![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমার জন্যে ক্যাচটা মিস করলাম
- ওমা, আমি কি করলাম তোমাকে?
ক্যাচটাও উঠেছিল তোমাদের ছাদ বরাবর।
- তো
ছাদে যে তুমি দাঁড়িয়ে ছিলে।
- তো কি হয়েছে।
আমি তোমায় দেখবো না বল দেখবো বলো?
- বল দেখবে, তুমি তো ক্যাচ করবে বল, আমাকে না।
ইচ্ছে তো করে শুধু বল কেনো, চাদটারেও ক্যাচ করি।
- হা, ওগুলোই করো আর গোল্লা খাও।
হুম, গোল্লাই খাবো আর পুরো রাজ্য জুড়েই খাওয়াবো
- কি গোল্লা?
কাচা গোল্লা, চলবে?
- উহু, আমার পছন্দ রসগোল্লা।
কিন্তু রসগোল্লা গেলার মত রসবোধ যে আমার আর নেই।
- কেনো কেনো?
মাস্টার মশাই জীবনে এত এত খাইয়েছেন যে ওতে আর রূচী নেই।
- তবে খেলা নিয়েই থাকো।
সে আর হলো কই, তোমায় দেখে দেখে যে খেলাটাই ফুরিয়ে গেলো।
- তাহলে দেখো কেনো?
যদি কখনও হাওয়ায় ভাসো, আর তখনই তোমাকে খপ করে ধরবো।
- সে আশাতেই থাকো।
থাকতে বলছো তাহলে?
- থেকেই দেখ, আশায় কি নাহয়।
তবে আমি এক কাজ করি।
- কি?
বড় দেখে জাল কিনি, দুই চার জন লোক লস্কর ও জোগার করি।
- কেনো?
আশায় আশায় যদি তোমাকে ক্যাচ করার সুযোগটা চলেই আসে?
- সে জন্যে এগুলো লাগবে কেনো?
তোমার ওজন কি আমি বইতে পারবো, বলো!
- কি বললে, আমার ওজন বেশি, আমি মুটিয়ে গেছি, আমাকে ভাল লাগে না, আমি দেখতে পচা ......
কি জ্বালা আমি এত কথা কখন বললাম।
- বলেছো, ঘুরিয়ে প্যাচিয়ে এগুলো বলেছ, আমাকে বোকা পেয়েছো?
আমি বলিনি বাবা।
- চুপ, একদম চুপ। জীবনে আমার ছাদের দিকে তাকাবেনা। মনে থাকে যেনো। হুহ
©somewhere in net ltd.