![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নিয়ে তিনবার।
এটা তার গত ৮ মাসে কক্সবাজার আসার সংখ্যা।
প্রথম বার এসেছিল ওরা তিন বন্ধু। দ্বিতীয় বার সে একা, ছোট্ট এক আকর্ষনে। এবারও সে একা।
ছোট্ট আকর্ষনটা হয়তো অনেক বেশি বেড়েছে।
সেবার যখন ওরা তিন বন্ধু আসে, খুব বৃস্টি ছিল। সম্ভবত আষাড়ের শেষা শেষি। ভিজে ভিজেই সারাটা দিন কাটিয়ে দেয়। স্যাত স্যাতে বেড়ানোটাও হয়েছিল মন মত।
চোখের সামনে প্রথম সমুদ্র দেখে কাকে যেনো একটা টেক্সটও করেছিল।
" সমুন্দর, সুন্দর "
সুন্দর একটা রিপ্লাই ও এসেছিল,
" তুমি সুন্দর মুন্দর নিয়েই থাকো, আমার কথা ভাবতে হবেনা। হুহ "
সে মুচকি হেসেছিল। পাগলি একটা, মনে মনে ভাবছিল।
সেদিন সন্ধায় তারা শহরের একটা বার্মিজ মার্কেটে যায়, অযথা সন্ধেটা কাটাতে।
বেশ কটা দোকানে কিছু উপজাতি মেয়ে। সুন্দরি , চটপটে । বিক্রি বাট্টাটা তারাই করে।
- ওই লাল রংয়ের চুড়িটা দেখানতো।
মাপ জানেন?
- না জানি না তো।
মেয়েটা রিন ঝিন করে হাসে। সে মুগ্ধ হয়।
- মনে হয় তোমার হাতের মাপেই হয়ে যাবে, তুমি একটু পড়ে দেখাবে?
এবার বলেন, চলবে? চাইলে আমার হাতটা ধরেও দেখতে পারেন।
মেয়েটা আবার হাসে। তার কানে বড় বাজে। তার হাতেও।
দ্বিতীয় বার সে যায়, মেয়েটার চোখ দেখতে। প্রথমবার চোখটা দেখা হয়নি। অদেখার আকর্ষনটাও যে এত বেহায়া হতে পারে তার জানা ছিল না।
সেবারও সে একটা টেক্সট করেছিল।
" সমুন্দর, আকর্ষক। বড় টানলোযে।"
" তোমায় যা খুশি তাই কর, আমাকে আর ভাবতে হবে না।"
তার ভ্রূ কূচকে যায়।
আজ কি নেবেন, চুড়ি?
- হুম।
আজ মাপ মনে আছেতো, না আজও হাত ধরবেন।
মেয়েটা রিন ঝিন করে হাসে।
- কি নাম তোমার।
সই।
মেয়েটার চোখে মুখে হাসি।
- সুন্দর নাম।
মেয়েটা খিল খিল করে হাসে, চোখে যেনো কি খেলে।
সে মুগ্ধ হয়ে দেখে।
যান, ঢাকা ফিরে যান। চুড়ি ছাড়াই মেয়েটা আলতো করে হাতটা ধরে। তার বড় ভাল লাগে।
আজ তৃতীয় বারের মত সে আবার আসল। ছোট্ট আকর্ষন যে আর ছোট্ট নেই।
আজ সে কোন টেক্সট করেনা।
- সে মেয়েটা কোথায়?
কোন মেয়েটা? মধ্য বয়সী এক লোক বিরক্তি নিয়ে তাকায়।
- আপনার এখানেই কাজ করতো। নাম সই।
ও, ওরতো বিয়ে হয়ে গেছে।
- কবে হলো
আপনার কি দরকার। লোকটা সম্ভবত রেগে যাচ্ছে।
- এমনি।
সে বের হয়ে আসে। চৈত্রের মেঘলা বিকেল। গুরি গুরি বৃস্টি হচ্ছে।
একটা টেক্সট করে সে।
" কেমন আছো তুমি, তোমার বাড়ির সবাই। আমি ভাল আছি, ঠিক যেমনটা তোমায় কথা দিয়েছিলাম "
" তুমি তোমায় নিয়েই থাকো, আমায় আর ভাবতে হবে না "
রিপ্লাই পড়ে সে মুচকি হাসে আর ভাবে।
পাগলি একটা।
ঢাকার পথ ধরে সে আর বৃস্টি ভেজে।
©somewhere in net ltd.