নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর কিশোর

ঘড়ির কাঁটার মতই একটা বিন্দুকে কেন্দ্র করে পুরো বাস্তবতার পরিধিতে ঘুরে বেড়াই আমরা । পুরো এই পরিধিটা হল আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন আর কেন্দ্রবিন্দুটা হল আমাদের একলা অবসর । যে সময়টাতে আমরা ভাবি একেবারেই আমাকে আর আমার অস্তিত্বে মিশে যাওয়া মানুষ গুলোকে নিয়ে । পুরোনো স্মৃতিগুলো হাতড়ে ফিরি এ মনের গহীন আঁধারে । জানি কাল থেকে আবার শুরু হবে যান্ত্রিক সকাল । তবুও কিছুক্ষণের জন্য তোমায় ভেবে এ শিশুতোষ হৃদয়ের পাগলামি অথবা ভাবুক কিশোরের স্বপ্নের কানাকানি একটু বেশি হলেই ক্ষতি কি ??

নিশাচর কিশোর › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ - চীন, রাশিয়া , ইরান বনাম যুক্তরাষ্ট্র, ইসরাইল , আইএস ......

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩২

পর্ব -১

চীনের অর্থনৈতিক অগ্রগতি আর বিশ্ব রাজনীতিতে রাশিয়ার শক্ত অবস্থান এখন আবার নতুন করে রাজনীতির পালাবদলটাকে চিত্রসহ দেখিয়ে দিয়েছে । সাম্প্রতিক ন্যাটোর সামরিক মহড়ার জবাবে রুশ-চীন সামরিক মহড়া গুলো যেন তারই পূর্বাভাস । পশ্চিমা বিশ্ব একদিকে যেমন সৌদি তেলের বন্যায় ভাসিয়ে দিয়ে ক্ষতি করতে চেয়েছে , তেলচালিত অর্থনীতির শত্রু দেশগুলোকে ( ইরান, রাশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো ) তেমনি ইরানের মত দেশগুলো পক্ষান্তরে স্বাবলম্বী হবার রাস্তাটাই পেয়েছে , আমার শত্রুর শত্রু আমার বন্ধু - এই নীতির ভিত্তিতে । এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার ব্যাপক ক্ষতি হলেও ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার অনমনীয় অবস্থান আর সিরিয়ার বাশার আসাদ সরকারের অদ্যাবধি টিকে থাকা , রাশিয়ার পুরানো শক্তিশালি সোভিয়েত রূপকেই প্রকাশ করে । পাশাপাশি চীনের পঞ্চম প্রজন্মের স্টিলথ জঙ্গি বিমান গুলো আমেরিকার একচেটিয়া অস্ত্রবানিজ্যে অনেক খানি নাড়া দিতে পেরেছে । এখন আর তেমন কোনও কৌশলগত অস্ত্রই আমেরিকার একার ভাণ্ডারে নেই । অনেক দেশই এখানে ভাগ বসিয়েছে । অন্য সবাইকে পেছনে ফেলে রাশিয়া আর চীন অস্ত্র বানিজ্যে যথাক্রমে ২য় এবং ৩য়। ১ম অবস্থানটা আমেরিকার , তাকে পেছনে ফেলে দেয়ার যথেষ্ট সম্ভাবনা আছে রাশিয়ার (United States: 31%, Russia: 27%, China: 5%) । আমেরিকার বেশিরভাগ অস্ত্র আমদানি করে তার দীর্ঘদিনের মিত্রদেশ সৌদি আরব , যারা কিনা বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক । আর রাশিয়ার অস্ত্রের প্রধান ক্রেতাদেশ ভারত, মধ্যপ্রাচ্যের ইরান , সিরিয়া এবং এশিয়ার চীন, মালয়েশিয়া ইত্যাদি দেশ, ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক দেশ । তবে এশিয়ার মধ্যে ভারতের সুবিধাবাদী অবস্থানের কারণে রাশিয়াতে ভারতের অস্ত্র রফতানি কিছুটা কমতে পারে । ভারত ফ্রান্স , ইসরাইল , আমেরিকার কাছ থেকেও অস্ত্র কিনে থাকে । সাম্প্রতিক র্যা ফেল ফাইটার জেট ফ্রান্স থেকে কেনায় রাশিয়ানরা কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছে । যদিও অদ্যাবধি রাশিয়াই ভারতের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক । ভারতের সাথে রাশিয়ার পঞ্চম প্রজম্নের সুখোই টি-৫০ বিমান নির্মাণের যৌথ চুক্তি রয়েছে । এদিকে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালি রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান আমেরিকার জন্যে আরেকটি মাথাব্যাথার কারন । আমেরিকার মিত্র রাষ্ট্র ইসরাইলের জন্যে ইরান ব্যাপক হুমকি । কারণ ইরান ফিলিস্তিনের সুন্নিপন্থি হামাস আর লেবাননের শিয়াপ্রধান হেজবুল্লাহর প্রধান মিত্র ও সিরিয়ার অকৃত্রিম বন্ধু । এই দুটি জঙ্গিগোষ্ঠীর প্রধান এজেন্ডাই হল ইসরাইলের পতন । লেবাননের হেজবুল্লাহকে বিশ্বের বৃহত্তম বেসামরিক সেনাবাহিনী বলা হয় । যারা মূলত যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন একদল কমান্ডো সেনা । হেজবুল্লাহ আর হামাসের বেশিরভাগ অস্ত্র, ট্রেনিং আর অর্থের যোগানদাতা ইরান । পাশাপাশি ইরাকের সরকারকেও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান । সবমিলিয়ে ইসরাইলের ১ নম্বর শত্রু ইরান । সাম্প্রতিক ৫+১ দেশের চুক্তি হয়ে যাওয়ায় ইরানের অর্থনীতিতে সুবাতাস বয়ে যাওয়ার ধারা সৃষ্টি হয়েছে । দীর্ঘ ৩৫ বছরের শক্ত পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকে থাকা ইরান এখন প্রযুক্তি , সমর প্রকৌশল আর খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটি দেশ । পাশাপাশি তাদের আছে বিশ্বের বৃহত্তম গ্যাসের মজুদ আর ৪র্থ বৃহত্তম তেলের মজুদ । এক কথায় জ্বালানি শক্তি বানিজ্যে সুপারপাওয়ার হওয়ার সব যোগ্যতাই ইরানের আছে । নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান তার অর্থনীতিকে আরও অনেক শক্তিশালি করতে পারবে যা ইসরাইলের পাশাপাশি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবেরও কাছেও গোঁদের উপর বিষফোঁড়ার মত সমস্যা । ইরানের সাথে লাতিন আমেরিকার দেশগুলোর দহরম মহরম ও আমেরিকা, ইসরাইল আর সৌদি ব্লকের কাছে চক্ষুশূল । আইএস তথা ইসলামিক স্টেট মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির নতুন এক শক্তিশালি খেলোয়ার । প্রকাশ্যে আইএস এর বিরোধিতা করলেও আইএস যে ইসরাইল আর পশ্চিমা মদদে গড়ে উঠেছে তা এখন সবারই জানা । যদিও বর্তমানে লাগামহীন আইএস এর কার্যক্রমে আমেরিকার মিত্র আরব আর ইউরোপীয় দেশগুলো খুব একটা সন্তুষ্ট নয় । তবে আইএস এর কাধে ভর করে সমস্যাগুলো জিইয়ে রেখে সৌদি আরব, তুরস্ক , যুক্তরাষ্ট্র আর ইসরাইল ঠিক কতদিন তাদের স্বার্থ রক্ষা করতে পারবে তা ভবিষ্যতই বলে দিবে । তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মোড়লিপনা টিকিয়ে রাখতে হলে আইএস সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র এতো তাড়াতাড়ি হতে দেবে বলে মনে হয় না । (চলবে...........................)



