![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে
আজ এস.এস.সি পরীক্ষা। আমার এক কলিগের ছেলে ফোনে দোয়া চাইল। আরে ! আমি মুরুব্বি হয়ে গেছি!! আমার কাছে এসএসসি পরীক্ষার্থী দোয়া চাইছে। তাইতো ২৫ বছর হয়ে গেছে !!!! মুরুব্বি তো হয়ে গেছিই।
আমিও তো সেই ১৯৮৫ সালে আব্বার অফিসে গিয়েছিলাম এসএসসি'র প্রথম পরীক্ষার দিন ভোর সবার দোয়া চাইতে। অনেক, অনেক কিছু মনে পড়ে গেছে। কিন্তু ২৫ বছর তো মনে হয় না - মনে হয় এই সেইদিন আম্মাকে বলে বাসা থেকে বেরিয়েছি; আব্বার অফিস হয়ে স্কুলে যাব; স্যার-ম্যাডামদের বলে আমরা সব পরীক্ষার্থী একসাথে এয়ারফোর্সের বাসে করে চট্টগ্রামের মিউনিসিপালিটি স্কুলে যাব পরীক্ষা দিতে। আমি একটু কনফিউজড ঐটা কি মিউনিসিপালিটি স্কুল ছিল? চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন উত্তরপাশে স্কুলটা তো মিউনিসিপালিটি স্কুলই ছিল।
গত বছর মে মাসে আমরা তিন ভাই-বোন স্বপরিবারে আমাদের পুরনো স্কুল ক্যাম্পাস বিএএফ শাহীন চট্টগ্রাম দেখতে গিয়েছিলাম। আমরা তিনজনই এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি এইচএসসিও করেছি।
এখানে নাকি এখন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া হয়। বাকি অংশ চলে গেছে নতুন ক্যাম্পাসে। সেটাও সুন্দর। কিন্তু আমাদের তিন ভাই-বোনের সুখ স্মৃতি তো পড়ে আছে এই ক্যাম্পাসে। এখনো কিছু পুরনো স্যার-ম্যাডাম [মহিউদ্দিন স্যার, ফারুকী স্যার, সাইদ স্যার, শুমসুন্নাহার ম্যাডাম, দিলরুবা ম্যাডাম] এখনো আছেন। শাহনাজ ম্যাডাম, আবুল স্যার, রশিদ স্যার, ভিপি ম্যাডাম, বড়ৃয়া স্যার, মনোয়ার স্যার, জালাল ম্যাডাম - ওনারা অবসর নিয়েছেন। সবার কথা মনে পড়ে গেছে। তাদের কেউ কেউ তখন বয়সে আমার চেয়েও তরুন ছিলেন। কয়েকজন তো সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করে যোগদান করেছিলেন।
মনে পড়ে গেছে কলনীর সেই পুরনো বাসা ৯১/১ যেখান থেকে ভোরে বেরিয়েছিলাম। কি সেই উত্তেজনা তখন!!! মনে হচ্ছিল আমি যেন আলেকজান্ডার দেশ জয়ে বেরিয়েছি আমার ঢাল-তলোয়ার [কলম-ঘড়ি-প্রবেশপত্র, ইত্যাদি] সবাই ঠিক করে দিচ্ছে। এক মহা হিরো আমি তখন।
এই বিল্ডিংয়ের বা পাশের নিচতলাতে আমরা থাকতাম। এই ছবি দেখলে এখনো ভিতরে চিন চিন করে উঠে।
আমি "প্রিয় চট্টগ্রাম -১" নামে একটা পোস্ট লিখেছিলাম। ভেবেছিলাম "প্রিয় চট্টগ্রাম - ২" তে এগুলো এগুলো নিয়ে লিখব। এই ছেলে আজ ফোনে দোয়া না চাইলে হয়ত আজকে এই লেখা আর লেখা হোত না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১
মন যাযাবর বলেছেন: অবশ্যই দোয়া করছি - সে যেন মা-বাবার মনে স্বস্তি এনে দিতে পারে। আপনার ছেলে এসএসসি দিচ্ছে আপনার অনুভুতি তো আরে তীব্র।
আমি তফাত দেখি না; কারন ২:১ আর ১০০:৫০ একই। আমাদের অভিভাবকগণও কিন্তু এই কথাটা বলতেন, "আমাদের যুগ আর এখনকার যুগে কত তফাত!" আমাদের পরের প্রজন্মও তাদের সন্তানদের একই কথা বলবে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
সিটিজি৪বিডি বলেছেন: আমি ও ১৭ বছর আগে দিয়েছি.. কত যে স্মৃতি.. তারপর এম.ইএস কলেজ.. মহসীন কলেজ আর কমার্স কলেজ.......... আর এই সব কলেজের ছাত্র রাজনীতি.র কথা মনে পড়লে আজো আতন্কিত হই। নিজ চোখে অনেক মারামারি দেখেছি অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। ৬৯/৭১/৯০ এর ২০১০ এসে আমাদের ছাত্র রাজণীতি কুলষিত হয়ে গেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০২
মন যাযাবর বলেছেন: এক কথায় ভয়ঙ্কর !!! বেরিয়ে আসার পথ আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৬
জনাব বলুন খান বলেছেন: ইমম, সময় যে কত তাড়াতাড়ি পার হয় তা দেখে সত্যিই অবাক হতে হয়। তবে স্মৃতিতে সবকিছু থেকে যায়। আপনার পুরোনো স্কুলের কথা আর পুরোনো স্মৃতি জানতে পেরে ভালো লাগল। প্রথমের ছবিদুটো দেখে মনে হচ্ছে একটি আপনার সেই এসএসসি সময়কার ছবি আর আরেকটি আপনার এখনকার ছবি। আপনার চুলের স্টাইলের খুব একটা পরিবর্তন হয়নি। আপনার পরবর্তী পশিঁচ বছর ধীরে ধীরে আর সুখে শান্তিতে কাটুক এ কামনায় করছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
মন যাযাবর বলেছেন: ধন্যবাদ।
আপনি ঠিকই ধরেছেন। প্রথমটি ১৯৮৫ সনের ছবি আর পরেরটি বর্তমানের। আমি পরিবার-স্কুল-কলোনী'তে রতন নামে পরিচিত; আর অফিশিয়ালী ইকবাল নামে পরিচিত।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
পলাশ আহমেদ বলেছেন: আপনার লেখা দেখে আমারো মনে হচ্ছে মুরুব্বি হয়ে গেছি। অবশ্য আপনার মত বড় মুরুব্বি না। ছোট মুবুব্বি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৩
মন যাযাবর বলেছেন: আসসালামুআলাইকুম ছোট মুরব্বি। ভাল আছেন?
