নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার বিশ্বাসের প্রতিনিধি

ইশতিয়াক অাহমেদ

ইশতিয়াক অাহমেদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন জেমস; বেঁচে থাকুন আমার আমার আয়ুর চারগুন

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১

কোনো কাজ নাই তখন। স্কুলে পড়ি। আজ অ্যালবাম বের হবার কথা একটা শিল্পীর। আমরা বন্ধুরা পাঁচ ছ'জন সেই সকাল থেকেই দিনভর দাঁড়িয়ে আছি। কখন আসে? কখন আসে?

শুধু আমরাই না। সেই মার্কেটে আমাদের বয়সী আরো অনেকের ভীড়। তাদেরও লক্ষ্য আমাদের মতো অভিন্ন। তারাও সেই শিল্পীর অ্যালবামের অপেক্ষায়।

সে কি অপেক্ষা! বাসায় যাওয়া নেই। খাওয়া দাওয়া নেই। দিনভর মার্কেটের আশেপাশেই ঘোরঘুরি। আর মাঝে মাঝে অডিও'র দোকানগুলোতে জিজ্ঞাসা, মাসুদ ভাই ক্যাসেট আইছে? নিপু ভাই আইছে? মিঠু ভাই, কদ্দুর?

সবার একই উত্তর, এই আইসা পড়তাছে।

অবশেষে সন্ধ্যায় শিল্পীর কণ্ঠ ভরা ক্যাসেটের আগমন। আমদের সে কি বাঁধভাঙ্গা আনন্দ!

ক্যাসেট তো বটেই, অ্যালবামের পোষ্টারও জোড় করে নিয়ে আসতাম।

তারপর বিরামহীন সেই অ্যালবাম বাজিয়ে ঘর আর আশেপাশের মানুষদের বিরক্তীর চরম সীমায় নিয়ে যেতাম।

কত কথা শুনতে হতো। কিন্তু কে শোনে কার কথা আমার গান বাজানো কমতো না।

এক বছর পর একটা করে অ্যালবাম বের হয়। আমার মুগ্ধতার শেষ নেই।



একটা সময় কী পরিমান যে শুনেছি ওই শিল্পীর গান। বছর বছর নতুন অ্যালবামের জন্য অপেক্ষা আর সারা বছর তার পুরাতন গান খুঁজে খুঁজে রেকর্ডিং করে নিয়ে এসে শোনা। কী যে প্রেম ছিল।



শিল্পীর নাম, জেমস। নাম শুনলেই কেমন যেন একটা ঝড় বয়ে যেত সে সময়। টিভিতে জেমসকে দেখাবে? ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি।

তার কনসার্টের কোনো নিউজ পত্রিকায় এলে মাথা খারাপ হয়ে যেত। মিরপুর ষ্টেডিয়াম, আর্মী ষ্টেডিয়ামসহ যে জায়গাতেই কনসার্টের খবর পেয়েছি বিচার বিবেচনা ছাড়াই আমরা ছুটে গেছি। যখন ভালোভাবে সব লোকেশনও চিনি না।

কিন্তু জেমস গান গাইবে। আমাদের ঠেকায় কে?

কী দিন ছিল। জেমস পাঞ্জাবী পড়ে আমাদেরও পাঞ্জাবী লাগবে। জেমন চাঁদর জড়িয়ে থাকে আমরাও চাদর পড়ে ঘুরবার প্ল্যান করতাম।

কী না করেছি। জেমস ম্যানিয়ায় পড়ে। আহ! জেমসময় সেই সোনালী দিন আমার।



একটা সময় এসে পাগলামী অনেক কমে গেলো। জেমস কেমন যেন ওলট পালট লিরিকের দিকে ঝুকে গেলেন। গান শুনে মজা পাইনা।

এখন জেমসের সেই গানের প্রতি আগের মতো আগ্রহ না থাকলেও, আছে আমার কৈশর আর প্রথম যৌবনের সেই নায়কের প্রতি অগাধ ফিলিংস। এখনো দেখলে ভেতরে আগের দিনগুলোর কথা ভেবে শিহরিত হই। কি-ই না করেছি। তার অ্যালবামে সাউন্ড গার্ডেনের কথা পড়ে পড়ে মনে করেছি সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। দল বেধে গিয়েছি।

না পেয়ে সাউন্ড গার্ডেনের দেয়ালে লাগানো পোষ্টারে লিখে এসেছি, গুরু আমরা এসিছিলাম।

