![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি আর হেসেছিল সবে এমন জীবন করো হে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
মার্কিনি এক কম্পিউটার বিশেষজ্ঞ সম্প্রতি নারীর আদলে একটি রোবট তৈরি করেছেন, যেটি কথা বলতে এবং সঙ্গীর চাহিদা মেটাতে সক্ষম। নারীর মতো শারীরবৃত্তীয় ক্ষমতাসম্পন্ন এ রোবট তৈরির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ হলো বলেই জানিয়েছেন গবেষকরা। খবর সিএনএন এর।
‘রুক্সি’ নামের এই রোবটের নির্মাতা ও বেল ল্যাবের সাবেক প্রকৌশলী ডগলাস হায়েন্স জানিয়েছেন, এ রোবটের মধ্যে পাওয়া যাবে ৫টি ব্যক্তিত্বের সমন্বয় যা সঙ্গীর মন ভোলাতে সাহায্য করবে। তিনি বলেন, রুক্সির সঙ্গে নারীর আদতে পার্থক্য নেই। রুক্সির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি আর ওজন ১২০ পাউন্ড। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত চ্যাট করতে এবং সঙ্গীর পছন্দের যে কোনো সময়ই সঙ্গ দিতে সক্ষম রুক্সি।
হায়েন্স এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি হলো লাভ ডলের চেয়ে আলাদা ‘সেরা সফস্টিকেটেড টকিং ফিমেল সেক্স রোবট’। লাস ভেগাসে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে রুক্সিকে প্রথম দেখানো হয়।
জীবন্ত পুতুলের মতো সব বৈশিষ্ট্যই আছে রুক্সির। এটি এমনকি ভার্চুয়াল সঙ্গীর ভূমিকাও নিতেও সক্ষম।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রুক্সির শরীর হাইপোএলারজেনিক সিলিকনের তৈরি। এর ত্বকের নীচে আছে কম্পিউটার নিয়ন্ত্রিত পাওয়ার সিস্টেম, আলোচনায় অংশ নিতে আছে ভয়েস রিকগনিশন ও স্পিচ সিনথেসাইসিস সফটওয়্যার। তার বুকের মধ্যে একটি মোটর রাখা হয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর শরীরের বিভিন্ন অংশে রাখা আছে সেন্সরও।
হায়েন্স জানিয়েছেন, ‘রুক্সির সঙ্গে মেশা যেন প্রথম ডেট করার মতোই উত্তেজক। শুধু পুরুষ নয় নারীরাও এ বিষয়ে আগ্রহী। একজন থেরাপিস্ট তো তার রোগীর জন্য এই বিষয়ে পরামর্শও দিয়েছেন। এটি রুক্সির প্রথম ভার্সন। সিলিকনের তৈরি দেহ হবার কারণে যে কোন পজিশনেই অবস্থান করতে পারে রুক্সি। এর ব্যাটারিতে একবার চার্জ দিলে ৩ ঘন্টা চলে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি এখন পর্যন্ত শুধু ইংরেজি ভাষা বুঝলেও পরবর্তী সংস্করণে জাপানি ও স্প্যানিশ ভাষাও বুঝতে পারবে। রুক্সির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৫ লাখ টাকা।
সুত্র বিডিনিউজ২৪
হায়রে দুনিয়া কোথায় যাচ্ছে।
মানুষ ছেড়ে ধরেছিল পশুকে , এখন পশু ছেড়ে ধরছে রোবট কে
এরপর যে কাকে ধরবে খোদাই জানে
আপত্তি জানালে ছবিটা মুছে দিব
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:১৪
কুঁড়ের বাদশা বলেছেন: কিনবি নাকি মাত্র ৫ লাখ টাকা।
তয় বাংলা বলতে পারেনা
২| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:১৮
নিম গাছ বলেছেন: খাইসে আমারে! আমি কুতায় পালাই?
