![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত কবির শরীর জুড়ে এখন সভ্যতার রং
হারিয়ে গ্যাছে সাদা আর কালোর, সহজ-সরল পৃথিবী
অন্তমিলে বাঁধা অনুভূতিগুলো, শুধু রবে চিহ্ন হয়ে
জানান দেবে এক স্বরব উপস্থীতির
এখানে, কখনও, কেও একজন ছিলো
যার ছিলো বুক ভরা শ্বাস নেওয়ার স্বাধীণতা
ধাতব খাচায় বন্দী ছিলো না....ফুসফুসটা
আর ভালোবাসার সংগাটা ছিলো খুব সহজ তখন
এক এর মাঝে সীমাবদ্ধ
কেন্দ্রহীন বৃত্তের মত, বেয়ারা ছিলো না জীবন
যে কবিতা কেও কখনও পরেনি
যা ছিলো শুধু তোমারই জন্য
একান্ত গভীরে জমানো কথাগুলো
ছিলো শব্দজটে সাজানো
এখন সেখানে অনুভুতির বেসাতি, বাজে অচেনা সুরে
অন্তমিল অর্থ পাল্টায় ইচ্ছে মত, যখন প্রয়োজন যেভাবে
হয়তো ওদেরও কষ্টো হয়, ওরাও কাঁদে
আর তাই সাদা পৃষ্ঠাগুলো হলদে হয়ে যায় এক সময়
কবির এখন প্রয়োজন ঘুম, কবিতার চেয়েও অনেক বেশী
এটা এ সভ্যতারই দাবী
আর তাই রাত জাগা হয় না বহুকাল, তোমার সাথেও হয় না দেখা
তুমিও যে অপেক্ষা করে বসে নেই, এই সত্যটাও হয়ে গ্যাছে জানা
হয়ত তাই এই অনুরাগহীন জীবন
©somewhere in net ltd.