![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকের বুকে একটা জনপ্রিয় অংশ হচ্ছে,এর ষ্ট্যাটাস। প্রতিদিন-ই অজস্র ষ্ট্যাটাস লেখা হয় ফেসবুকে। বিচিত্র ধরণের এই ষ্ট্যাটাস।
কেউ তার ব্যাক্তিগত খবর জানচ্ছেন। কেউ সামাজিক। কেউবা রাষ্ট্রীয় খবরাখবর।
আবার অতি আপডেটেট লোকজন জানান আর্ন্তজাতিক খবর।
খুব-ই ভালো এবং তথ্যবহুল এই ষ্ট্যাটাস কালচার। অনেক কিছু জানা যায়।
তবে এর নিচে কমেন্ট দেয় আলাদা আনন্দের বার্তা।
ষ্ট্যাটাসের চেয়ে নিচের কমেন্ট আকষর্ণীয়।
যেমন,কেউ লিখেছেন, ভালো লাগছে না।
সাথে সাথে তার পরিচিতজন ঝাপিয়ে পড়ে।
কি রে মন খারাপ?
কেউ জিজ্ঞাসা করে শরীর খারাপ নাকি?
কেউ আবার, বিশেষ করে ওই ব্যাক্তির নারী শুভাকাঙ্খীরা অতি আহলাদিত হয়ে ...বাংলা সিনেমার নায়িকাদের মতো ভাঁইঁয়াঁ ভাঁইঁয়াঁ করে কেউমেউ শুরু করে।
কি হয়েছে ভাঁইঁয়াঁ?
অনেকদিন থেকেই আপনাকে কেমন যেন লাগছে, ভাঁইঁয়াঁ।
এ এক মহা রঙ্গ।
কোনো সন্দেহ নেই, আমিও এই সব এড়িয়ে চলতে পারি না। সকালে একটা লিখে রেখে অফিসে যাই। রাত্রে আবার একটা লিখে ঘুমাই।
মোটামুটি ডাক্তারী রুটিন। সকালে খাওয়ার আগে,রাতে খাওয়ার পরে।
আরো মজার ব্যাপার, অনেকে ষ্ট্যাটাস লিখে ’লাইক’-এর জায়গায় নিজে-ই ক্লিক করে বসে থাকেন।
দেখে মহা আনন্দ লাগে।
সক্রেটিসের শিষ্য মনে হয়। নো দ্যাইসেলভ ফমূর্লায় যে নিজেই চিনতে পেরেছে আগে। সে যে একটা ভালো কিছু লিখেছে সে-ই প্রথম এটার আবিস্কারক।
আমি তাকে কলম্বাসের সমমর্যাদার আবিস্কারক ভাবি।
আমার এক বন্ধুর মতো। কোনো অনুষ্ঠানে সে বক্তৃতা দিয়ে সবার আগে নিজেই হাত তালি দিয়ে বসে থাকে। পরে তারটা তেখে অডিয়েন্স বুঝতে পারে এখানে বোধ হয় ভালো কিছু বলা হয়েছে। তারাও শুরু করে তালি।
তাই অনলাইনে অন্য কিছু দেখি আর নাই দেখি ফেসবুকে গিয়ে ষ্ট্যাটাস দেখতে ভুলি না।
বিস্ময়ের কিছু নেই নিজের সামাজিক ষ্ট্যাটাসের চেয়ে এখন ফেসবুকের ষ্ট্যাটাস নিয়ে আমরা বেশি চিন্তিত।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০২
ইশতিয়াক অাহমেদ বলেছেন: কমানো-ই ভালো ...
২| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৯
প্রিয়া বলেছেন: +
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৪
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ধন্যবাদ...
৩| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৭
কিউরিয়াস বলেছেন: হুম, অবশ্য ফেসবুককে এখন সমাজ থেকে আলাদা দেখলে মুশকিল---এটা এখন সমাজেরই একটা এক্সটেনশন। আপনি যে কয় টাইপের ক্যারেক্টারের কথা বললেন, সবাই আমাদের আশে পাশেই আছে তফাৎ হল যে আগে লাইভ দেখে বিনোদিত হতাম, এখন ফেসবুক দেখে
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৯
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ভালো বলেছেন...
