিটিতে 7 কে বর্ধিত করে গোলাপি শেড দিয়ে 2 এর মত করে দেয়া আছে আর 4 এর বামপাশের অংশকে হালকা শেডে করা হয়েছে ফলে সেটাকে এক মনে হতে পারে। তবে অন্ধকারের রাজপুত্র বর্ণান্ধ হলেও contrast ভালই বুঝতে পারেন।
১৯| ১৭ ই মে, ২০১১ রাত ২:৩৭
খালি ব্যান খাই বলেছেন: পারি তয় কমুনা
২০| ১৭ ই মে, ২০১১ সকাল ৮:৪৪
একলা চাঁদ বলেছেন: আমি বর্নান্ধ না
আমি প্রথমটারে ২১ দেখলাম । তারপর সবার কথায় গিয়া আসল সঙ্খাটা চিনলাম ।
১৭ ই মে, ২০১১ সকাল ৯:২৮
বেঙ্গলেনসিস বলেছেন: ২২ ও ২৩ নং মন্তব্য দেখে আসুন।
২১| ১৭ ই মে, ২০১১ সকাল ৮:৫৩
গুরুত্বহীন বলেছেন: আমি বর্নান্ধ না তাতে খুশি, কিন্তু বাংগালির আচরণে লজ্জিত, আমাদের কি কোন দিন ব্যক্তিত্ব তৈরী হবে না?
১৭ ই মে, ২০১১ সকাল ৯:৩২
বেঙ্গলেনসিস বলেছেন: কি আর বলব!
২২| ১৭ ই মে, ২০১১ সকাল ৯:১৬
বেঙ্গলেনসিস বলেছেন: প্রথম ছবিটিকে সাদা-কালোতে (greyscale) বদলে দিলে দেখুন কি অবস্থা দাঁড়ায়:
২৩| ১৭ ই মে, ২০১১ সকাল ৯:২৫
বেঙ্গলেনসিস বলেছেন: প্রথম ছবিটি থেকে লাল রংএর সবটুকু সরিয়ে নিলে যেমন দেখা যাবে:
অন্ধকারের রাজপুত্র বোধহয় এজাতীয় কিছু দেখেছেন।
২৪| ১৭ ই মে, ২০১১ সকাল ১১:০৯
অন্ধকারের রাজপুএ বলেছেন: হ্যা এটাই
২৫| ১৭ ই মে, ২০১১ বিকাল ৫:১৯
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: ৫ বুঝিলাম ... আর বাকিগুলা এখন্ও বুঝলাম না !
১৭ ই মে, ২০১১ রাত ৮:৩৯
বেঙ্গলেনসিস বলেছেন: আপনি বর্ণান্ধ, এ ব্যপারে কোন সন্দেহ নেই। ৫ বোঝাটা সহজ ছিল লাল আর সবুজের কম্বিনেশন ঠিকমত নেই বলে।
২৬| ১৭ ই মে, ২০১১ রাত ৮:১৩
মারুফ হোসেন বলেছেন: পোস্ট টার জন্য অনেক ধন্যবাদ... আমার সম্ভবত Deuteranomaly, আপনার পোস্ট টা না দেখলে ব্যাপারটা অজানাই থেকে যেত...
২৭| ১৮ ই মে, ২০১১ রাত ১২:৩৮
একলা চাঁদ বলেছেন: আমি আল্লাহর দয়ায় ২২ এবং ২৩ মন্তব্যের মত কিছুই দেখি নাই । শুধু অক্ষর দুইটা দেখতে একটু কনফিউসন আছে । ২১ এর মত দেখা যায় । না হইলেই ভাল । লেখকের শেষ রায় এর অপেক্ষায় আছি
১৮ ই মে, ২০১১ সকাল ৭:৩৮
বেঙ্গলেনসিস বলেছেন: প্রথম ছবিটা ২১ এর মত দেখলে সমস্যা আছে।
এই লিংকটা একবার ঘুরে আসুন:
http://en.wikipedia.org/wiki/Color_blindness
২৮| ১৮ ই মে, ২০১১ দুপুর ১২:১০
দু-পেয়ে গাধ বলেছেন: পাগলকে সাঁকো নাড়াতে মানা করলেন? আপনার তো আই কিউ টেস্ট করানো দরকার। ছবিটা দেখার পর রেজাল্ট বলছি।
(সাদা কালো মনিটর এ কি কাজ হবে? সিস্টেম রিকোয়্যারমেন্ট দেন নাই দেখে আর একবার আই কিউ টেস্ট করাতে বলব ভাবছি। )
কি দেখলাম সেটা ফেসবুক এ মেসেজ করছি। এখানে বলব না।
১৮ ই মে, ২০১১ বিকাল ৩:৫১
বেঙ্গলেনসিস বলেছেন: পোস্ট দেওয়ার আগে বুঝতে পারিনি এত মানুষের বর্ণত্রুটি আছে। অনেক আগে উচ্চমাধ্যমিক প্রাণিবিদ্যা বইয়ের প্রচ্ছদে এ ধরনের একটি ছবি দেখেছিলাম। আমার মামা সেটা দেখে বলেছিলেন এটা দিয়ে color blindness টেস্ট করা হয়। এদিকে আমার একবন্ধু গ্রাফিক্সের কাজ করে কিন্তু তার রংএর জ্তান খুব নিন্মমানের। (বাংলাদেশের পতাকা ডিজাইন করতে গিয়ে টিয়া রং দিয়ে দিয়েছিল।) তখন আমি তাকে ডেকে ছবিটা দেখালাম এবং বলা বাহুল্য সে সংখ্যাটি পড়তে পারেনি। হঠাৎ কিছুদিন আগে মনে হল ইন্টারনেটে এরকম প্রচুর ছবি পাওয়া যাবে। তারই একটি নিয়ে পোস্টে দিয়ে দেখি ঘটনা মারাত্মক। এরমধ্য একজন আবার আসল সংখ্যাটি না দেখে অন্যসংখ্যা দেখেছেন। তখন আমি ফটোশপে গিয়ে লাল রংএর চ্যানেলটা তুলে দিতেই দেখি সেই সংখ্যা হয়ে গেছে। এটা অভাবনীয় ব্যপার। পরে উইকি পিডিয়াতে গিয়ে দেখলাম বেশ বড় একটা সংখ্যার মানুষ বিভিন্ন রকম বর্ণান্ধতার শিকার।
১৮ ই মে, ২০১১ বিকাল ৪:১০
বেঙ্গলেনসিস বলেছেন: আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন। বর্ণান্ধতা চোখের না হয়ে মনিটরেরও হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:২১
বেঙ্গলেনসিস বলেছেন: কমেন্টে সংখ্যাটি লিখবেন না দয়া করে।