নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Indolent Mahmud বয়সঃ২১। ধর্মঃ ইসলাম

Indolent Mahmud

Indolent Mahmud › বিস্তারিত পোস্টঃ

যারা নিজেদের অনেক স্মার্ট মনে করেন !! ???

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আজ আমদেরদেশে অধিকাংশ মুসলীম ছেলে-যুবক-বৃদ্ধ দের দেখা যায়, তার ক্লিন শেভ করে, অথবা বিভিন্ন স্টাইলের দাড়ী রাখে, টাখুনর নিচে কাপড় পরে।আর নিজেদের খুব স্মার্ট মনে করে। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, পৃথীবীর সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মানুষ, যিনি সারা বিশ্ব বাসীর জন্য আদর্শ, হয্রত মুহাম্মদ(সঃ), যার সুপারিশ ছাড়া কেউ যান্নাতে প্রবেশ করতে পারবেনা, তিনি মুখে দাড়ী রাখতেন, তিনি টাখুনুর উপরে কাপড় পরতেন, আর তার থেকে দুনিয়াতে কোন স্মার্ট ব্যক্তির জন্ম হয়নি, এবং কোনদিন হবেও না। সুতরাং নিজেদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনুন।
রাসূল (স:) বলেছেনঃ “যে ব্যক্তি পায়ের টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী’। (বুখারী, মিশকাত হা/৪৩১৪ , বাংলা হা/৪১২৫।)
রাসূল (স:) বলেছেনঃ “আল্লাহ তাআ’লা ক্বিয়মতের দিন সেই ব্যক্তির প্রতি করুণার দৃষ্টি দিবেন না, যে অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ে”। (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৩১১, বাংলা হা/৪১২২।)
“তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তায়ালা এবং তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা জ্বিন ২৩)
আপনারা যারা দাড়ি পছন্দ করেনা না, বা দাড়ি ওয়ালা মানূষ দেখলে তাদের সম্পর্কে কটুক্তি করেন, যে দাড়ি ওয়ালা মানূষ রাই বেশী খারাপ, তারা দাড়ি রেখেও ওনেক খারাপ কাজ করে। আর নিজেদের জাহির করতে চান অনেক ভালো সৎ হিসাবে, বলতে চান যে দাড়ি না রেখেও আপনি অনেক ভাল মানূষ। তাদের বলতে চাই আপনি যদি এতই ভালো হন তবে নিজে দাড়ি রেখে খারাপ কাজ না করে প্রমান করুন যে দাড়ি রেখে ভালো কাজও করা সম্ভব। আল্লাহ আপনাকে কে দাড়ি রেখে খারাপ কাজ করছে সেটা দেখে সমালোচনা করার জন্য বলেননি। বরং দাড়ি রাখা রাসুল(সঃ) এর আদর্শ, ওয়াজিব। আপনি যদি রাসূল(সঃ) কে ভালো বাসেন আল্লাহ কে ভয় করেন তবে দাড়ি রেখে নিজে ভালো হয়ে অন্য সবাই কে দেখিয়ে দিন যে হ্যাঁ সত্যি আপনি ভালো মানুষ আল্লাহ ভীরু, রাসূল(সঃ) প্রেমিক। আর যদি সেটা না পারেন কোন দাড়ি ওয়ালা মানূষ সম্পর্কে বাজে মন্তব্য করতে আসবেন না, একবার দাড়ি রেখেই দেখুন কত পরীক্ষার সম্মুক্ষীন হতে হয়। আমার সামনে যদি কেউ দাড়ি নিয়ে বাজে মন্তব্য করে, রাসূল(সঃ) এর সুন্নাত পালন কারীকে তার দাড়ি রাখার জন্য অপমান করে, তবে সেই কটুক্তিকারীর চেহারার মানচিত্র বদলায়ে দিব।
“রাসূল তোমাদের যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো, আল্লাহ তায়ালাকেই ভয় করো; অবশ্যই আল্লাহ তায়ালা কঠোর শাস্তিদাতা।” (হাশর ৭)
আর যেই সব বোনরা পর্দা করেন না, বা নাম মাত্র মাথায় কাপড় দিয়ে চলেন, কিন্তু শরীরের অন্য অংশ সহজে বোঝা যায়, তারা নিজেরা তো গোনাহগার হচ্ছেন, সাথে অন্যদেরও গোনাহগার করছেন। নিজের শরীর দেখিয়ে, রূপ দেখিয়ে বেড়ানো কে স্মার্টনেস বলেনা। হযরত ফাতেমা (রাঃ) যিনি জান্নাতে নারীদের নেত্রী তার থেকে আপনারা কেউ বেশী স্মার্ট ও না, আর সুন্দরীও না।
মুসলীম ভাই ও বোনদের বলতে চাই, সুধু সুন্দর চেহারা আর আকর্শনীয় শরীর থাকলেই সুন্দর হওয়া যায়না, সুন্দর হওয়ার জন্যে প্রয়োজন একটা সুন্দর মন, যেই মনে মহান আল্লহ ও তার রাসূল(সঃ) এর প্রতি ভালবাসা থাকবে, থাকবে আল্লহ ও তার রাসূলের (সঃ) দেওয়া বিধান পালন করার প্রতিজ্ঞা। আর আপনাদের কর্মফল আপনাদের দুনিয়া ও আখিরাতে ভোগ করতে হবে। ফলে যারা ভূল করেছেন, তারা আল্লহর কাছে, ক্ষমা চান, নিশ্চই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে।সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে।তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন।তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
(সূরা নূরঃ২৬)
“হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।” (সূরা ফাতিরঃ৫)

ইসলামিক স্টেট বাংলাদেশ http://istatebd2.wordpress.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.