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৪
কুঁড়ের বাদশা বলেছেন: পালানোর দরকার নাই।
আমাদের দেশেও আসবে , কিনতে হবে না
৩| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২০
যোগী বলেছেন: ভাই সবুর করেন কই দিন পর ভাড়ায় পাইবেন।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৫
কুঁড়ের বাদশা বলেছেন: ভাবতেছি ব্যবসা শুরু করবো নাকি।
খারাপ চলবে না মনে হয়, আপনি কি বলেন ?
৪| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২০
হিমু ব্রাউন বলেছেন: মন্দ না!!! :!> :!> :!> :#> :#> :#>
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৭
কুঁড়ের বাদশা বলেছেন: যোগী বলেছেন: ভাই সবুর করেন কই দিন পর ভাড়ায় পাইবেন।
৫| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপত্তি নাই
তাই ছবি মুছারও দর্কার নাই
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৯
কুঁড়ের বাদশা বলেছেন: পছন্দ হইছে ?
৬| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৮
শিমুল আহমেদ বলেছেন:
৭| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৩৭
মেহেদী_বিএনসিসি বলেছেন:
পাঁচ লাখ টাকা, এদিয়াতো একখান বিয়াই করন যায়। তবে আরেকটু কমটম হলে বুকিং দেওয়ার চিন্তা ভাবনা করতাম........আর যাই হোক অন্তত ঝগড়া ফ্যাসাদতো করবোনা। বা মাইর দিলে আর নারী নির্যাতনের মামলাও করবার পারবোনা......। আসলেইতো অনেক সুবিধা........বুকিং দেওয়ার লিঙ্কটা দিলে একখান পিলাস দিতাম।
০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৬
কুঁড়ের বাদশা বলেছেন: ভালা কইছেন
আরো সুবিধা আছে
বোরড হয়ে গেলে এটা দিয়া ব্যবসা করতে পারবেন
আমি লিংক পাইলে কি আপনাকে দিব নাকি।
কিনে এনে ভাড়া দিব
৮| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৩৭
পপকর্ণ বলেছেন:
৯| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৬
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: ভাড়া নিলে পাপ টা কি ধরণের হবে? পতিতালয়ে যাওয়ার মত হবে!!!!
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৫৫
কুঁড়ের বাদশা বলেছেন: আরে ভাই এটা তো একটা বস্তু ?
একে পতিতার সাথে তুলনা করছেন কেন?
আপনি তো কারও সতীত্ব নষ্ট করছেন না
ভাই এই ধরনের কথা বলে আমার ব্যবসায় ধস নামাইয়েন না
১০| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৭
জলপরী বলেছেন: ঘটনা তো ভাই যথেষ্ট interesting!!! Nice info.
০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭
কুঁড়ের বাদশা বলেছেন: ধন্যবাদ
১১| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৫০
জামালকে বলেছেন: কাজের মেয়ে হিসাবে কাজে লাগবো
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৫৯
কুঁড়ের বাদশা বলেছেন: ছিঃ ছিঃ শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে
১২| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৫১
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
কদ্দুর যাওঞ্জাইবো?
১৩| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৫৭
আয্দা বলেছেন: াগী ছিল, াগী আচে, াগী থাকবে খালি ইনালক তেকে ডিজিাল হইবে
১৪| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:০৫
এম আই এইচ রাজন বলেছেন: আবাসিক হোটেলগুলোর জন্য ভালো হবে।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫১
কুঁড়ের বাদশা বলেছেন: তাজা কইছেন
১৫| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:০৮
আমি তাসনিম বলেছেন: হায়রে দুনিয়া কোথায় যাচ্ছে।
মানুষ ছেড়ে ধরেছিল পশুকে , এখন পশু ছেড়ে ধরছে রোবট কে
এরপর যে কাকে ধরবে আল্লাহ ই জানেন।
আল্লাহ আমাদের হেফাজত করুন।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫১
কুঁড়ের বাদশা বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন
১৬| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:১৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আইজাক অ্যাসিমভের রোবোট্রনের দিন এসে পড়লো।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৯
কুঁড়ের বাদশা বলেছেন: অপেক্ষা করেন আরো দেখতে পাবেন
১৭| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:২৬
বিবর্ণ সময় বলেছেন: পোস্টটা দেখে মজা পাইছি। কমেন্ট গুলা দেখে ব্যাপক মজা পাইলাম।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৪
কুঁড়ের বাদশা বলেছেন: পার্টনার দরকার ।
৫ লাখ পুরা নাই
আমার বিসনেস পার্টনার হইবেন নাকি ?
