![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যালেন্টাইন ডে, ফাদার মাদার, চাচা চাচি, নানা নানী, টিচার ছাত্র ইত্যাদি নানা বিলাতি দিবস পালনের সর্বশেষ সংযোজন হচ্ছে " হ্যালোয়িন ডে "।
বিলাতি আর আমেরিকান গিফট আর গ্রেটিংস কারড কোম্পানির কল্যানে আবিস্কৃত দিবস গুলো সারা দুনিয়ায় ভালই ছড়াচ্ছে।
সে ছড়াক। আমার আপত্তি নাই। কিন্তু আমার নিন্দুক মন একটা কথাই বলে, যে সব মুক্তমনা ফেবু বুদ্ধিজীবির দল পশ্চিমা আগ্রাসন নিয়ে বিশাল বিশাল সব লিখা টাইপ করে হাজারে বিজারে লাইক টোকান, তারা কি করে এসব দিবসেও বিশাল বিশাল পোস্ট দিয়ে শুভেচ্ছা কুড়ান। কি মজা, হেহে ..
সবচেয়ে মজা হয় যখন দুই একজন " মানবধর্ম " প্রাচারকরি হ্যালোয়িন নিয়ে পোস্ট দিয়ে শুভেচ্ছা কুড়ান। তারা ইশ্বর বিশ্বাস করেন না কিন্তু ভুতের জন্ম স্বিকার করে শুভেচ্ছা বিনিময় করেন।
হায়রে কি মজার মুক্তমনার সাধনা।
©somewhere in net ltd.