নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যর্থ বালক

মোঃ হিমেল আলী

I like journey to anywhere.

মোঃ হিমেল আলী › বিস্তারিত পোস্টঃ

এর নাম কি বলবো ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

আগে শুনতাম মানুষ ভালোবাসার জন্যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর প্রকৃত ভালোবাসার জন্যে সুন্দর দুটো মন থাকবে, সাথে একে অপরের প্রতি অগাদ বিশ্বাস থাকবে । কিন্তু বর্তমানে স্বার্থ বুঝে ভালোবাসে, আর সুযোগ বুঝে কেটে পরে । কষ্ট কি জিনিস সেতা মেনে নিতে রাজি না ? একটা বিষয় সিয়র হলাম, ভালোবাসার এখন নতুন নাম ধোকা দেয়া, ধোকা দিলে ভালোবাসার উপকারিতা পাওয়া যায়, আর সর্বদা সত্য কথা বললে, সাথে সত্যিকারে ভালবাসলে পেতে হয় ভালোবাসার নামে ছলনা । তবে এটা আমি মন থেকে মানি না । কারণ পৃথিবীর সকল মেয়েরা একই না । অল্প কিছু মেয়েদের জন্যে আজ সকল মেয়েরা হচ্ছে ঘৃণার পাত্র । আমি কিন্তু এখানে সকল মেয়েরা বলতে অল্প কিছু স্বার্থবাদী মেয়েদের বুঝিয়েছি । তাই, মনে কিছু নিয়েননা । তবে হ্যাঁ যে যাই করুণ, একটা প্রবাদ আছে "যেমন কর্ম তেমন ফল" । তাই যে যাই কর্ম করুক তাকে তার নিজ নিজ কর্মের জন্যে ফল ভোগ করতেই হবে । হায়রে ভালোবাসা ! বড্ড হাসি পাচ্ছি । তবে কষ্ট নেই, আছে শুধু আক্ষেপ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ডরোথী সুমী বলেছেন: যাক, দেরীতে হলেও বুঝতে পেরেছেন। ওদিকে আর নতুন করে জড়ানোর দরকার নেই। শুধুই লস প্রোজেক্ট। সামুতেই ব্যস্ত থাকুন।ভাল থাকুন। আপনার জন্য অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.