এমনকি ঠিকানা বের করে গিয়েছি তার বাড়ী উত্তরা পর্যন্তও।

এখন টান কমে গেলেও, তার দেয়া লেমিনেটিং করা অটোগ্রাফটা এখন হারিয়ে গেলেও তার প্রতি শতভাগ প্রেম এখনো কমেনি।

ভুলে যাইনি আজ তার জন্মদিন।

শুভ জন্মদিন, ফারুক মাহফুজ আনাম জেমস। আমাদের কৈশরকে বর্নাঢ্য রঙনি করতে আপনার দেয়া রঙ-এর কথা হয়তো ভুলে যাবো না কখনোই।

আপনি দীর্ঘজীবী হোন। বেঁচে থাকুন আমার আমার আয়ুর চারগুন।





মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০

নষ্ট গিটার বলেছেন: দু:খিনী দূ:খ করনা, পথের বাপ , জেল থেকে বলছি, মন আমার।

কতদিন শুনা হয়না গানগুলা।

মগবাজারে তাজ রেস্টুরেরেন্ট জেমস কে দেখে জঢ়িয়ে ধরে চোখে পানি চলে আসছিল যখন গুরু আমাদের জন্যে মা গান গেয়ে শুনিয়েছিলেন।

কতদিন হয়ে গেছে। জানিনা গুরু কেমন আছেন।

শুভ জন্মদিন।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪

ইশতিয়াক অাহমেদ বলেছেন: ভালোই আছেন মনে হয়...

আজও মনে হয় তার কনসার্ট আছে...পত্রিকায় দেখলাম...

২| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভ জন্মদিন জেমস। সেই সাথে আপনাকেও ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।

আপনার মত আমিও জেমস এর বিশাল ভক্ত ছিলাম একসময়।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৩| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১১

বৃত্তবন্দী বলেছেন: আঃ জেমসের সেই দরাজ গলা, কি আবেগ দিয়ে গান গাওয়া, লিরিকের বৈচিত্র...

ইন্টারের বয়সে নিয়ে চলে গেলেন এক টানে...

শুভ জন্মদিন জেমস...

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আহ! আমাদের ইন্টার'কাল...

৪| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২

নাঈম বলেছেন: ২০০০ সালের কোন এক সময়ে আমিও গিয়েছিলাম জেমস এর উত্তরার বাসায় , যদিও তার দেখা পাইনি, তিনি তখন বাসায় ছিলেননা।


ছোটবেলায় জেমস এর গানের মারাত্নক ভক্ত ছিলাম, তবে এখন জেমস এর গানে সেরকম মাদকতা নেই.........

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

ইশতিয়াক অাহমেদ বলেছেন: লিরিকগুলো কেমন যেন হয়ে গেছে...

৫| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

নাঈম বলেছেন: শুভ জন্মদিন জেমস.........

৬| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

কাব্য বলেছেন: বাবা,মা,কষ্ট,ধন,দেয়াল আরো দুঃখের পথ কত ভালো ভালো গান যে আছে ........ ওর গানের কথাগুলো খুবই ভালো লাগে :)

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫

ইশতিয়াক অাহমেদ বলেছেন: হুমম...

৭| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪

অ্যামাটার বলেছেন: ইশতিয়াক ভাই, কিছু মনে কইরেননা, এই মাতালটারে আমি দুই চোক্ষে দেখতে পারিনাX(

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

ইশতিয়াক অাহমেদ বলেছেন: নাহ!

পছন্দ অপছন্দ একান্ত ব্যাক্তিগত বিষয়...
সেখানে ভিন্নতা থাকতেই পারে...

৮| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

বৃত্তবন্দী বলেছেন: @অ্যামা- কোন মাতালটারে দুই চৌখে দেক্তারেন?

জেমসরে দেখনের টাইমে এক চৌখ বন্দ কৈরা রাইখেন ;)

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

ইশতিয়াক অাহমেদ বলেছেন: হা হা হা...

পছন্দ অপছন্দ একান্ত ব্যাক্তিগত বিষয়...
সেখানে ভিন্নতা থাকতেই পারে...

