নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগ্নিক গাঙ্গুলী

সাগ্নিক গাঙ্গুলী › বিস্তারিত পোস্টঃ

বড্ড টক

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

এক বিখ্যাত কবি বলেছিলেন যে আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। তিনি আজ থাকলে নিশ্চই মনে-প্রাণে উপলব্ধি করতেন যে সবচেয়ে বেশি টক টক গন্ধ আসলে আমাদের-ই গা থেকে বেরোচ্ছে। খুব হতাশা নিয়ে আজ লিখতে বসছি। মন একদমই ভাল নেই , শরীর টাও বিগড়েছে , মানে ঘরে-বাইরে উভয় স্থানেই সমূহ বিপদ আর কী।

গত বছর আমার স্কুল জীবন শেষ হয়। ততদিন পর্যন্ত বেশ হেসে-খেলেই দিন কাটছিল। কিন্ত ওই সময়ের পর থেকেই চারপাশ টা যেন হুস করে বদলে গেল , বা বলা ভাল বদল শুরু হল , যা প্রকৃতপক্ষে আজও চলছে, আমার চারপাশে।

এই এক বছরে আর যাই হোক না কেন , আমার চারপাশের মানুষ কিছু পাল্টেছে। আপনারা হয়ত বলবেন হ্যাঁ হতেই পারে , সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেওয়াই উচিত। হ্যাঁ নিশ্চই উচিত , মেনে নিচ্ছি , কিন্ত বিশ্বাস করুন , সেটা ভাল দিকে ,খারাপ দিকে নয়। এখানেও আবার প্রশ্ন আসবে , ভাল-খারাপ বিচার করার আমি কে ? ভাল-খারাপ আপেক্ষিক। তাহলে চলুন কিছু ঘটনা বলি ।

১) আজকালকার লোকজন মনে করে দিনে ১০-১৫টা সিগারেট খাওয়া হল "Attitude", খেলে নাকি মেয়েরা আকৃষ্ট হয়।

২) এখন রাতে জেগে থাকা টাও একটা "Art" । যে সপ্তাহে যত কম ঘুমোবে , সে তত বেশি "Cool" - এটাও কিছু মানুষের ধারণা।

৩) খেলায় বিপরীত দল হেরে গেলে তাদের গালাগালের বন্যায় ভাসিয়ে দেওয়াটাই এখন রীতি , এবং শুধু সেখানেই থামা নয় , যারা যারা সেই দলের সমর্থক , তাদের কদর্য্য ভাষায় বাবা-মা তুলে গালাগাল দেওয়াটাই এখন কিছু লোকের শিক্ষা-দীক্ষা।

৪) আপনার কারুর সাথে শত্রূতা আছে ? সে কী মেয়ে ? আপনার প্রাক্তন প্রেমিকা ? তার আবেগ নিয়ে খেলতে চান ? তাহলে খুব সহজ সমাধান বলে দিচ্ছি। তাকে বলুন যে আপনি তার সাথে দেখা করবেন। তারপর আপনি অন্য একজনের সাথে সেই দিন সেই সময়ে ঘুরতে চলে যান , আপনার কাজ হয়ে যাবে। যথেষ্ট ভাল idea কিন্ত , আমার চেনা একজন এই Recently কাজে লাগল , ভাল ফল পেয়েছে।

৫) আপনার কী কাজের অভাব আছে ? আমি কাজ দিচ্ছি। Stulish বা Sarah App -এ Acount বানিয়ে নিন। সবাইকে বলুন যার আপনাকে যা বলার ইচ্ছা ওখানে বলতে ,কারণ ওখানে কী বলল দেখা যায় , but কী বলল তা দেখা যায় না। বেশ মজার লাগছে ,তাই না ? আরে দাঁড়ান ,আসল মজা তো এরপর। এক একটা করে messege ঢুকবে ,আর আপনিই আবার সেগুলোর Screenshot তুলে সবাইকে জিজ্ঞসা করতে শুরু করবেন এটা কে বলল রে ? ভাল কিছু messege হলে ধন্যবাদ ,চুমু ,Heart দিয়ে Whatsapp -এ ping করতে বলবেন , আর খারাপ কিছু বললে নাহয় আপনিও চারটে গালাগাল দিয়ে বলতে থাকবেন যেন উদ্দিষ্ট ব্যক্তির সাহস থাকলে সে আপনাকে সরাসরি এসে ওগুলো বলে দেখায়। বিশ্বাস করুন দাদা , উদ্দিষ্ট ব্যক্তির যথেষ্টই সাহস আছে ,কিন্ত মুখের ওপর ওই বদনাম গুলো শোনার মত সাহস আপনাদের কারুর নেই।

৬) আপনাকে দেখতে ভাল নয় বলে কী আপনি দুঃখিত ? আপনার কী ছবি ভাল ওঠে না ? সব সমস্যার সমাধান হবে নিমেষেই। আপনার দরকার.... না না makeup নয় ,ওসব পুরোনো হয়ে গেছে। আপনার চাই শুধু একটি DSLR Camera । যদি আপনি মেয়ে হোন , তো চিন্তা নেই , camera কিনতে হবে না ,একটু খোঁজ নিলেই Personal Photographer পেয়ে যাবেন ,কারণ বাজারে Single ছেলের কোনো অভাব নেই। আর যদি ছেলে হোন ,তাহলে টাকা জমাতে শুরু করুন , ওই জিনিসটি এলেই আপনার "Singularity" ঘুচে যাবে , এটা আমার gurantee । শুধু একটু কষ্ট করে শিখতে হবে। না না Photography নয় , "মামনিগ্রাফি" । বেশ কঠিন কিন্ত , খুব সাবধান।

৭) মাধ্যমিক শেষ ? ১১-এ উঠবেন ? ব্যাস ,আর চিন্তা নেই ,এক বছর ছুটি কাটান , Relationship Status টা পাল্টান , "Socially" Active হোন , পড়াশোনা পরে ভাববেন , ওটা আপাতত খরচের খাতায়।

খুব সাধারণ কিছু উদাহরণ দিলাম ,অসাধারণ দিকে যাওয়ার আজ আর কোনো ইচ্ছা নেই ,সেটা নাহয় পরের দিন হবে। এই কদিন নাহয় আপনারাই বিচার করুন ,আশেপাশের লোকজন ,বিশেষত আমাদের এই Young Generation , আদৌ কতটা গ্রহণযোগ্য ? অবশ্য সমস্ত রকম Social Status Update দিয়ে , বিভিন্ন Trends Follow করার পর যদি সময় পান , তবেই। নাহলে আর কী, চলতে দিন, যারা ডোবার ডুববে , আপনার-আমার কী ? শুধু একটাই ব্যাপার , দেখবেন যেন টক টক গন্ধটাই টাই এবার তেঁতো না হয়ে যায় , হজম হবে না কিন্ত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

নজসু বলেছেন:



অসম্ভব তেতো কিন্তু উচিত কিছু বিষয়ে আলোকপাত করেছেন।
লেখাটা ভালো লাগলো।
মন ভালো হোক এই কামনা রইল।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ মন এখন অনেক ভালো।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

সুমন আহমদ বলেছেন: ভালো বলেছেন। সুন্দর সাবলীল ভাষায় এবং গুছানো সত্যি কথাগুলো স্পষ্ট ভেষে উঠেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: টক টক থাকে নাকো হলে পরে বৃষ্টি।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

সাগ্নিক গাঙ্গুলী বলেছেন: মানুষ! কী অদ্ভুত সৃষ্টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.