নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েমঘদূূত

ইউআই এবং ইএক্স ডিজাইনার

েমঘদূূত › বিস্তারিত পোস্টঃ

মায়ার মেলা

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১


তোর শহরে জমে আছে সকল অবাধ্যতা
তোর আলমারীতে তোলা থাকে নগ্নতা
সেই তোদেরই ছায়া হেটে বেড়ায় চাঁদের হাঁটে

যেহেতু তোদের মস্তিষ্কে তীব্র ঝাঁঝালো নিকোটিন উড়ে
তাই তোর শরীরের মসৃণ লোমগুলোকে গভীরভাবে ছুতে চায়।

মাঝে মাঝে পালিয়ে যায় বুনো জঙ্গলের অন্দরে
সেখানেই জন্মে পড়ে থাকে এক নিকৃষ্ট অমানুষ
নীল ধমনী পুড়ে কৃত্রিম রোদের লাল রশ্নীতে

আমি বুঝিনি, এই ব্যাস্ত নাগরিকের হাহাকার
কিছু চাওয়া, পাওনাই থাকে। এই চাওয়া পাওয়ার ভীড়ে।

ছন্নছাড়া আমি হেঁটে হেঁটে পৌঁছে যাই সবুজের তীরে
সেখানে মেঘ ভেঙ্গে বৃষ্টি নামে, পাহাড়ের শরীর বেঁয়ে।
মাতাল আমি বৃষ্টিতে ভিজে যাই সবুজের গন্ধ মেখে।

জমে থাকা সব বোঝা ভাসিয়ে দেই। নীলের ঢেউয়ে। সূর্যের রক্তিম আভায়।
মুক্ত আমি, মায়া টোকাই আর জমাই। এই অযাচিত মায়ার মেলায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাবাত্মক কবিতা।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০

েমঘদূূত বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.