৯| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩

অ্যামাটার বলেছেন: @বৃত্তঃ আরেকটা চক্ষুও বরাদ্দ। সেইটা 'খোদার খাসী' ফুয়াদের জন্য। জেমস আর ফুয়াদ; এই দুইটা হইল বাংলা মিউজিকের ক্যান্সার।
বাংলাদেশের ক্রিকেটে যেমনটা ছিল, জাভেদ অমর বেলিম গোল্লা। গোল্লা কোনও ওয়ানডে ম্যাচের ২০-২৫ ওভার খেলে ফেললেই প্রমদ গুনতাম।

১০| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৫

ত্রেয়া বলেছেন: নাহ্‌ ওর গানের একটা মাদকতা ছিলো বৈ কি।এক সময় খুব নেশাও ছিলো জেমসের গানের।
শুভ জন্মদিন জেমসকে আর ধন্যবাদ ইশতিয়াক আপনাকে।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৮

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১১| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭

সামী মিয়াদাদ বলেছেন: ফিলিংসের নগর বাউল আর তার সলো এ্যালবাম দু:খিনী দু:খ করনা শুনে স্কুল জীবনের অনেকটাই কেটে গিয়েছে অদ্ভুত মাদকতায়

আমার সবচেয়ে ভাল লাগতো তার তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেব দু:খ সবার গানটা....

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯

ইশতিয়াক অাহমেদ বলেছেন: তখন এমন একটা সময় ছিল তার কোনো গান খারাপ লাগেনি...

১২| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

উল্টো মানুষ বলেছেন: রিকশাওয়ালা,
সেই ঝড়ের রাতে,
দুর পাহাড়ে,

জেমসের এই গান গুলো অসাধারন। সম্ভবত এগুলো ৯০ দশকের গান। দারুন ভালো লিরিক, টিউন আর কম্পোজিসনের এরকম গান এত আগে কিভাবে হতো ভাবতে অবাক লাগে । এখনকার গানগুলো সেই কুয়ালিটি উৎরে যেতে পারেনা কোনভাবেই।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৫

ইশতিয়াক অাহমেদ বলেছেন: নাহ...এখন গানের কথায় সেই মাদকতা নেই...

আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী, দেহলভী, মারজুকদের সেই কথার আশেপাশেই নেই এখন গানের কথা...

১৩| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯

অমি রহমান পিয়াল বলেছেন: একসময় খুব পছন্দের ছিলো। অনেকদিন শোনা হয় না। কিন্তু বাংলা ব্যান্ডের সেরা ১০০ গানের তালিকা করলে এখনও সেখানে ৩০টা জেমস ঢুকবে

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২

ইশতিয়াক অাহমেদ বলেছেন: কোনো সন্দেহ নাই...কিছু গান জেমসের স্বত্ত্বাকে অমলিন রাখবে..

একসময়ে জেমসে চরম বিরক্ত আমার বাবাকেও দেখেছি, 'মা' গান শুনে চোখের পানি মুছতে...

১৪| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৪

জর্জিস বলেছেন: একটা মজার কথা বলি:

জেমস এর একটা নতুন এলবাম বাজারে আসবে। এক বন্ধু বলল নতুন এলবামটার নাম "ফেন্সিডিল"। ঐসময় এলবামের নাম এইরকমই হইত (যেমন জেল থেকে বলছি, ষ্টেশন রোড, লেইস ফিতা লেইস, আইয়ুব বাচ্চুর হকার ইত্যাদি)। এজন্য প্রথমে অবাক হলেও সন্দেহ করিনি। তো নাম শুনেই ক্যাসেট এর উদ্দেশ্যে নেমে পড়লাম। আমার শহরের সমস্ত ক্যাসেটের দোকানে যাই আরি জিজ্ঞেস করি- ভাই, "ফেন্সিডিল" আছে?? দোকানি আমার দিকে অবাক হয়ে তাকায় আর বলে, তোমারে তো আমি ভাল ছেলে বলেই জানতাম। জেমস এর মোহে অন্ধ আমি তখনও ব্যাপারটা বুঝতেই পারিনি। বুঝতে পারলাম তখন যখন এক দোকানি আমারে কানে কানে আসল "ফেন্সিডিল" কোথায় পাওয়া তা বলে দিল। লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম সেদিন.....

গুরুর জন্মদিনে কথাটা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

শুভ জন্মদিন গুরু।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১

ইশতিয়াক অাহমেদ বলেছেন: হা হা হা...জটিল...

ভালো কথা মনে করিয়ে দিলেন, আমাদের বন্ধুদের মধ্যে শীর্ষ তিন জেমস ভক্ত ছিলাম...আমি, সালাউদ্দিন এবং শ্রীকান্ত...