১৮| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৩৬
সুবিদ্ বলেছেন: বালা জিনিস শেয়ার করিচ্ছেন দেহি ভাই
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৬
কুঁড়ের বাদশা বলেছেন: খুব খুশি মনে হচ্ছে ?
টাকা রেডি কইরা মনে হয় বইস্যা আছেন
১৯| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫০
সামিউর বলেছেন:
এইটা কি শুনাইলা ভাইয়া ?
কুন দিন যানি পুলাগো রিপ্লেসমেন্ট বানায়া ফেলে আল্লাহই জানে!!!
তয় দামটা একটু কমুক, বিবেচনা করবো। :#> :!>
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫২
কুঁড়ের বাদশা বলেছেন: পোলা রোবট বানাইলে খেলুম না
২০| ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৫
অদ্ভুত বলেছেন: দেরি না করে চাঁদা তুলে ব্যবসা শুরু করা উচিত।
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৮
কুঁড়ের বাদশা বলেছেন: পোষ্ট টা দিয়া চরম ভুল হইছে মনে হচ্ছে
ভাবছিলাম মনোপলি খেলুম
২১| ০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
ব্লু হাঙ বলেছেন:
গ্যারান্টি কয় বছরের?????
পয়সা উসুল হইবত ?????
আসল কামের সময় বন্ধ হইয়া গেলে কি করমু ?????
০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
কুঁড়ের বাদশা বলেছেন: খাড়ান ইউজার ম্যানুয়ালডা পইড়া লই
২২| ০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২২
আমি জন বলেছেন: jodi current short mare ????????????
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:১৮
কুঁড়ের বাদশা বলেছেন:
২৩| ০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
অপ্রয়োজন বলেছেন: অর্ডার দিতেসি এখনই
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:২৪
কুঁড়ের বাদশা বলেছেন: লাইনে খাড়ান
বিশাল বড় লাইন
২৪| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:০১
পৃথিবীর আমি বলেছেন: ভাড়া দিলে এইডস ছড়াবে না তো আবার????
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৩২
কুঁড়ের বাদশা বলেছেন: কমুনা, কইলে ভাড়া নিবেন না
২৫| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:০৭
লড়াকু বলেছেন: খাইসে।
২৬| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:০৮
সৌম্য বলেছেন: ধারনাটা কিন্তু একদম নতুন না। আগের যুগে ইউরোপিয়ান জাহাজীরা দির্ঘদিন সমুদ্রে থাকার সময় খড়, তুলা এসব দিয়ে মেয়েদের চেহারার পুতুল বানিয়ে ঐ সব আকাম করতো। পরের যুগে আসলো সেক্স ডল। সিলিকনের তৈরি মানুষ চেহারার ডল, যা নড়াচড়া করতো না। প্রায় ২০ বছর আগে জাপানীরা আনছিলো কি জানি একটা ডল যেটা সাড়া দিত নড়াচড়া করে। আর এইটা কথা কয়।
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৩৮
কুঁড়ের বাদশা বলেছেন: তুলা দিয়া বানাইত ঠিক আছে , মাগার খড় দিয়া কেমতে
চুলকাইত না
২৭| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৪১
সায়েম মুন বলেছেন:
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৪১
কুঁড়ের বাদশা বলেছেন: বা বা এত্ত খুশি কেন ?
এরপর কি আপনার সিরিয়াল ?
