![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণের মাঝে অতি সাধারন “The difficulty of literature is not to write, but to write what you mean; not to affect your reader, but to affect him precisely as you wish.”
প্রশ্নঃ ফেসবুকে কত রকম স্ট্যাটাস আছে ? এগুলোর বর্ণনা দাও।
উত্তরঃ
ফেসবুকের স্ট্যাটাস রকম ভেদঃ
ফেসবুকে হরেক রকম স্ট্যাটাস দেখা যায় । এগুলোর প্রাকৃতিক শ্রেনীবিন্যাস নীচে দেওয়া হলঃ
১। লাইক স্ট্যাটাসঃ
এখানে সবাই লাইক দিতে পারে । কোন কমেন্ট করা যায় না। দেখা যায় ১০-১২ টা লাইক, কোন কমেন্ট নাই । আবার অনেকে লাইক না দিয়ে ‘I liked it ’ লিখে দিতে পারে । সেটিও লাইক বলেই গণ্য হয় ।
২।কমেন্ট স্ট্যাটাসঃ
অসংখ্য কমেন্টস থাকে । কখনো তা ১০০ পেরিয়ে যেতে পারে। ২-১টা লাইকও থাকতে পারে, কিন্তু তা মুখ্য নয় । এইসব স্ট্যাটাস দেখলে আপনার ও কমেন্ট করতে ইচ্ছা করবে । ‘63 notification came later , I regret liking your status’ . এটা এধরনের স্ট্যাটাসের ফসল।
৩। জরিপ স্ট্যাটাসঃ
এতে পাঠকের কাছে একটা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় । সাধারণত এইগুলোতে কমেন্ট ফাইট লেগে যায় । এই ধরণের স্ট্যাটাস হতেও সাবধান । কমেন্ট করেছেন কি মরেছেন । ছাড়তেও পারবেন না , আবার নোটিফিকেশনের জ্বালাতে থাক্তেও পারবেন না।
৪। অর্থহীন স্ট্যাটাসঃ
৪.ক)ভাষাযুক্তঃ কোন না কোন ভাষাতে লেখা হয়ে থাকে ; কিন্তু এর মর্মার্থ বোঝার চেষ্টা করবেন না । কারন যিনি দিয়েছেন, তিনি নিজেই বোঝেন না।
৪.খ)চিহ্ন সম্বলিতঃ কিছু দুর্বোধ্য , আদিম সংকেত থাকে ; অনেক আবার ঐগুলো কপি করে গুগলে সার্চ দেন । কোন দরকার নাই ভাই; এই গুলা ভাব ।
৫। মিউজিকাল স্ট্যাটাসঃ
গানের একটা বা ২টা কলি তুলে দেওয়া হয় । ছেলেদের চাইতে মেয়েদের স্ট্যাটাসে এটা বেশি পাওয়া যায় । তবে মেয়েদের ক্ষেত্রে হিন্দী গানের প্রাবল্য লক্ষনীয় , বিশেষ করে ‘রোমান্টিক’ গানের । স্ট্যাটসের শুরু ও শেষে মিউজিকাল ' ♪♫ ' নোটেশান থাকতে পারে ।
৬।আস্ফলন স্ট্যাটাসঃ
সাধারণত যুদ্ধে জয়ের পরে (?) এই স্ট্যাটাসগুলো দেওয়া হয় । ‘আমি কি হনুরে’ এর মূল বিষয় থাকে । কমেন্টে তাই কিছু নেতিবাচক প্রচারণা থাকতে পারে ।
৭।আতেল স্ট্যাটাসঃ
‘আজকেও না সারাদিন পড়া হল না’ , ‘কাল না দারুন একটা বাঁশ খেলাম’ , ‘আমার কি হবে, কাল না পরীক্ষা’ – এইগুলো হল আতেল স্ট্যাটাস । সাধারণত আতেলরাই আতলামি নিয়ে বেশি কথা বলে থাকে [অভিজ্ঞতা থেকে বললাম]।
৮।একা একা স্ট্যাটাসঃ
এইগুলো একা থাকার পেছনে সাধারণত ২টি কারন থাকে, ১) এখানে কমেন্ট বা লাইক দেবার কোন সাহস অন্যরা পায় না । ২)আসলে কি বলতে চাইছে তা অন্যেরা বুঝে না।[ ‘আজ আকাশে বাঁকা চাঁদের নিচে দুটি বাঁকা শাঁকো’ …]
৯।হতাশা জনক স্ট্যাটাসঃ
১০-১২ বার ছ্যাকা খেয়ে ব্যাঁকা হয়ে যাওয়া পাবলিকেরা এইগুলো দিয়ে থাকে । এইগুলো পড়ে উৎসাহ ব্যঞ্জক কিছু লেখা লাগে । ক্ষেত্র বিশেষে অন্যরাও দিতে পারে ; তবে ফলাফল একই ।
