![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।
এই হরতাল অবরোধে সবচেয়ে সক্রিয় বা মূল শক্তি তরুন ছাত্র। তাদের পেশি শক্তিতে ভর দিয়ে আমাদের দুই নেত্রীর যে কোন একজন ক্ষমতায় যাবে। এর ফলাফল সেই আগের মতই। ছাত্রদের দৌরাত্য আর সন্ত্রসে তটস্থ হবে দেশ। যেখানেই কিছু করতে যাবেন এই সব ক্যাডার সন্ত্রসীদের হাতে পায়ে ধরে করতে হবে।
হাসিনা/খালেদার ছাত্র রাজনীতির এই সব সন্ত্রসীর দৌরাত্ম বন্ধ করতে না পারার কারণ এই নির্বাচনকালীন পেশি শক্তির ব্যাবহার। তবে দোষী কে? দোষী সে, যে এদের ব্যাবহারের জন্য বাধ্য করেছে। দোষী সে, যে এদের ব্যাবহারের অনুমতি দিয়েছে।
এই সন্ত্রসীদের কাছ থেকে মুক্তি কোথায়? এরা আমাদের রাজনীতিকে আষ্টেপৃষ্ঠে ধরেছে।
©somewhere in net ltd.