![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।
যৌক্তিক পরিণতিঃ
১। আমার নাতি, তোমার নাতি কিন্তু তোমার নাতি আমার নাতি না।
২। আমার চেয়ার নাই তাই জনগনের খেতাপুরি।
৩। সংবিধান চেঞ্জ করার সময় আমি ঘুমাইয়া ছিলাম, এখন আবার ফিরাত্তে খেলুম।
...
আরো কিছু যৌক্তিক পরিনতি চাই?!
আমি আওয়ামিলীগের এই সরকারের সমর্থন করি না কিন্তু বিএনপি যেটা করছে সেটাও কোন রাজনীতি না। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। শুধু নির্বাচনের সময় উদয় হয়ে হট্টগোল করলে, সেটা জনগনের দূর্ভোগই হবে।
আমি জোরালো ভাবে দেখতে চাই, হাসিনা যেভাবে খালেদাকে ফোন করেছিল, খালেদাও সে ভাবে হাসিনাকে ফোন করুক। সেই ডাকে সারা না দিলে বিএনপির আন্দোলনের সাথে আমার মৌন সম্মতি আরো জোরাল হবে। জনগন হিসাবে বিএনপির কাছে আমার দাবী এটাই।
©somewhere in net ltd.