![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উৎফুল্ল মনের মানুষ। জীবন দর্শনে জীবনের রস খুজে বেড়াই। সৃস্টিকর্তা আছেন বলেই পৃথিবিটা এত সুন্দর বলে মনে করি। মানুষকে মানুষ ভাবতে ভালবাসি।সরলতা পছন্দ করি কিন্তু ব্যাক্তিগত অভিজ্ঞতার কারনে জটিল চিন্তায় অভ্যস্ত হয়ে পরেছি। আপাতত এটুকুই নিজেকে ভাল বিচার করতে পারছি।
আমরা ভবিষ্যতে আনিসুল হকের মত সফল ব্যাবসায়ীদের রাজনীতিতে চাই। যারা প্রতিষ্ঠান ভাল চালায় তারা পৌরসভাও ভাল চালাবেন। আমার তাকে নিয়ে কয়েকটা প্রশ্ন ও প্রত্যাশা -
১। কত টাকা বেতন হইলে আনিসুল হকের মত একজন ব্যাবসায়ীর মেয়র হওয়া উচিত!?
২। এত টাকা পয়সা কামায়ও তার কোন সম্পত্তি খুজে পাওয়া যায় নাই। আমি নিশ্চিত মেয়র হওয়েও তার সম্পত্তি খুজে পাওয়া যাবে না।
৩। হাতির ঝিলে যে দৃষ্টি নন্দন বিজিএমইয়ের ভবন দেখা যায় সম্ভবত সেই বিজিএমই-র সভাপতি তিনিই ছিলেন। বোধকরি, মেয়ের হিসাবে তিনি তার অনৈতিক সফলতা বজায় রাখবেন।
৪। যিনি বিলাসিতা করে মর্নিং ওয়াক করেন, তিনি কোন একদিন রুটি রুজির জন্য মর্নিং ওয়াক করা মানুষের কষ্ট বুঝবেন।
৫। যার বিলাসী গাড়ির কাচ নামিয়ে নেচারাল বাতাস খাওয়া সৌখিনতা, তিনি কোন একদিন লোকাল বাসে চলা গাদাগাদি করা ভেপসা বাতাসের গরম বুঝবেন।
মেয়র আসে যায়। আমারা ব্যাটম্যান জাতি লোকাল বাসেই ঝুলি অথচ একটা কলমের খোচায় একই ভাড়ায় আমরা আধুনিক বাসে চড়তে পারি। কে বুঝবে আমাদের কষ্ট! আফসোস ক্র্যাক প্লাটুন জীবিত থাকত। আনিসুল হকের বাসায় গিয়ে বলত- কিরে ব্যাবসা করছোছ তোর এত কম টেকা কে!? কান ধর।
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১
তপ্ত সীসা বলেছেন: সম্পদের হিসাব দিয়াই আনিস সাহেব প্রমান করছেন উনি মুখোশধারী সুশীল। তাবিথ আউয়ালও আরেকটা বলদ প্রকৃতির ধনী বাপের আবাল। মেয়র পদ বাদ দিয়া সিটি কর্পোরেশনের ভার সেনাবাহিনীর ইসিবি কে দেয়া হোক। অনেক ভালো কাজ করবে এই আবাল গুলার থাইক্কা।
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
ককটেল বলেছেন: সেনাবাহিনীর কাজ সেনাবাহিনীকে করতে দিন। সিভিলের সমস্যা সিভিলকেই সমাধান করতে হবে। সিভিলে সেনাবাহিনীর থেকেও অনেক টলেন্টেড, অনেস্ট, সিনসিয়ার পার্সন আছে। সিভিলে থেকে আন্তঃ সংঘর্ষের মাধ্যমেই ভাল সিস্টেম ডেভলপ করবে। বড় বড় রাষ্ট্র ও ব্যার্থ রাষ্ট্রগুলোর তুলনামূলক বিশ্লেষন করলে বুঝতে পারবেন কেন সেনাবাহিনীকে সিভিলে আনা ঠিক নয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
এবার নমিনেশন পেয়েছ শুধু ডাকাতেরা।