![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্যানভাসে বহু দিনের চেনা একটি ছবি
নীলের নীচে সঙ্গহীন একা দাড়িয়ে দেখি
নীল জুড়ে মেঘ করে বৃষ্টি নামে
ধুয়ে মুছে হারিয়ে যায় কিছু রং
অচেনা মুখের মাঝে হারিয়ে যায় চেনা মুখটা
বহু চেষ্টার পরও আজ আর মনে পড়েনা
শুধু মনের একান্ত গভীরে ভীষণ একা কেও জানে
অনেক দিনের অনেক বেশি আপন কিছু হারিয়ে গেছে
তোমার চেনা ছবিটা অচেনা এক ক্যানভাসে
রঙ্গীন হয় অন্য কারো তুলির আচরে
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।