১০।সমালিচত স্ট্যাটাস / বিতর্কিত স্ট্যাটাস ঃ
‘আমিই জাতির পিতা’ , ‘আমিই স্বাধীনতার ঘোষক’, ‘মেয়েরা কোন কাজের না’ , ‘ছেলেরা সব স্বার্থপর’…… এগুলো এর কিছু উধারণ।
১১। নিউজপেপার ও লাইভ স্ট্যাটাস ঃ
পরীক্ষা পিছিয়েছে ; কাল মানুষ প্রথম সূর্যে গেছে ; তুমুল লড়াই বেধেছে শাহবাগে…এগুলো এই ক্লাসের স্ট্যাটাস।
১২।স্পোর্টস স্ট্যাটাসঃ
‘আজ বাংলাদেশের খেলা’, ‘কাল রাতে পোর্টস’রে দিসে ম্যান’উ’ , ‘বার্সা জোসে আছে , ১১-০ দিসে রিয়াল কে’ , অথবা একটু পর পর খেলার স্কোর আপডেট দেওয়া এই স্ট্যাটাসগুলোর মহান দায়িত্ব ।
১৩। বিজ্ঞাপন স্ট্যাটাসঃ
ক।সাহায্য চাইঃ
এখানে বিভিন্ন ধরনের সাহায্য কামনা করা হয়ে থাকে ; ‘…মেয়েটি আসলে কি বোঝাতে চাইছে?...’ , ‘কেউ কি আইনস্টাইনের সূত্র ব্যাবহার না করে নিচের অষ্টম মাত্রার সমীকরণ সমাধান করে দিবেন ?[অতিশয় আতেল আবেদন]’ , ‘…আমার পিসিতে ব্যক্টেরিয়া লেগেছে ,কি করি ?’…
খ। নোটিসঃ
‘কাল কিন্তু অটো, কারুর ক্লাসে যাওয়া লাগবে না’ , ‘আমার ম্যসেঞ্জার থেকে সবাইকে ভাইরাসের লিঙ্ক দিচ্ছে’ , ‘…লক্ষ্য করুন…’ ইত্যাদি ইত্যাদি…
১৪। কপি + পেস্ট স্ট্যাটাসঃ
এইসব স্ট্যাটাস সাধারণত কোন বাণী সম্বলিত হয়ে থাকে যার শেষে থাকে একে কপি করে নিজের স্ট্যটাস বানাবার আবেদন ।
১৫।হ্যাকার স্ট্যাটাসঃ
Account হ্যাক করে এই স্ট্যাটাস দেওয়া হয় । আমার এক বন্ধুর প্রোফাইল হ্যাক করে হ্যাকার লিখেছিলঃ “আমার Account হ্যাক হয়েছে” । বুঝুন কি অবস্থা !
অন্যান্যঃ
অন্যান্য শ্রেনীর মাঝে কান্নাকাটি স্ট্যাটাস , জনহীতকর স্ট্যাটাস , রোমান্টিক স্ট্যাটাস, অশ্লীল স্ট্যাটাস , হাসিখুসি স্ট্যাটাস , ইমোক্টিকাল স্ট্যাটাস , রাজনৈতিক স্ট্যাটাস , আশ্রয়হীন স্ট্যাটাস উল্লেখযোগ্য ।
বি.দ্র.: ১টি স্ট্যাটাস কয়েকটি গ্রুপের সদস্য হতে পারে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮
ইব্রাহীম আহমেদ বলেছেন: ভাল বলেছেন ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪
আধারের আলো বলেছেন: ভালো লিখেছেন ইব্রাহীম ভাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
ইব্রাহীম আহমেদ বলেছেন: সত্যি বলছেন? … আমি তো প্রথমে পোস্ট টা দিবনা বলেই ভাবসিলাম… কষ্ট করে লিখে ফেলসি , তাই দিলাম … ভাল্লাগলে তো ভাল
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
হাসান মাহবুব বলেছেন: I liked it
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪২
ইব্রাহীম আহমেদ বলেছেন: i liked ur liking
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২
জসীম দ্য গ্রেট বলেছেন: সুন্দর Classification। প্লাস।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
ইব্রাহীম আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫
ধূসর গাংচিল বলেছেন: বাব্বাহ ! ভাল লিখছেন ! লাইককককককক.....
