![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দৃষ্টিসীমা স্থীর
ক্রমশ উঁচু-নীচু হয়ে ওঠা
তোমার আকৃতির মাঝে
বুভূক্ষা ভরা দৃষ্টিতে
সুখ খুঁজে র্নিঘুম
মাংসাষী আমি
এক প্রচীন ক্ষুধা্য় উদ্ভ্রান্ত
হাতড়ে চলি
আলোর আড়াল হয়ে
আমার এ অবাধ্য বিচরণে
আমি নিজেও বিভ্রাণ্ত
তবে এ এক অসম লড়াই
দানবের সাথে দেবতার
অবস বিবেকের মাথাচাড়া দেয়ার
সব শক্তিই এখন শেষ
আর তাই অগত্যাই মাতাল হওয়া
অসহায় তুমিও
সত্ত্বার সাথে দেহের যুদ্ধে
সব বারণ শেষে উজাড় করে দাও নিজেকে
আমার হাতে সব তুলে দিয়ে
চোখ বোজ নিশ্চিন্তে
তারপর সেই একই গল্প
তুমি আমি মিলে আমরা
ক্ষণিকের সুখে নতজাণু
আর পাশেই শ্বেত-শুভ্র
অথবা অন্য কোনও রঙ্গে রাঙ্গা চাদরে
ভালবাসার মৃতদেহ
অতঃপর বিচ্ছীন্যতা
ক্লান্ত দেহে ঘুরে দাড়ানো
©somewhere in net ltd.