নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্তিখাব আলম

ইন্তিখাব আলম › বিস্তারিত পোস্টঃ

শেষ বসন্ত

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

শেষ বসন্ত

- ইন্তিখাব আলম
তারে ভালবাসতে বাসতে কখন যে দুটি বসন্ত প্রায় শেষ,
হঠাৎ থমকে দাঁড়াতে হল, কোথাও যেন জ্যোতস্না নেই , চারিদিকে যেন অন্ধকারময়, হাতছানি দিচ্ছে ।
এর মধ্যে কত কিছু হারিয়েছি, আবার পেয়েছি ,
তার লাভ ক্ষতি অঙ্ক যেন শূন্য কোথাও যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে সেদিনের অঙ্ক,
যেদিন পাখি হয়ে দুজনমিলে ডানা মিলেছিলাম ওই শূন্য আকাশে।
কতই না স্বপ্ন ছিল এই দুই চোখে,
ডানা মিলতে মিলতে অনেকটা পথ অতিক্রম পর বুঝলাম আকাশে নেমে এসেছে গাড় অন্ধকার,
তখনো ডানা মিলতে বেশ ভালোই লাগছিল,
কেনবা লাগবে না, তুমি ছিলে পাশে,।
হঠাৎ ভুল ভাঙলো, অনেক ঝড়, বৃষ্টি , বাধা পেরিয়ে ভালবাসা আটকে গেল পাঁচশো পাতায়।
চারিদিকে অন্ধকার, তোমার নতুন স্থায়ি বাসা চায়, এবার ছেড়ে দিতে হবে, তোমায় আলো ফিরতে হবে, কিন্তু মন চাইনা ছেড়ে দিতে।
পারিনা তোমাকে আমার সাথে বেধে রাখতে, তাই এই হতভাগা পাখি চেয়েছিল ভালবাসার শেষ বসন্তটা শেষ করতে।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.