২৮| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৪৯
রাগ ইমন বলেছেন: দুনিয়ার সিক লুজারদের জন্য এই পুতুল যারা একটা মাত্র মানবিক সম্পর্ককে তৈরী ও ধরে রাখতে পারে না । তবে তাদের কপালে আরও বড় দু:খ আছে -
True Companion also is developing a male sex robot, named Rocky.
Inventor unveils $7,000 talking sex robot
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৪৩
কুঁড়ের বাদশা বলেছেন:
Rocky এর ঠিকানাটা দেন তো।
ওরে খুন করুম
২৯| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৪৯
তায়েফ আহমাদ বলেছেন: দুইন্যা কৈ যাইতেছে!
০২ রা মার্চ, ২০১০ রাত ১০:০২
কুঁড়ের বাদশা বলেছেন: যাইতেছে না আসতেছে
শীঘ্রই আসিতেছে আপনার দরজায়
ডিজিটাল বউ
৩০| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৫০
বিওলাট্রাটা বলেছেন: সংগী হিসাবে রোবট ভালই তো।
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৪৬
কুঁড়ের বাদশা বলেছেন: হুম খুবই ভালো।
কোন ঝামেলা করবে না
৩১| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৫১
রাগ ইমন বলেছেন: ঘিননা লাগলো । ইয়াক!
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৫০
কুঁড়ের বাদশা বলেছেন: আমার ব্যবসার ১২ টা বাজাইয়েন না
যা কইবার আস্তে কন
৩২| ০২ রা মার্চ, ২০১০ রাত ৮:৫৯
শয়তান বলেছেন: লুকজন দেখি এ্যাডভান্স ব্যবসার ধান্ধাও করতেছে
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৪৮
কুঁড়ের বাদশা বলেছেন: জয়েন্টভেন্চার করবেন আমার সাথে ? মুলধনের ঘাটতি আছে
৩৩| ০২ রা মার্চ, ২০১০ রাত ৯:০৩
শয়তান বলেছেন: সেক্স টয় হিসাবে কিন্তু সবচে বেশী চলে ডিলডো
০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৫৪
কুঁড়ের বাদশা বলেছেন: ছোটরা চোখ বন্ধ করতো একটু
ধুর মিয়া
ডিলডোর চেয়ে ভাইব্রেটর ভালো
ডিলডো জাস্ট একটা স্টিক
ডিলডো কাপে না, ভাইব্রেটর কাপে
এখন চোখ খোল
৩৪| ০২ রা মার্চ, ২০১০ রাত ৯:০৫
বিওলাট্রাটা বলেছেন: রোবট ছেড়ে ধরবে জ্বীন ভূত ডাইনী।
৩৫| ০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৫৪
নুভান বলেছেন: সেইফ সেক্স
০২ রা মার্চ, ২০১০ রাত ১০:০৩
কুঁড়ের বাদশা বলেছেন: এক্কেবারে সেইফ
৩৬| ০২ রা মার্চ, ২০১০ রাত ১০:০৯
সাইফুর বলেছেন: হায়রে
৩৭| ০২ রা মার্চ, ২০১০ রাত ১০:১১
শয়তান বলেছেন: গরীবের আবার অটো ঝাকানী লাগে নি
০২ রা মার্চ, ২০১০ রাত ১০:১৪
কুঁড়ের বাদশা বলেছেন: লাগে লাগে সময় হইলে ঠিকই লাগে
৩৮| ০২ রা মার্চ, ২০১০ রাত ১০:৩৫
তায়েফ আহমাদ বলেছেন: ৩৩ নম্বরে তো দেখি ..........শিক্ষার আসর বৈসা গ্যাছে!
অভিজ্ঞতা শেয়ার করনের মর্তবাই আলাদা!