৪| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:১০
ত্রিভুজ বলেছেন: বাংলা সিনামার নায়িকার সাথে তুলনা করা মনে হয় ঠিক হলো না। যাকে যার ভাল লাগে তার স্ট্যাটাসে গিয়ে সে কিছু বলতেই পারে। বাস্তব জীবনেও তো এটা হয়... তখন অন্যরা দেখতে পায় না.. দেখতে পেলে সেটাও হয়তো দৃষ্টিকটূ লাগতো...
আমি অবশ্য ফেসবুক খুব একটা ব্যবহার করি না। মাঝে মাঝে স্ট্যাটাস পরিবর্তন করি.. তখন অনেকে মন্তব্য করে.. তাদেরকে জবাব দেই। এইটুকুই...
ফেসবুক আমার কাছে খারাপ লাগে না... সময় কাটানোর জন্য আদর্শ জিনিষ।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৫
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ফেসবুক আমার কাছে খারাপ লাগে না... সময় কাটানোর জন্য আদর্শ জিনিস...
-খুবই সত্য কথা...
তবে আমি তাদের, নায়িকার সাথে না...তাদের আচরনটাকে নায়িকাদের আচরন-এর সাথে উল্লেখ করেছি...
আশা করি বুঝবেন...
৫| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৬
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ১৫ দিনে একটা দেই।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ডেইলী দুইবার...মাঝে মাঝে ততোধিক...
৬| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৯
সাঈফ শেরিফ বলেছেন: 1. কেউ আবার, বিশেষ করে ওই ব্যাক্তির নারী শুভাকাঙ্খীরা অতি আহলাদিত হয়ে ...বাংলা সিনেমার নায়িকাদের মতো ভাঁইঁয়াঁ ভাঁইঁয়াঁ করে কেউমেউ শুরু করে।
2. আরো মজার ব্যাপার, অনেকে ষ্ট্যাটাস লিখে ’লাইক’-এর জায়গায় নিজে-ই কিক করে বসে থাকেন। দেখে মহা আনন্দ লাগে।
ভাল বলেছেন।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৪
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ধন্যবাদ...
৭| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৩
একরামুল হক শামীম বলেছেন: "কোনো অনুষ্ঠানে সে বক্তৃতা দিয়ে সবার আগে নিজেই হাত তালি দিয়ে বসে থাকে। পরে তারটা তেখে অডিয়েন্স বুঝতে পারে এখানে বোধ হয় ভালো কিছু বলা হয়েছে। তারাও শুরু করে তালি।"
এইটুকু পড়ে হাসতে হাসতে শেষ
ফেসবুকের স্ট্যাটাস দেখা মিস করি না।
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ধন্যবাদ...স্ট্যাটাসের সাথেই থাইকেন...
৮| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪২
মেঘবালক অর্ভনীড় বলেছেন: আমার ফেইসবুক নাই
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: হুমম...
৯| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৪
মেঘবালক অর্ভনীড় বলেছেন: ছাগলা-চীফ এখানে কি করে?
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩০
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ....
১০| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৬
মিঠুন বলেছেন: এত নেতিবাচক মনোভাব তো ঠিক না ।
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫
ইশতিয়াক অাহমেদ বলেছেন: এটা মোটেও নেতিবাচক মনোভাব প্রকাশ না...
এটা একটা বিশেষ অংশ নিয়ে 'ফান'করা...
এখানে আমি আমার নিজের বিষয়টাও খুব ভালোভাবে উল্লেখ করেছি...যদি নেতিবাচক লেখা হতো তাহলে হয়তো নিজের বিয়টা এড়িয়ে যাবার চেষ্টা করতাম অথবা এইটা না লিখে এমন কোনো লেখা লিখতাম যেখানে আমার স্বতস্ফূর্ত অংশগ্রহন নাই...
আশা করি বিষয়টা বুঝবেন...
১১| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৭
মুরুববী বলেছেন: ফেচবুক একটা তামাসার জায়গাই বটে...
কয়েকদিন আগে দেখি এক মহান, লিখেছে...
