![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটার সামনে এক গাদা চিরকূট ছড়ানো। এগুলো এখন সে একটা একটা করে ছিড়বে।
সে একটা চিরকূট হাতে নেয়। এ চিরকূটটা সে আজই পেয়েছে। ওতে লিখা, " কি ডাইনী, তোর রাক্ষসের খোজ কি পেলি? "
তার রাগ বেশি, সে অকারনেই জেদ করে, অভিমান করে। তাই বলে সে নিশ্চই ডাইনী না। আর যার সাথে বিয়ে হচ্ছে, তাকে কোন সাহসে রাক্ষস বলে।
সে চিরকূটটা এক টানে ছিড়ে ফেলে।
" আচ্ছা, তোর এত অভিমান কেনরে। এত অভিমান করতে থাকলে তো তুই ভালবাসা শিখে যাবিরে। "
সে এই চিরকূটটাও ছিড়ে ফেলে।
" তুই দেখিস, এক রাক্ষসের সাথেই তোর বিয়ে হবে। সে তখন তোর রাগ অভিমান কান ধরে ধরে ঠিক করবে। "
ল্যান্ড ফোনটার রিং বাজছে। সে উঠে ফোনটা ধরে।
" হ্যালো "
- কি ডাইনী, এখনও রাগ করে বসে আছিস?
" না "
- ওরে মারছে, রাগতো দেখি পরে নাই এখনও।
" কি জন্যে ফোন দিয়েছিস?
- আচ্ছা, তুই এত রেগে থাকিস কেন, বলতো।
" কার উপর রাগ করবো, তোর উপর? - হুম, তো আর কার উপর।
" শোন, নিজেকে এত প্রাইয়োরিটি দেয়ার কিছু নেই, বুঝেছিস? "
- হুম, বুঝলাম।
" তোর কি কোন জরুরী কথা আছে? আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। "
- যা বাবা।
" হুম
- আরে এত রাগ ফাগ করলে কিন্তু সত্যি তুই ভালবাসা শিখে যাবি।
" দেখ, সব সময় ফাযলামী ভাল লাগে না।
- আরে ফাজলামি কই করলাম
" আমার ভালবাসা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি এখন রাখছি।
- আরে শোন শোন।
সে ফোনটা রেখে দেয়।
সে আর একটা চিরকূট হাতে নেয়।
" তোর কি হবে জানিস? রাগ করতে করতে দেখবি, রাগটা মাত্রাতিরিক্ত হয়ে ধুম করে রাগ ফাগ যাবে উড়ে। আর ভালবাসা শিখে যাবি।"
সে এখন ছেড়া টুকরো টুকরো চিরকূট গুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি চলে আসছে। সে বার কয়েক ছেড়া টুকরো গুলোর উপর হাত বুলিয়ে নেয়।
সে বুঝতে পারে না, কেনো যে তার এত রাগ হয়, এত অভিমান হয়। কেনো সে রাগের মাথায় সব গুলো চিরকূট ছিড়ে ফেললো।
সে উঠে ড্রয়ার খোলে। তাকে স্কচটেপ খুজে বের করতে হবে। সে আজ রাতেই সব গুলো ছেড়া চিরকূট আবার জোড়া দিবে। দিতেই হবে।
সে স্কচটেপ খুজে পাচ্ছে না। তার আবার কান্না পাচ্ছে।
©somewhere in net ltd.