![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে শুনতাম মানুষ ভালোবাসার জন্যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর প্রকৃত ভালোবাসার জন্যে সুন্দর দুটো মন থাকবে, সাথে একে অপরের প্রতি অগাদ বিশ্বাস থাকবে । কিন্তু বর্তমানে স্বার্থ বুঝে ভালোবাসে, আর সুযোগ বুঝে কেটে পরে । কষ্ট কি জিনিস সেতা মেনে নিতে রাজি না ? একটা বিষয় সিয়র হলাম, ভালোবাসার এখন নতুন নাম ধোকা দেয়া, ধোকা দিলে ভালোবাসার উপকারিতা পাওয়া যায়, আর সর্বদা সত্য কথা বললে, সাথে সত্যিকারে ভালবাসলে পেতে হয় ভালোবাসার নামে ছলনা । তবে এটা আমি মন থেকে মানি না । কারণ পৃথিবীর সকল মেয়েরা একই না । অল্প কিছু মেয়েদের জন্যে আজ সকল মেয়েরা হচ্ছে ঘৃণার পাত্র । আমি কিন্তু এখানে সকল মেয়েরা বলতে অল্প কিছু স্বার্থবাদী মেয়েদের বুঝিয়েছি । তাই, মনে কিছু নিয়েননা । তবে হ্যাঁ যে যাই করুণ, একটা প্রবাদ আছে "যেমন কর্ম তেমন ফল" । তাই যে যাই কর্ম করুক তাকে তার নিজ নিজ কর্মের জন্যে ফল ভোগ করতেই হবে । হায়রে ভালোবাসা ! বড্ড হাসি পাচ্ছি । তবে কষ্ট নেই, আছে শুধু আক্ষেপ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
ডরোথী সুমী বলেছেন: যাক, দেরীতে হলেও বুঝতে পেরেছেন। ওদিকে আর নতুন করে জড়ানোর দরকার নেই। শুধুই লস প্রোজেক্ট। সামুতেই ব্যস্ত থাকুন।ভাল থাকুন। আপনার জন্য অনেক শুভ কামনা।