"I am annoyed with too many status..I will remove those people who changes status too often"
মজার ঘটনা হইল এই মহান ৫ মিনিট পরে পরে এই লেখা ঘুরায় ফিরায় সারাদিন ধরে দিল।
আরেক মহামান্য রে কেম্নে জানি এড দিছিলাম, সে আবার তারকা (তেমন জনপ্রিয় না, বলাই বাহুল্য), উনি ২ দিন পরে পরে উনের ফেন হইতে request করে।
তবে সব মিলায় খ্রাপ না, বাংগালির রংগ দেখতে ভালাই লাগে।।
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪২
ইশতিয়াক অাহমেদ বলেছেন: রংগ দেখতে ভালাই লাগে ...
ঠিক...
১২| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৮
নাসিম কাদের বলেছেন: mojar lekha
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৭
ইশতিয়াক অাহমেদ বলেছেন: thanx...
১৩| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৫
তায়েফ আহমাদ বলেছেন: ফেইসবুক স্ট্যাটাস!
আবার জিগায়!
এইখানে স্ট্যাটাস আপডেটেট না থাকলে তো সামাজিক স্ট্যাটাসও নেমে যায়!
আমি অবশ্য বহুদিন পর পর স্ট্যাতাস বদলাই। আফটার অল, আই অ্যাম আ স্ট্যাবল পারসন!
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: আফটার অল,ইউ আর অলোয়েজ আ স্ট্যাবল পারসন!
১৪| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৬
সৌম্য বলেছেন: প্লাস দিতে গিয়া ভুলে মাইনাসে ক্লিক করছি। মাইন্ড খাইয়েন না।
০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: কন কি?
হাত কী মনের কথা বলে?
১৫| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২০
স্বাধীনতা৭১ বলেছেন: ফেইসবুক এ দিনে অন্তত একবার স্ট্যাটাস দেই, আর ফেইসবুক এ স্ট্যাটাস পড়া ছারা আর কিছুই করার পাই না
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২০
ইশতিয়াক অাহমেদ বলেছেন: আসলেই...
আরেকটা কাজ অবশ্য আছে মানুষকে জানা। সে কি করে, কই থাকে?
১৬| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৮
আট আনা বলেছেন: অনেক বানিজ্যিক প্রতিষ্ঠানের ফেসবুক কিংবা টুইটারে পেজ থাকে। ওটার স্ট্যাটাসে ওরা ওদের আপডেট জানায় যেমন স্পেশাল ডিল, ইভেন্টস ইত্যাদি। আমিতো এইজন্য বেশ কয়েকটা রেষ্টুরেন্ট, চেইন শপের ফ্যান হয়েছি। আরেকটা আছে ক্রিকইনফো, ওদের স্ট্যাটাসেও অনেক ইনফো থাকে।
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ইশতিয়াক অাহমেদ বলেছেন: হুমম...
১৭| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩০
আট আনা বলেছেন: তবে ইদানিং অনেকেই তাদের কুইজের রেজাল্ট নিউজ ফিডের মধ্যে ঢুকায়া দেয়, এর ফলে হোম পেজের জায়গা নষ্ট হয়। খুব বিরক্ত লাগে তখন।
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
ইশতিয়াক অাহমেদ বলেছেন: বিষয়টা আসলেই বিরক্তীকর ...
১৮| ০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫১
দ্যা ডক্টর বলেছেন: আমার বর্তমান স্ট্যাটাস......"Sourav
SaMu te status niya 1ta lekha porlam, valai lagche......hei khusite nijeo 1ta likhtachi......ehe ehe! (a moment ago)"
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: isteaque ahmed likes this
১৯| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০২
_তানজীর_ বলেছেন: ভাল বলেছেন..
আমি সোস্যাল নেটওয়ার্কিং টুল দিয়ে আমার সোস্যাল লাইফ বিপর্যস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য আপাতত ফেইসবুক বন্ধ করে রেখেছি, ক্লাস শুরু হওয়া পর্যন্ত।
যারা মাইনাস দিছে তারা নিশ্চিতভাবে আপনার লেখার শিকার। হা হা।
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
ইশতিয়াক অাহমেদ বলেছেন: যারা মাইনাস দিছে তারা নিশ্চিতভাবে আপনার লেখার শিকার ...
