নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্তিখাব আলম

ইন্তিখাব আলম › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবসে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪



ভালবাসা দিবসে তোমাকে লাল, গোলাপি, হলুদ রঙ মাখিয়ে বসন্তের সৌরভে
গোধূলি বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না, আমার সঙ্গে একটু সঙ্গ দিবে না, তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।

বসন্তের রুপোলী শাড়ী পরে, কপালে লাল টিপ দিয়ে, আলুথালু চুলে বসন্তের পরী হয়ে
ভালবাসা দিবসে আমাকে আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রুপে এই দিনে, ভালবাসার আগুনে ঝাঁপ দিই।

ফাগুনের গাছে গাছে দেখো কত নতুন কুঁড়ি রা এসেছে, কত ফুলে ফুলে ভ্রমরা তাদের প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না একগুচ্ছ লাল গোলাপে প্রেম ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।

শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে দেয় না, আসা করি তুমিও দেবে না আমার প্রেম ফিরিয়ে।
সময়-সকাল ৮টা ৪৮, তং-১৪/০২/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.