নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত কথকতা

ইকবাল আনোয়ার

সত্য ও সুন্দরের সংগে আছি, যারা অন্যায়ের বিরূদ্ধে সোচ্চার তাদেরকে শ্রদ্ধা করি।

ইকবাল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির মুখে বসন্তের দাগ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

দ্বিতীয় টেবিলের কোণার দিকে ছিল দুজনার পাশাপাশি বসা

ছেলেরা বলতো- বউ জামাই

সে কি নিরীহতা আমাদের

সবাই দেখতো ঘুসি

কেউ কারো চেয়ে কম যেতাম না লাজের দিকে



টিফিন ঘন্টায় পিকনিকে বার্ষিক খেলার দিনে বড়ই লাজ আমাদের

লাজের বহরে কষ্টে কাটত সময়

মাসিমাকে ফুল দেয়াতো দূরের কথা

‘মে আই কাম ইন ম্যাডাম’ বলতে হলে এ-ওকে ঠেলতাম কেবল



ফেরার পথে ঘুরাপথে যেতাম যেন গলাগলি হয় বেশিক্ষন

কৃষ্ণচূড়ার সারির কাছে পুলের রেলিং- এ ঘেষে

‘দারখিলা’ মাছ দেখতাম দুজনে মিলে

হঠাৎ টাক্ট্রার এলে কুঁকিয়ে যেতাম মিশে

এত পাশ দিয়ে হাটতাম আমরা যে কোন পথচারী

পা দেয় না সেখানে

মার খেলে স্যারের হাতে দুজনে ভাগাভাগি করে নিতাম

গুড পেলেও একই সাথে নিতাম তোলে



একদিন তোর মা এসেছিলেন চশমা এঁটে

আমাদের বাসায় সে-ই এলি প্রথম

পড়ার ঘরে রাফ খাতায় হিজিবিজি কতকিছু লিখে দিলি

যাবার সময় তোর মা বললেন─

সত্যিকার বন্ধু হলে হয়তো কোথাও ট্রেনে

দেখা হয়ে যাবে দুজনে একদিন

পরদিন ধূয়া উড়িয়ে একটা স্টিমার এলো

তুই চলে গেলি কোন্ শুদ্ধ কথার দেশে







একটা চিঠি পেয়েছিলাম তোর গুটগুট অরে

লিখেছিলি একটা ইসকুলে ভর্তি হয়েছি

তোকে ভুল করে পাশের ছেলেটি ভাবি

সেদিন কি যেন হলো আমার

তোদের একাকী দুঃখী বাসাটায় গিয়ে

গজিয়ে উঠা কচুবন তছনছ করে দিয়ে এলাম



স্মৃতিকে দেখলাম

দেখলাম স্মৃতির মুখ ভর্তি বসন্তের দাগ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

নক্ষত্রহৃদয় বলেছেন: ফাটাফাটি লাগল আরো চাই

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

ইকবাল আনোয়ার বলেছেন: নক্ষত্রহৃদয়--হৃদয় বড় হলে তবেইতো এমন মন্তব্য করা যায়, আপনাদের
জন্যইতো লিখার চেষ্টা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.