নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্তিখাব আলম

ইন্তিখাব আলম › বিস্তারিত পোস্টঃ

আমি মানুষ

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিষ্টান , আমি বৌদ্ধ, আমি জৈন, আমি শিখ, আমি মানুষ ।
প্রশ্ন আমি কে?

‌আমি মানুষ , আমার শরীরে প্রবাহিতমান রক্তের সব গুণাবলি বর্তমান।
তবুও আমাকে নিয়ে খেলছে রক্তের হোলি।

আমি এক এবং অদ্বিতীয় _ আমি মানুষ ,
কেন তোমরা আমাকে ভেঙেছ _ ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিষ্টান,
যদি তোমার স্বার্থে বা সমাজের কল্যাণে করে থাক, আমাকে আপন গতিতে প্রবাহিত হতে দাও,
‌কেন আমাকে নিয়ে, ধর্মের দোহাই দিয়ে অগ্নিগর্ভের লিলাহীন শিখায় পতিত করছ?
‌কেন আমাকে নিয়ে এই নোংরা রাজনীতি?
‌কেন আমাকে দিয়ে দিয়ে আমারেই রক্ত নিতে বাধ্য করছ?
‌কেন বানিয়ে দিচ্ছ সন্রাসবাদি, মিথ্যাচারী , মানবতাহীন?,
‌আমি ত মানুষ।
‌ সভ্যতার আদিকালে আমার মন ছিল, বিবেকবুদ্ধি ছিল, ভালবাসা ছিল, আমি এক ছিলাম _আমি মানুষ ।
‌তুমি আমারেই ভাঙিয়ে, মানবতাহীন, চেতনাহীন, বুদ্ধিহীন , অধম পশুতে পরনিত করেছ, তুমি আমাকেই আমার মাংস খেতে উদ্বুদ্ধ করছ।
‌তোমার জন্যে, আমি মৃতপ্রায় _আমি মানুষ ।
‌তোমার এই সমাজব্যবস্থা, তোমার স্বার্থ পূরণ এর জন্যে যারা প্রতিদিন মৃত্যু কক্ষে শায়িত , তাদের আত্মা আমার কানে কানে বলছে, এক নেই ধর্ম যুদ্ধ , তারা এক, তারা ভাল আছে।
‌আমি মানুষ আমাকে মানুষ এর মত থাকতে দাও।
‌আমার পরিচয় হক _আমি মানুষ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.