নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের কন্ঠস্বর

ইরফান আহম্মদ অপু

আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচীল।

ইরফান আহম্মদ অপু › বিস্তারিত পোস্টঃ

সমালোচনা

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

বাংলাদেশ আওয়ামি লিগের নতুন ভিডিও ফিচারটা (এভি) মাত্রই দেখলাম।



এক কথায় অসাধারন হয়েছে।

দারুন গানের কথায়, অসাধারন সুরে। চমৎকার সব লোকেশানে, দুর্দান্ত ক্যামেরার কাজে, গোটা দেশের সৌন্দর্যটা এত সুন্দর ফুটে উঠেছে, এক কথায় অসাধারন।



এর আগে ক্রিকেট বিশ্ব কাপের সময় বাংলাদেশ নিয়ে " Beautiful Bangladesh " টাইটেলের এভি টা যতটা ভাল লেগেছে এ এভিটা দেখে ততোটাই ভাল লেগেছে।



আসলে একটা ভাল বাজেট যেয়ু কোন ক্রিয়েটিভ কাজের মান অনেক বাড়িয়ে দেয়। তার সাথে যদি থাকে ক্লায়েন্টের অন্তরিকতা।



আমি যে এভিটার কথা বলছি, কাজটা একটা রাজনৈতিক দলের বলেই বেশ আনন্দ বোধ করছি। হা, প্রোডাকশনটা হয়ত নির্বাচন কে উপলক্ষে করা, তাও বলবো আমি বেশ ভাল ফিল করছি। এবং এটাও বলবো অন্যান্য দল গুলোও যাতে তাদের প্রচারনা গুলো একটু ক্রিয়েটিভ ভাবে করে। এতে যেটা হবে রাস্তা ঘাটের অস্থিরতা কমে যাবে।



আসলে এখন মনে হয় সময় চলে এসেছে রাজনৈতিক দল গুলোর অনেক বেশি ক্রিয়েটিভ ও সহনশীল ভাবে তাদের প্রচারনা করা। একটা কথা বিশ্বাস করতে হবে, ভাল কাজের কদর সবাই বোঝে। সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক। ধনী হোক, গরিব হোক। চোর হোক, মহাপুরুষ হোক।



আশাকরি, সব রাজনীতিবিদরা সময়ের সাথে সাথে নিজেদের পুরানো ধ্যান ধারনা, ইগো, মনমালিন্য ছুড়ে ফেলে সব কিছু নতুন ভাবে শুরু করবেন, দেশটাকে অনেক অনেক দূর নিয়ে যাবেন।



আমি সর্বশাকূল্যে একজন আশাবাদি মানুষ। আমি জানি পরিবর্তন আসবেই।



পুনশ্চ : শুনেছি বাংলাদেশ আওয়ামী লীগ এ ধরনের এভি আরও ছয় সাতটা বানিয়েছে। বাকী গুলো দেখার অপেক্ষায় থাকলাম।



অপেক্ষায় থাকলাম অন্যান্য দল গুলোর প্রোডাকশন দেখার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.