![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সংগে আছি, যারা অন্যায়ের বিরূদ্ধে সোচ্চার তাদেরকে শ্রদ্ধা করি।
রাত ছিল জোছনার, বাগানে ঠান্ডা হাওয়া
বারান্দায় জরাজরি শুয়েছিল
একজন পুরুষ একজন নারী
আমি তোমাকে বললাম: এরা স্বামী-স্ত্রী বোধ হয়
তুমি জিভ কেটে বললে: ছি! এরা মা ও ছেলে
আমার হৃদয় ছিল অটুট, কটু দিক ছিল না ভাবনায়
সৌন্দর্যের ফোয়ারা ছিল আকাশ সামিয়ানায়
তাই আমার কথা আমি তুলে নিলাম না
তুলে নেবও না
জেনে নিও, যেদিন তোমার ও আমার প্রেম
একটি আগর কাঠি হয়ে জ্বলতে পারবে
সেদিন আমার কথাই সত্যি হবে
আমাদের সাধনাই আমার কথাকে অটুট রাখবে
অতদুর যেতে চাও যদি, এসো, যেতে পার যদি
দেখবে সেখানে দুখের মত সুখের হাহাকার
কেমন আপন করে জড়াবে দুজনেরে
©somewhere in net ltd.