২৫ বছর সংখ্যাতে অনেক; কিন্তু স্মৃতিতে মনে হয় এই তো সেদিন।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
Shes Thikana বলেছেন: আমিও ১৯৮৫সনে ssc পরীক্ষা দিয়েছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৬
মন যাযাবর বলেছেন: আরে আপনিও দেহি আমার লাহান মুরুব্বি অয়া গেচেন?
ছেলে-মেয়ে ক'জন? কোন জেলা থেকে এসএসসি দিয়েছেন?
ধন্যবাদ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
অলস ছেলে বলেছেন:
ঠিকাছে, মিউনিসিপালটিই। আমরা অইন্য স্কুলের পুলাপাইন তাদেরকে খেপাইতে বালতি স্কুল ডাকতাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
মন যাযাবর বলেছেন: আপনি চট্টগ্রামের? কোন স্কুলে পড়তেন? কতসালে এসএসসি?
ধন্যবাদ।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
ছিনতাইকারি বলেছেন: আপ্নে পচা+আশি ? আমি ছিহ+আশি
কিন্তু মুনে হয় গত বছর। কেমতে কেমতে সুমায় চলিয়া যায়। বুঝিবার কুনু উপায় নাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২০
মন যাযাবর বলেছেন: এক্কেরে খাঁটি কতা কইচেন বাই। কুনদিক দিয়া যায় বুঝিবার কুনু উপায় নাই!!! এসএসনি কোন জেলা, স্কুল থেকে দিয়েছেন?
ধন্যযোগ আম্নে রে।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
ছিনতাইকারি বলেছেন: একটা কতা..... আপ্নে মুরুব্বিতো হৈবেনি..... মেট্রিক পরীক্ষা কি আইজকা দিছেন? সেই কুন ৮৫ সনে। আর আমি, এই সেইদিন, ৮৬ সনে। আমার মরুব্বি হৈতে দিরং আসে এখনো।
জিলা ময়মনসিংহ, কোন ইস্কুল কমু না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
মন যাযাবর বলেছেন: মাইরালচেন অক্করে মাআরালচেন........!!!!!
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
অলস ছেলে বলেছেন: স্কুল বলা যাবেনা বহুত পুরানা বান্দর এই ব্লগে ঘুর্ঘুর করে, ধরা খাই যাবো, এমনকি সাল বলে দিলেও রিস্কি তয় বেশি দেরি হয়নাই, ধরেন বার তের চৌদ্দর মতো হইছে। সরি ভাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯
মন যাযাবর বলেছেন: তয় তো তুমি ভাই, হেইদিনকার পোলা......... !!! বিয়া-সাদী করছ? পোলা-মাইয়া আছে?
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১
তায়েফ আহমাদ বলেছেন: ১২ বছর মাইনে হৈলো গিয়া এক যুগ!
তাও চিটাইঙ্গা..........
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
মন যাযাবর বলেছেন: তায়েফ, তুমি কি "অলস"রে চিনবার চেষ্টা করতাছ?
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫
অলস ছেলে বলেছেন: হয় বদ্দা। আপনার থেকে না হৈলেও সম্ভবত বার তের চৌদ্দ বছরের ছোট আপাতত একটা কৈরা ফেলছি
একটা বাচ্চাও হৈ গেছে, কি অবস্থা দেখেনতো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩০
মন যাযাবর বলেছেন: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথাটা সম্ভবত এরকম হবে - অনে বদ্দা ঠিক কইঅ.... বিয়াও গইজ্জি.....
তো বালা, ছল কি অইয়ে বেডা-ফোয়া না মাইয়া-ফোয়া?
চট্টগ্রামে থাকার সময় আমি চেষ্টা করতাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতাম। দীর্ঘ সময়ের ব্যবধানে ভুলে গেছি অনেকটা।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: আজ আমার ছোট ছেলেকেও পরীক্ষার হলে রেখে আসি। সে কত স্বতস্ফুর্ত ভাবে বুক ফুলিয়ে পরীক্ষার হলে চলেগেলো! কিন্তু ১৯৭৪ সনে আমি যখন এস এস সি পরীক্ষা দেই-তখনকার সময় এবং বর্তমান সময়ের মধ্যে এস এস সি পরীক্ষার্থীদের মানষিকতার কতইনা তফাত!
আমার ছেলের জন্য দোয়া করবেন।