তাদের দৃষ্টি আকর্ষন করছি...
ভালো পয়েন্ট ...
২০| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩০
শূন্য আরণ্যক বলেছেন: ভার্চিয়াল স্যোসাল নেটওয়ার্কিং নিয়া দৌড়াইতে দৌড়াইতে ... সবাই খুব আনস্যোসাল হয়ে যাচ্ছে ।
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: হুমমম...
২১| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: শূন্য'র সাথে একমত।
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
ইশতিয়াক অাহমেদ বলেছেন: আমিও ...
২২| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৭
জীবিত বলেছেন: মজা পেলম পড়ে।
একবার একজনের স্ট্যাটাস ছিল : গরীবের আবার স্ট্যাটাস কি?
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:০০
ইশতিয়াক অাহমেদ বলেছেন: অসাধারণ স্ট্যাটাস ছিল ...
২৩| ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: একেবারে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন যে ভাই!
০৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৯
ইশতিয়াক অাহমেদ বলেছেন: বলেন কী?
২৪| ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
আরিয়ানা বলেছেন: হা হা হা ভাল বলেছেন।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৮
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ধন্যবাদ...
২৫| ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
কাঙাল মামা বলেছেন: বেশি স্টাটাস দেই না, মাইনষে বিরক্ত হইবার পারে। আর যারা আমারে এমনে বিরক্ত করে তাগো হাইড কইরা লাই
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ভালো কাজ...
২৬| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: ফেসবুক স্ট্যাটাস জিনিসটা খারাপনা। আমিও সপ্তাহে এক আধটা দেই। তয় এডি নিয়া আদিখ্যেতা দ্যাকলে মেজাজ হয় বিলা
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫২
ইশতিয়াক অাহমেদ বলেছেন: তয় এডি নিয়া আদিখ্যেতা দ্যাকলে মেজাজ হয় বিলা ...
এইটা ঠিক কইছেন...
২৭| ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১:১৩
সৌরভ সাখাওয়াত বলেছেন: পেইচবুক-এ সবচে বড় বিরক্তিকর হইলো গুরু ছাগল ইতর বদমাইশগো নামে [কেউ কেউ নিচ নামেই] প্যানক্লাব খুইলা বসে আর বারংবার প্যান হইবার রেকোয়েস্ট পাঠায়।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১:২৬
ইশতিয়াক অাহমেদ বলেছেন: এইটাও একটা ভালো পয়েন্ট ...
২৮| ০৯ ই জুলাই, ২০০৯ রাত ২:১০
অপরিচিত_আবির বলেছেন: ফেইসবুক অথি অকাজের জিনিস। নতুন নতুন যখন অ্যাকাউন্ট খুলসিলাম তখন হা কইরা ঘন্টার পর ঘন্টা বইসা থাকতাম, ভাবলে নিজের কাছেই রাগ লাগে। নেহাৎ দূরের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা যায় আর ছবিটবি দেখা যায় বলে নয়তো সবসময়কার জন্যই ফেইসবুক CTN
১০ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৫
ইশতিয়াক অাহমেদ বলেছেন: নতুন নতুন যখন অ্যাকাউন্ট খুলসিলাম তখন হা কইরা ঘন্টার পর ঘন্টা বইসা থাকতাম, ভাবলে নিজের কাছেই রাগ লাগে ...
হা হা এইটা ভালো বলছেন ...
২৯| ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
সন্দীপন বসু মুন্না বলেছেন: স্ট্যাটাস দেয় কেমনে?
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
ইশতিয়াক অাহমেদ বলেছেন: এইটাতো আমি জানি না...
৩০| ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
বাবুনি সুপ্তি বলেছেন: আমি এভাবে ভাবিনি কখনো। আমি বুঝিনি আগে। এখন বুঝলাম। অনেক ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ...
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৯
অ্যামাটার বলেছেন: আগে দিনে দশ্বারোটা স্টাটাস মার্তাম, এখন এক্টুন কমায়া আঞ্ছি, তাও চব্বিশ ঘন্টায় গড়ে তিঞ্চার্টা।