![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আলোয়
............................
অন্ধকারাচ্ছন্ন বিষণ্ণ পৃথিবীতে
হঠাত খুজে পাওয়া মৃদু আলোর হাতছানি
মহাকালের নিস্তব্ধতা ভাঙা আলোর বাণী
আবার আশা
ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা কুড়ির মত
জীবনের বাচতে চাওয়া।
অচেনা ঝাপসা আলোয় নেশায়
ঘুম ঘুম চোখে প্রায় নিস্তেজ দেহে
আধারের সাথে যুদ্ধ
একটু আলোর আশায়
একটু আলো।
সোনালী কিংবা লালচে আলোয়
সমস্ত অন্ধকার দুর হবে
ভোর হবে আমার পৃথিবীতে
ঘাসের উপর ভোরের শিশির নাচবে
আমি আবার বাচবো নতুন দিনের আলোয়
ইমতিয়াজ হোসেন
(১৭.১০.২০১৪)
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।
ভালো থাকবেন