নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন দর্শন, আত্ম-উপলব্ধি ও আলোচনা বা সমালোচনা।

জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই। তাই এতেই আমার আগ্রহ ।

ককটেল

আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।

ককটেল › বিস্তারিত পোস্টঃ

এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ... সব খারাপ!

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

গতকাল ডাক্তারের এপোয়েন্টমেন্টের জন্য সিরিয়ালে বসে আছি। এক ভদ্রলোক এসেছেন। তিনি ডাক্তার সাহেবের গ্রামের লোক। সম্ভবত অনেক বছর বিদেশে ছিলেন। জুরে দিলেন বিদেশের নানা গপ্প। এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ... সব খারাপ!



আমি তাকে প্রশ্ন করলাম, এই দেশের ভাল কে?

সে বলল, এই দেশের সাধারণ জনগন ভাল বলেই এই সব নেতা ফেতাদের কিছু বলে না।



কিছুক্ষন আগে এই ভদ্রলোক আমার সামনেই তার সিরিয়ায়ল ১ম দেয়ার অনুরোধ করেছিল। কারণ সে ডাক্তারের গ্রাম থেকে আসছে, এবং আজই তাকে কিছু জরুরী কাজ করে বাড়ি ফিরতে হবে।

আমি তাকে বললাম, আমরা সবাই নিজের মামা মন্ত্রী হইলে সুপারিশ নিয়া যাই। কিন্তু অন্য কেউ সুপারিশ করলে ভদ্রতা শিখাই। যেমন জনগন তেমন নেতা।



লোকটা বাকিটা সময় আর তেমন বিদেশ সৃতির কথা বলে নাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

কাক পাখি বলেছেন: ওওও... তাই নাকি!!!

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

ককটেল বলেছেন: হ তাই!

২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

হেডস্যার বলেছেন:
আমার র‍্যামটা দুর্বল। কথাডা এখন ও প্রসেসিং হইতেছে মাথার মধ্যে। :-&

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯

ককটেল বলেছেন: প্রসেসরের স্পিড বাড়াইয়া লাইছেন, আরেকটু স্লু করেন। এত ছোট লেখা র‍্যামের কোন কাম নাই।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুম

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ককটেল বলেছেন: নাম হিসাবে বর্ষন প্রথম দেখলাম। নামটা সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.