০২ রা মার্চ, ২০১০ রাত ১০:৪২
কুঁড়ের বাদশা বলেছেন: অভিজ্ঞতা শেয়ার না , গিয়ান শেয়ার করলাম
৩৯| ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:০৭
স্বপ্ন নীল বলেছেন: পছন্দ হয় নাইক্যা । নিমু না, আরও সোন্দর কুনো রবোট থাকলে দেখান....।
০২ রা মার্চ, ২০১০ রাত ১১:১৪
কুঁড়ের বাদশা বলেছেন: ফেয়ার এন্ড লাভলী মাইখ্যা লইয়েন
৪০| ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৩৫
সামিউর বলেছেন: পোস্টটা তো জমসে ভাইয়া।
০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৬
কুঁড়ের বাদশা বলেছেন: লাইনে খাড়াও
৪১| ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৪২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পুতুলডার চেহারা বরাবর ঘুষি দিতে মঞ্চায়তেছে
০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৮
কুঁড়ের বাদশা বলেছেন: আপনি সন্তুষ্ট নন
৪২| ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৩
ইসমাইল মাহমুদ বলেছেন: ভালাই অইলো?
০২ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৯
কুঁড়ের বাদশা বলেছেন: অনেক দিন ধরে খুজছেন মনে হচ্ছে ?
৪৩| ০৩ রা মার্চ, ২০১০ সকাল ৯:২৯
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: নিচের সবগুলোই লাগবে আমার
১। খুচরা যন্ত্রানংশের ব্যাপারে কিছু বলা আছে?
২। বিক্রয়োত্তর সেবাটাই বা কি?
৩। তাছাড়া কিছু বিশেষ ফিচারস যেমনঃ এ্যানাল, ডাবল-ট্রিপল পেনিট্রেশন, ফিস্টিনং, স্কার্ট ইত্যাদি বিষয়ে কিছু বলা আছে?
৪। কি কি আসনে কাজ করা যাবে?
০৩ রা মার্চ, ২০১০ সকাল ১০:৩১
কুঁড়ের বাদশা বলেছেন: এক্সট্রা খুচরা যন্ত্রাংশ দেয়া হবে । আপনি আপনার প্রয়োজন মত বিভিন্ন সাইজের , বিভিন্ন কালারের এই যন্ত্রাংশ গুলো রিপ্লেস করতে পারবেন ।
বিক্রয়োত্তর সেবা আমরা দেই না।
আপনি আপনার ইচ্ছামত যেকোন আসনে , যেকোন ভংগিতে একে ব্যব হার করতে পারেন
৪৪| ০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৩১
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: আরে ভাই, আমার জন্য না তো!!!!! ব্যবসা করব......
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:৪৪
কুঁড়ের বাদশা বলেছেন: ভাইরে আমার ব্যবসায় লাল বাত্তি জালাইয়েন না
৪৫| ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
কঠিনলজিক বলেছেন: এই রোবট গুলা কি নির্বাচনে দাড়াইতে পারবে? মানে নেত্রী হবার যোগ্যতা থাকার সম্ভাবনা আছে?
হাইসেন না। আজগুবি জিনিষ বিপুল ভোটে পাশ করার রেকর্ড আছে তাই জিগাইলাম।
১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৫০
কুঁড়ের বাদশা বলেছেন: আজগুবি জিনিষ বিপুল ভোটে পাশ করার রেকর্ড আছে
একদম হাচা কথা বলছেন
৪৬| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৫
স্বপ্নকথক বলেছেন: খাইচে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:২২
কুঁড়ের বাদশা বলেছেন: কে খাইছে ?
৪৭| ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৮
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ৫ লাখ টাকা ! ধুর
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১০
কুঁড়ের বাদশা বলেছেন: আজীবন যৌবন মাত্র ৫ লাখ । খুব বেশী ?
৪৮| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৭
সাপ্নিক বলেছেন: ভাই আমি মুখ্য সুখ্য মানুষ একটা কুশচেন ছিল,সেডা হচচে ভাড়ায় এডার লগে করলে এইডস হইবো না তো ?
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২
কুঁড়ের বাদশা বলেছেন: হইলে টাকা ফেরত
৪৯| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৮
ইসমাঈলভাই বলেছেন: IELTS/TOEFL যেকোন একটা করেই ফেলি.. কি বলেন?
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪
কুঁড়ের বাদশা বলেছেন: এখনও শুরু করেন নাই ? !!!
