![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সবই মিথ্যা
আমি আর আমার বলা সব কথা
নিভে যাওয়া উৎসের পাশে একা
নীরব অপেক্ষা
চোখের জলে কখনওই এ উৎস জ্বলে উঠবে না
তাই কান্না অর্থহীন
নিজেকে ভেঙ্গে ফেলার ক্ষোভ
অথবা ভেঙ্গেপড়া নিজেকে নতুন করে তুলে ধরা
সব প্রার্থণা তাই ওদের জন্যে
ফিরে যাওয়ার বেহায়া ইচ্ছাটা বারবার উকি দেয়
আলো জ্বালতে চা্য়
কিন্তু এখানে কেও নেই
আর তাই আলোরও কোনও প্রয়োজন নেই
ইচ্ছেরা ধর্ষিত
কুক্ড়ে পড়ে আছে এই অন্ধকারেই ছড়িয়ে-ছিটিয়ে
কিছুই আর হারানোর নেই
তাই ভয়েরা এখন বেপরোয়া
ঘুম স্বস্তি দেয় কিন্তু শান্তি দেয় না
স্বপ্নেরা ইচ্ছাদের লাল কাপড় পড়ায়
আর মৃত অতীত ফিরে আসে
সাদা কাপড় পড়া প্রেত হয়ে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
শাশ্বত০০৭ বলেছেন: সুন্দর হয়েছে। লাইক দিলাম। কিন্তু কুকরে বানানটা কুকড়ে হবে...ফাইন।