![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত কবির শরীর জুড়ে এখন সভ্যতার রং
হারিয়ে গ্যাছে সাদা আর কালোর, সহজ-সরল পৃথিবী
অন্তমিলে বাঁধা অনুভূতিগুলো, শুধু রবে চিহ্ন হয়ে
জানান দেবে এক স্বরব উপস্থীতির
এখানে, কখনও, কেও একজন ছিলো
যার ছিলো বুক ভরা...
আমি জানি তোমার সাথে দেখা হবে বড় বেশী অসময়ে
যখন উদভ্রান্ত শ্বাপদ হয়ে তাড়া করবে জীবন
হাত-পা দিয়ে গজাবে সভ্যতার শেকড়...
এখানে বসে আজও শুনতে পাই আমি সে হাসির শব্দ
খুব সাধারণ এক সরলতাই মুগ্ধ করে
পাথরের নীরবতা ভেঙ্গে পরে ছিলো যার সামনে এক সময়...
আমার দৃষ্টিসীমা স্থীর
ক্রমশ উঁচু-নীচু হয়ে ওঠা
তোমার আকৃতির মাঝে...
এখন সবই মিথ্যা
আমি আর আমার বলা সব কথা
নিভে যাওয়া উৎসের পাশে একা...
দৃষ্টিসীমার সংকীর্ণতা্য় বাধাপ্রাপ্ত উন্মুক্ত চিন্তাধারা
পথহারা পথপ্রদর্শকের দেখানো ভূল পথের
আঁধার তাড়াতে আলোক উৎস হয় বারুদ...
এ ভীড়ের মাঝে ঢুকে পরবে গুটি কয়েক
তোমার-আমার থেকে আলাদা, ওদের মত
যাবে পিছুপিছু বহুদূর...
হেরে গেছি বুঝে ওঠার বহু আগেই
আর এখন হারিয়ে যাওয়ার সময়
আমার উপস্থীতি জানান দেওয়ার জন্য যে চিৎকার...
আমার মাঝে এক শুভ্র কীটের ক্ষুধা
প্রতিনিয়তই দংশন করে
জানান দেয় নিজের স্বরব উপস্থীতি...
এখন তুমি বলতেই পারো সব মিথ্যা
আমি ও আমায় বলা সব কথা
কিছু নিখোঁজ সময় আর মৃত অনুভুতি...
আমার ক্যানভাসে বহু দিনের চেনা একটি ছবি
নীলের নীচে সঙ্গহীন একা দাড়িয়ে দেখি
নীল জুড়ে মেঘ করে বৃষ্টি নামে...
©somewhere in net ltd.