![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমিয়ে কাটালাম বসন্তের প্রথম বাসর
সূর্যকরুণ আলো ফোটাবে কি করে
বিষণ্ণ ঘুঘুর বুকে অশোকের লাল ?
বসন্তের মাতাল বাতাসে -
তারচে বরং হোক অহিফেন ঘুম
লাল রঙে ছেয়ে যাক চোখের গোধূলি
আজ দুপুর রোদের আঁচে রূপবতী প্রেমিকারা
বের হোক, কুসুমফুলের মত রাঙা শাড়ি-
খোঁপা-চুল- চুড়ি হাতে- চন্দ্রহার বুকে
তুমি-আমি কোথাও যাব না।
দুজনের দেখা হবে কুয়াশার ঘুমে,
দেখা হবে চোখের জলের এক সুমদ্রবাড়ী
ফুলে ফুলে ভরে যাবে দুজনার বসন্তসাহারা।
বাসন্তী শাড়ি গায়ে তুমিও কি সেজেছিলে আজ?
জণাকীর্ণ পৃথিবীর ফাগুনিয়া বনে
মরে যাওয়া ডালে বসা ঘুঘুটিরে দেখে
বিষণ্ণ চোখে তার চোখ রেখে বলেছিলে,
পৃথিবী এত নির্জন কেন?
পৃথিবী এত নির্জন কেন?
[১ ফাল্গুন, ১৪২২]
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
ইসতিয়াক অয়ন বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
সুমন কর বলেছেন: শিরোনাম ভুল দেখতে ভালো লাগে না, অসূর্যস্পর্শা হবে কি ? বাকিটা কবির ইচ্ছে !
কেমন আছেন? শেষে বেশি ভালো লাগল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
ইসতিয়াক অয়ন বলেছেন: ভাল আছি । কনফিউজ করলেন, বাধ্য হয়ে ডিকশনারি ঘাঁটতে হল । বানান ঠিক আছে । সংস্কৃত তদ্ধিত বিশ্লেষণেঃ ন+সূর্য+√দৃশ্+অ +আ ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মরে যাওয়া ডালে বসা ঘুঘুটিরে দেখে
বিষণ্ণ চোখে তার চোখ রেখে বলেছিলে,
পৃথিবী এত নির্জন কেন?
সুন্দর।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
বাসন্তী শাড়ি গায়ে তুমিও কি সেজেছিলে আজ?
জণাকীর্ণ পৃথিবীর ফাগুনিয়া বনে
মরে যাওয়া ডালে বসা ঘুঘুটিরে দেখে
বিষণ্ণ চোখে তার চোখ রেখে বলেছিলে,
পৃথিবী এত নির্জন কেন?
পৃথিবী এত নির্জন কেন
চমৎকার কবিতায় +++
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
উল্টা দূরবীন বলেছেন: পৃথিবী এতো নির্জন কেন?
একটা নির্জন পৃথিবী চাই। অনেক অনেক অভাব নির্জনতার।
কবিতা ভালো লাগলো।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
ইসতিয়াক অয়ন বলেছেন: জনাকীর্ণ পৃথিবী বিষাদগ্রস্থদের কাছে বড় নির্জন !
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৫
জনৈক অচম ভুত বলেছেন: পৃথিবী এত নির্জন কেন?