রাশিয়ার নির্মিত পঞ্চম প্রজন্মের বিমান সুখোই পাক ফা টি-৫০


চীনের নির্মিত পঞ্চম প্রজন্মের বিমান জে-৩১


মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান


ইরানের সাথে P5+1 চুক্তি

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

হতভাগা রাজু বলেছেন: ভালোই লিখছেন ;)
তবে আমেরিকার জোট আইএসকে বিমান হামলা করতে যায় ।ঐদিকে ইসরাঈল এই গোপন সংবাদটা আইএসকে জানিয়ে দিচ্ছে ।বড়ই কঠিন খেলা

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

নিশাচর কিশোর বলেছেন: সত্যিই বড় কঠিন খেলোয়াড় আমেরিকা । বাস্তবিক অর্থে নিজের মোড়লিপনা আর অবস্থান টিকিয়ে রাখার জন্যে সর্প আর ওঝা এই দুই দায়িত্বই পালন করতে ওস্তাদ মুখোশধারি এই দেশটি । আর ইসরাইল আমেরিকার চেয়ে অনেক ভালো কারণ তাদের মুখোশ পড়তে হয় না । ইসরাইলকে সবাই ছ্যাঁচড়া রাষ্ট্র হিসেবেই চেনে । :P

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২০

বিদেশ পাগলা বলেছেন: বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম মারাত্মক হুমকি সাম্রজ্যবাদী আন্তর্জাতিক মহা সন্ত্রাসী তিন গুন্ডা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স । এদের কারণে বিশ্বে কেউ ই শান্তিতে নেই । এ তিন শয়তান ও তার দোসর সমর্থক দালালরা ও কম খারাপ না............ মধ্যপ্রাচ্যের.....লুচ্চারা আছে মেয়ে-মদ নিয়ে বিভোর.......... বিলাসিতার...........চরম পর্যায়ে............. তাদের আনন্দ স্ফুর্তি ছাড়া অন্য কিছুর ভাবার সময় নেই..........মহা ব্যস্ত............নবী(সাঃ) দোয়া না থাকলে ঐ কুত্তারা বহু পূর্বেই............গজবে পড়ে ধ্বংষ হতো.................

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

বিপরীত বাক বলেছেন: আন্তর্জাতিক মহা
সন্ত্রাসী তিন গুন্ডা যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য ও ফ্রান্স । এদের কারণে
বিশ্বে কেউ ই শান্তিতে নেই ।


আর রাশিয়া? ভুলে গেছেন? এমনি তে তো মুসলিম গুলোরে..................... কয় না!

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

বিদেশ পাগলা বলেছেন: হে ! বিপরীত বাক : মাথায় : সমস্যা বা গায়ে চুলকানি থাকলে ভারতের দিদীদের কাছে ভাল ওষুধ আছে ঐখানে চলে যাও........... ! ঐ তিন রাষ্ট্র কি তোমার বাবা বা শ্যালিকা হয়....নাকি ?.......এত চুলকানি কেন............চন্ডাল.... ! ...... জান না রাশিয়া....... ভারতের ইয়ার.......বন্ধূ......... ! :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.