৫০| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৫
শেখ মিনহাজ হোসেন বলেছেন: ভাই কই পাওয়া যাইব। কন। কাল্কেই অর্ডার দিতেসি।
আর কোন মডেল নাই?? এই একটাই বানাইসে??
ফর্সা দেইখা ছাড়ুক।।
পাইকারী রেটে কিনব। তারপর ব্যবসা!!
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৩
কুঁড়ের বাদশা বলেছেন: আপনার কাছে বেচা যাইব না
আমার ব্যবসা লাটে উঠাইবেন
৫১| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৩
যীশূ বলেছেন: ভালো উদ্যোগ।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫০
কুঁড়ের বাদশা বলেছেন: পার্টনার হইবেন নাকি ? অর্থসংকটে আছি
৫২| ২৩ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৩
জেবাল বলেছেন:
২৩ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৮
কুঁড়ের বাদশা বলেছেন:
৫৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৭
নিশাচর নাইম বলেছেন:
৫৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪০
ভাবসাধক বলেছেন: লেখক বলেছেন: পালানোর দরকার নাই।
আমাদের দেশেও আসবে , কিনতে হবে না
৫৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: মাথা ঘোরে!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৩
কুঁড়ের বাদশা বলেছেন: এখনি ই ?
৫৬| ০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫০
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: কি কলি যুগ আইশা পরলো, হায় হায় হায় ... দুনিয়াডা শেশ হইয়া জাইবো গো...আর বেশি দিন নাই।
০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৪
কুঁড়ের বাদশা বলেছেন: শেষ হবার কিছু বাকি আছে ?
৫৭| ০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৯
আকাশের তারাগুলি বলেছেন: ইভটিজিং কি বন্ধ হইবে?
০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৫
কুঁড়ের বাদশা বলেছেন: Asa kora jay
৫৮| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:১৮
আকীব বলেছেন: বানিজ্যিক ভিত্তিতে শেখ হাসিনা এই জিনিষ আমদানি করতে পারে
০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
কুঁড়ের বাদশা বলেছেন: বলা যায় না
৫৯| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হায়েন্স জানিয়েছেন, ‘রুক্সির সঙ্গে মেশা যেন প্রথম ডেট করার মতোই উত্তেজক। শুধু পুরুষ নয় নারীরাও এ বিষয়ে আগ্রহী।
০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৮
কুঁড়ের বাদশা বলেছেন: আপনিও আগ্রহী ?
৬০| ০৯ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
রাফাত সাদাত বলেছেন: পাঁচ লাখ টাকা দাম একটু বেশী ধর্ছে......এর চেয়ে কম টাকায় বহুত ভাল জিনিষ এই দেশে পাওন যায়। রোবট লাগত না।
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১০
কুঁড়ের বাদশা বলেছেন: ঐটাতে ২দিন করলে আর ভালো লাগবে না।
কিন্তু এটা লাইফটাইম গ্যারান্টি
৬১| ২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:০৬
সংগ্রামী মানুষ বলেছেন: নিশ্চয়ই সকল প্রসংশা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রসংশা করি এবং তাঁর কাছে সাহায্য চাই, আমরা তাঁর কাছে ক্ষমা চাই এবং আমাদের নিজেদের অনত্মরের পাপ ও আমাদের অন্যায় কর্ম হতে তাঁর আশ্রয় চাই। তিঁনি যাকে পথ প্রদর্শন করেন (হিদায়েত দান করেন) সে কখনো পথভ্রষ্ট হয় না এবং যাকে তিঁনি বিপদগামী হতে দেন সে কখনো পথ প্রদর্শিত (হিদায়েতপ্রাপ্ত) হবে না।
২৭ শে মার্চ, ২০১১ সকাল ১০:১৬
কুঁড়ের বাদশা বলেছেন: আমিন
৬২| ২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৪
আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: মানবিক মূল্যবোধে বড় বিপর্যয়ের কারন হবে।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:০৯
রাজসোহান বলেছেন: আআআআআআআআআআআ