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২
ইব্রাহীম আহমেদ বলেছেন: ইয়েস আরেক জনের ভাল্লাগসে .
:!>
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
রনি রাজশাহী বলেছেন: পোস্টটা ভাল হয়েছে। তোমার ব্লগের এড্রেস বুকমার্কড।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১
ইব্রাহীম আহমেদ বলেছেন:
আমি !
ধইন্যা !!
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১
লালসালু বলেছেন: I liked it
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪১
ইব্রাহীম আহমেদ বলেছেন: ..... and I 'loved' your liking . ..
welcome to my blog .
৮| ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩১
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ভালো লাগলো .............+
০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
ইব্রাহীম আহমেদ বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল আমারোও ...
৯| ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭
সাইফুর বলেছেন: ব্যাপকস
০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
ইব্রাহীম আহমেদ বলেছেন: ধন্যবাদ ...
১০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০১
জেরী বলেছেন: খিক
০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪০
ইব্রাহীম আহমেদ বলেছেন: হিক
জেরী যদি সামুতে থাকে তাহলে টম কই ?
১১| ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: টম ঘুমায় :-<
পোষ্ট মজা হইছে
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭
ইব্রাহীম আহমেদ বলেছেন: বাহ ! জেরীর গন্ধ শুঁকে ঠিক টম হাজির !
পড়ার জন্যে ধন্যবাদ...
১২| ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫০
ডট কম ০০৯ বলেছেন: মধ্যরাতের স্টটাস দিলেন না। ঘুম আসে না।
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৮
ইব্রাহীম আহমেদ বলেছেন: আবার ঘুম ঘুম স্ট্যাটাসও আছে ঃ খালি ঘুম পায়
ভাল থাকবেন ...
১৩| ০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
শাওন বলেছেন: আবার দুইবার লাইকে টিপলে তা আবার আনলাইক হয়ে যায় ।
গুড হইছে লেখা । প্লাসাইলাম ।
১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০১
ইব্রাহীম আহমেদ বলেছেন: ভাগ্যিস সামুতে তা হয় না !
অনেক ধন্যবাদ ...
১৪| ০৯ ই মে, ২০১০ সকাল ১১:১৪
সুবিদ্ বলেছেন: লাইক কর্লাম
০৯ ই মে, ২০১০ দুপুর ১২:০৩
ইব্রাহীম আহমেদ বলেছেন: ধন্যবাদ , সুবিদ । ভাল থাকবেন ।
১৫| ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৪
মাহফিজুর রহমান বলেছেন: like করছি.........
২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৯
ইব্রাহীম আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ২৭ শে জুলাই, ২০১০ রাত ১১:০০
ভালো মেয়ে বলেছেন: জটিল হইছে...+++
২৮ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৯
ইব্রাহীম আহমেদ বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে ব্লগে এসে পড়ার জন্যে
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৭
রুসাফী আলম বলেছেন: কঠিন ভাই...
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৭
ইব্রাহীম আহমেদ বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ce 07 নাকি???
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
ইব্রাহীম আহমেদ বলেছেন: ক্লোজ কল ... ইইই ‘০৭ আপনি ?
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ce 07 নাকি???
২০| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ০৭ কিন্তু ইইই না।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৭
ইব্রাহীম আহমেদ বলেছেন: আমার ডিপার্টমেন্ট তো বললাম, Quid pro quo …
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪১
নুভান বলেছেন: মারদাঙ্গা স্ট্যাটাসঃ কোপা সামছু, ধইর্যা খাইয়্যালামু, পালাবি কোথায়?ইত্যাদি।