![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুব খুশি খুশি লাগছে।
- আমি তো সব সময়ই হাসি খুশি।
আজ মনে হচ্ছে তুমি অনেক, অনেক বেশি খুশি।
- হা, আজ আমি অনেক বেশি খুশি। আজ আমার পাগলের মত উড়তে ইচ্ছে করছে।
আমরাতো প্রতিদিনই উড়ছি।
- আজ আমার আকাশ মেঘ সব কিছুকে পাগল করে শুধু তোমাকে নিয়ে উড়তে ইচ্ছে করছে।
তোমার কি হয়েছে বলতো, সুই।
- ইস, কতদিন পর তুমি আমার নাম ধরে ডাকলে গো, নীল।
তুমিও কিন্তু অনেক দিন পর আমার নাম ধরে ডাকলে।
- এই, চলো তো পাগলের মত উড়ি কিছুক্ষন।
তোমার আজ কি হয়েছে বলতো?
- শুনলে তুমিও যে আমার মতই পাগল হয়ে যাবে।
আহ বলই না।
- আর এক সপ্তাহ পর আমি ডিম দিবো।
সত্যি বলছো?
- সত্যি গো আমার নীল।
তার মানে আমি আমার ছানার বাবা হতে যাচ্ছি?
- হা গো। আজ আমার পুরো ঢাকার আকাশ তোলপাড় করে উড়তে ইচ্ছে করছে।
উফ কথাটা তুমি আমায় এত পর জানাচ্ছো।
-এই চলো, আজ দুজনে উড়ে উড়ে ঢাকার বাইরে চলে যাই। আমাদের ছানারা বেড়ে উঠবে মক্ত আকাশে। এই ইট কাঠের শহরে না।
এই, তুমি একটু আস্তে ওড়ো। তোমার কস্ট হবে তো।
- আজ আমার কিছুই হবে না।
তোমাকে ঠিক শান্তির দূতের মত লাগছে।
- ওমা, পায়রাদের যে মানুষেরা শান্তির দূত বলে, তুমি জানোনা বুঝি?
হুম জানি।
- এই নীল, তুমি ওই মেঘটা আমায় এনে দিবে?
হুম যাচ্ছি, তুমি উড়তে থাকো, আমি মেঘটা নিয়ে আসছি।
*** ** *
নীল, মেঘ আনতে ছুটে যায়। তার ঠোকে এক টুকরো মেঘ নিয়ে সে ফিরেও আসে। কিন্তু তার সুই কে আর খুজে পায় না।
সে পুরো ঢাকার আকাশ, এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে চলে। তার সুই কে খুজতে।
শঙ্খচিলের কাছে যায়, কাকের কাছে মিনতি করে। কেউ তার সুইয়ের কথা জানে না। তারা শুধুই চেয়ে থাকে, কথা বলে না।
ইট কাঠের শহরে কত সুই তো হারিয়ে যায়।
তবুও, নীল উড়ে বেড়ায় আর খোজে।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষটা কিছুটা কষ্টের!
গপ পড়ে ভালা লাগছে
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো লাগ্লো