![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্জিলিং ট্যুরে যাবো। কিন্তু ট্রেনের টিকেট নিয়ে টেনশনে আছি। কোলকাতা-দার্জিলিং এর ট্রেনের টিকেট কি বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রীম বুকিং দেয়ার কোন সুযোগ আছে? যদি না থাকে তাহলে বুকিং দেয়ার উপায় কি? কোলকাতা পৌছে এক দিন আগে বা যাত্রার দিনে কি টিকেট পাওয়া সম্ভব?
কোলকাতা ভ্রমনের পূর্ব অভিজ্ঞতা আছে। এবার চাচ্ছি নিউ মার্কেট সংলগ্ন কোট হোটেলে থাকবো না। কেউ কি ভালো বাজেট হোটেলের নাম বলতে পারবেন যেখান থেকে সহজে কেনাকাটা ঘোরাঘুরি করা সম্ভব?
দার্জিলিংয়ের ভালো হোটেলেরও নাম প্রয়োজন।
২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৬
জাহিদবিডি বলেছেন: ভোরের সূর্য বলেছেন: এই ভাইয়ের সাজেশনই যথেষ্ট। আর কোন মন্তব্য প্রয়োজন নেই। উনি বিস্তারিত লিখেছেন।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কমেন্টের বিপরীতে পোষ্ট পাইলাম।
ধন্যবাদ ভোরের সুর্য
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫২
ভোরের সূর্য বলেছেন: আপনি কি শুধুই দার্জিলিং যেতে চান নাকি আসল উদ্দেশ্য কোলকাতা?
কারণ সাধারণত যদি যারা দার্জিলিং যান তারা কোলকাতা হয়ে যান না।
দার্জিলিং যাবার শর্ট এবং সহজ রাস্তা হচ্ছে বুড়িমারী দিয়ে যাওয়া। সেখান থেকে শিলিগুরি হয়ে দার্জিলিং।যার জন্য ট্রেন দরকার হয়না।বাস বা জীপেই যাওয়া যায়। সময়ও লাগে কম।
আর কোলকাতা হয়ে দার্জিলিং যাওয়া অনেক সময়ের ব্যাপার মানে অনেকটা হাত ঘুরিয়ে ভাত খাওয়ার মতন কারণ কোলকাতা থেকে ট্রেনগুলি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হয়ে যায়।মানে সরাসরি দার্জিলিং এর কোন ট্রেন নাই। আপনাকে ট্রেনে ঐ দুটি স্টেশনের যেকোন একটিতে নামতে হবে তার পর সেখান থেকে টয় ট্রেন বা বাস এবং জীপে দার্জিলিং যেতে হবে।
কোলকাতা থেকে দার্জিলিং মেইল,গৌহাটি এক্সপ্রেস,কামরুপ এক্সপ্রেস,এ করে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুরি যেতে হবে এবং সময় লাগবে কম বেশি ১২ঘণ্টা(প্রায় ৫৭০কিলোমিটার) তার পর সেখান থেকে দার্জিলিং আরো ৯০কিলোমিটার যা বাস বা জীপে লাগবে সারে ৩ঘন্টা এবং টয় ট্রেনে ৭ঘণ্টা।
কিন্তু বুড়িমারি বর্ডার দিয়ে গেলে বুড়িমারি থেকে শিলিগুড়ি ৭৭কিলোমিটার মাত্র এবং সেখান থেকে দার্জিলিং(৯০কিলোমিটার) মানে বুড়িমারি বর্ডার থেকে আপনার টোটাল সময় লাগবে মাত্র ৫ঘন্টা।
খুব সম্ভবত আপনার ভিসা হয়ে গেছে। না হলে বেটার বুড়িমারি দিয়ে যাওয়া কারণ বাংলাদেশ থেকে যারা দার্জিলিং যায় তারা বেশিরভাগ এই রুট ব্যবহার করে।
আপনি ক্রেডিট কার্ড দিয়ে ট্রেন টিকিট কাটতে পারবেন কিনা জানিনা। তবে আপনার ক্রেডিট কার্ড যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হয় কিংবা আরএফসিডি একাউন্টের কার্ড হয় তাহলে চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আপনার কার্ড যদি ডুয়াল কারেন্সী কার্ড হয় সেটা দিয়ে পারবেন না কারণ আসলে সেগুলো পুরাপুরি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নয়।সত্যি কথা বলতে আমাদের দেশে হাতে গোনা মানুষের কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কিংবা ডেবিট কার্ড আছে।
তবে আপনি সারা ভারতের ট্রেনের টিকিট বাংলাদেশ থেকেই কিনতে পারেন কারণ বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সি ভারতের সব ট্রেন এবং এয়ারের টিকিট করে। আপনি গুলশান নিকেতন পার্কের পাশে ১নং রোডে একটা মার্কেট আছে যেখানে ভারতের ভিসা ফর্ম পূরন করে দেয় সেখানেই অনেক ট্রাভেল এজেন্সি পাবেন যারা আপনাকে ট্রেনের টিকিট কেটে দিবে।তবে ভারতের রেলের টিকিটের জন্য বেশ আগে থেকেই টিকিট কেটে রাখা ভাল।