আমি আর সালাউদ্দিন একবার প্ল্যান করে শ্রীকান্তকে নিউমার্কেটের এক অডিওর দোকানে পাঠিয়েছিলাম 'ভাতের হোটেল' জেমসের এক অ্যালবামের বেরিয়ছে বলে...

সেও শতভাগ বিশ্বাস আর আনন্দ নিয়ে গেছে আর ফিরে এসেছে মুখ কালো করে ...

দোকানদারের জারি খেয়েছে কিনা ...এটা অবশ্য প্রকাশ করেনি...

১৫| ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২

পথে-প্রান্তরে বলেছেন: জেমস রে ভালা পাই । :)

০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৫

ইশতিয়াক অাহমেদ বলেছেন: জেমস আপনারেও ভালা পায়...

১৬| ০২ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন জেমস ভাইয়া!

ভাইয়া আপনি না জানালে আমি হয়ত জানতামই না!! অনেক ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১৭| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮

অলস ছেলে বলেছেন: সেইসময় ভালো লাগতো অনেক গান। অনেক রাতের আড্ডার খোরাক আর হাহাকারের আড়াল ছিলো। বহুত বছর আর শুনি না।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০২

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আমারও একই অবস্থা...

১৮| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪

রন্টি চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন জেমস।

ছেলেবেলায় জেমস নাম শুনলে একটু নাক সিটকাতাম। ভাইয়া দেখতাম পাগল, রাস্তাঘাটে পুলাপান সব পাগল। ছোট্ট মফস্বল শহরে অন্তত ১৫ টা ছেলে দেখলাম চুল লম্বা করে, তেল টেল না দিয়ে জেমস ষ্টাইল ধরেছে, জেমস ছাড়া এরা কথাই বলে না, গায় না। পাড়ায় কোনে কোনে গিটার হাতে সেইসব ছেলেরা জেমসে মগ্ন। বিকেলবেলায় হাটতে গেলে কোথাও খালি জেমস ধ্বনি।

বিরক্ত লাগত। জেমসকে পাগল বলতাম। একদিন চিন্তা করলাম শুনে দেখি জেমসের গান, কি এমন জিনিস, পুলাপান পাগলপারা?

সেই কৌতুহল আমার কৈশোর জীবনকে দুইশগুন রঙিন করে দিল। আহা জেমস! আহা!

একেকটা গান শুনে শিহরিত হবার মধ্যে সে কি আনন্দ।
আমি জীবনেও খুব একটা এক্সাইটিং টাইপ কোন ছেলে ছিলাম না, যতটুকু ছিলাম বোরিং টাইপ। তাই কখনও জেমসের এলবাম বাজারে আসার দিন দোকানে ভীর করা হয় নি। আসলে আমি কিনতাম ই না। আমার বড়ভাই কিনত। কিন্তু সেই এলবাম বাসায় আসলে প্রথম সাতদিন আমার প্রচন্ড উত্তেজনায় কাটত। একেকটা গান একেকবার নতুন নতুন অনুভব দিত। নিজের এই অবস্থার চেয়ে ও ভাল লাগত যখন দেখতাম সেই একই রোগে আরও প্রচন্ড ভাবে আক্রান্ত শহরের আরও কয়েকশত বা হাজারটি ছেলে। এখনও ভেবে নষ্টালজিক হই।
ভাবি যদি জেমস না থাকত তাহলে কোথায় পেতাম আমরা এত উন্মাদনা? জেমসের কনসার্টে যাবার জন্য সেই এতটুকুন বয়সে আমাদের ছেলেপুলেদের কত চিন্তা। পত্রিকায় খবর আসলেই সেই দুরের ঢাকায় যাবার চিন্তা, টিকিট যোগার, জেমসের পোষ্টার। অদ্ভুত এক মাদকতা।
এখন সেইসব দিন আর নেই, একটা পুরো প্রজন্মের একই সঙ্গে একই পাগলামীতে ভর করে চলাফেরা আর নেই এখন। এখন একজন নতুন জেমসও নেই। শুধুই নষ্টালজিক হই। তবে নিজেকে ভাগ্যবান ভাবি ওই সময়ে জন্ম বলে।

জন্মদিনে ফারুক মাহফুজ আনাম জেমসকে অনেক কৃতজ্ঞতা এমন রঙ্গিন কৈশোর উপহার দেবার জন্যে।

Click This Link

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫

ইশতিয়াক অাহমেদ বলেছেন: হা পড়লাম...একই চেহারা...

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৯

ভায়োলিক্স বলেছেন: সবুজ মানব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.