![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরুর হাট বচন।।
গরুর হাটের ভীতিকর ও বিরক্তিকর বিষয় গুলো কি!!
- গোবরে পা দেয়া, দ্যা মোস্ট পপুলার ভীতিকর ইভেন্ট।
এবং নিয়ম অনুযায়ী যে এ ভয়ে বেশি ভোগেন তিনি হাটে ঢুকেই প্রথম যে কাজটা করেন, সেটা গোবরে পা দেয়া। অতি সাবধানতায় যা হয় আরকি।
স্বভাবতই আমিও এ কাজটা অতি সাবধানতার সাথে, প্রথম স্পেলেই করেছি।
- গরুর গুতো খাওয়া, দ্যা সেকেন্ড মোস্ট পপুলার আতঙ্ক।
সাবধান থাকলেও কিছু করার নাই, কারন গুতোটা আসে পেছন থেকে আর পেছনে আমাদের চোখ নাই।
এবার কি কপালে যেনো আমি কোন গুতো ফুতো খাইনি।
- গরুর পারা খাওয়া। দ্যা থার্ড মোস্ট আতঙ্কজনক ইভেন্ট।
এ পারাটা অধিকাংশ সময় খেতে হয় গরুর দাম দর করার সময়, নাহয় হাসিল ঘরে দাড়িয়ে। কি আর করা এটা হতেই পারে, গরুতো আর ডিসিপ্লিন বোঝেনা। গরু তো গরুই।
এবার অল্পের জন্যে দু একবার বেচেছি।
- গরুর লেজের বারি খাওয়া। এটা দ্যা মোস্ট কদাচিৎ ইভেন্ট।
গরুর পিঠে পেটে হাত বোলানোর সময় সে আপনার হাতটাকে মাছি ভেবে দু একটা শপাং লেজের বারি দিতেই পারে।
গতবার খেয়ে আমার শিক্ষা নেয়া ছিল, সুতরাং এবার এ ব্যাপারে সাবধান ছিলাম।
- গরুর লাথি খাওয়া। দ্যা মোস্ট বিপদজনক ইভেন্ট।
গরু পছন্দ করতে গেলে কেনো যেনো আমরা প্রথমেই গরুর পাছায় একটা থাপ্পড় দেই, তারপর গরুর লেজটা উচু করে দেখি। গরুর ব্যাপারীরাও গরু দেখানোর সময় ঠিক এ কাজটাই করে। এটা কেনো করি বা কেনো করে আমার মাথায় আসেনা। লেজ উচিয়ে গরুর .... দ্বার দেখার কি আছে, সে আমি আজও শিখলাম না।
আর গরুর লেজ ধরে টানা টানি করলে সে পেছনে লাথি দিবেনা, এতটা অবলা জীব সে না।এটা প্রমানীত সত্য।
এবারও আমি সাবধান ছিলাম। কেননা, গত বারই বুঝেছি প্রানীটা এত অবলা না। শত হলেও এটা তার আব্রু নিয়ে টানাটানি বলে কথা।
- গরুর হাটে গোবরে পিছলে পরা। দ্যা মোস্ট বিব্রতকর অবস্থা।
আল্লাহ'র রহমতে এটা আমার হয়নি। দু এক বার হয়তো এট্যাম টু আছাড় ছিলো, কিন্তু পুরোপুরি ধপাস হইনি আজও।
যারা এট্যাম টু ধপাস আর ধপাস কে এক করতে চান, সেটা তাদের সমস্যা, আমার না।
- গরুর হাটে পিক পকেট হওয়া। দ্যা মোস্ট স্যাড ঘটনা।
আল্লাহ'র রহমতে এটাও আমার কখনও হয়নি, তার সবচেয়ে বড় কারন টাকা আমার কাছে থাকে না, থাকে পিতৃদেবের কাছে।
- তবে আমার মনে হয় গরুর হাটে সবচেয়ে আতঙ্কজনক বিষয় হচ্ছে অন্য একটা।
আপনি চোখে মুখে গরু বিশেষজ্ঞ ভাব নিয়ে হাটছেন, আর তখনই পেছন থেকে চিৎকার শুনলেন, ওই গরু আইলোরে গরু আইলো, পাগলা গরুর দড়ি ছিড়া গেছে। তখন যে কারই চোখ মুখ দেখার মত হয়।
আশা করি কেউ এ ঘটনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে নেয়া কিনা টাইপ প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না।
সবাইকে, হাম্বারক
©somewhere in net ltd.