![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে সময় থেমে গেছে অলস দুপুরে
চোখে ঘুম জেগে থাকে,
তবুও সময়টা থাকে ঘুমিয়ে।
সবকিছু চুপচাপ, বৃষ্টি সারাদিন
সঙ্গী চায়ের কাপ, নিকোটিন।
শিশিরে ভেজা ঘাসে
ভোরের আলো জ্বলে।
স্বপ্নের আকাশে উড়ে একলা পাখি।
মন খারাপের দিন,
আমি একা...
অন্ধকারে জোনাকী আলো জ্বালেনা
দেওয়ালের ঘড়িটা টিকটিক করেনা,
তোমার বুনোফুলের গন্ধ এখন ভাসেনা
ভেবোনা আমি কোনো কিছুই ভাবিনা।
ভোরের শিশিরে ঘাসফরিং সুর তোলেনা
শালুকেরা চুল মেলে দিয়ে হাসেনা,
তোমার হারমনিকা কানে বাজেনা
ভেবোনা আমি কোনো কিছুই...
ভালোলাগে পাহাড়ের নেশায় বুদ হয়ে থাকতে
মেঘের সাথে পা ভাসিয়ে সমুদ্র দেখতে।
ভালোবাসি জ্যোৎস্নায় চাঁদের সাথে হাটতে
মেঠোপথের ঘাসফুলের গন্ধ গায়ে মাখতে।
ভালোলাগে মরুভূমিতে উটের পিঠে রৌদ্রস্নানে
মিশরের নারী ফারাওয়ের উদাম বক্ষে রাজ্য...
শব্দ নগরীতে
শব্দ পীচগলা পথে
শব্দ সবুজের দিগন্তে
শব্দ অলি-গলিতে
শব্দ মুক্ত আকাশে
শব্দ চতুষ্কোণে
শব্দ নীলচে পানিতে
শব্দ গহীন অরন্যে
শব্দ দূরের পাহাড়ে
শব্দ ভীনদেশেতে
শব্দ বিষাদ ধরনীতে
শব্দ বিভোর ঘোরে
শব্দ শব্দ বিস্ফোরনে
শব্দ নিস্তব্ধ হয়ে ফেরে
অসীম বারান্দার প্রান্তে লেপ্টে বসে থেকে
আলো জ্বলা বাক্সে চোখ আটকে থাকে।
মত্ত তুমি লাল-নীল-সবুজ নৃত্তে
নেশাতুর হয়ে যাই তোমার কাঁকনে ।
দূর গ্রামের ঝড়ো বাতাস দোলে শরীরে
রূপকথারা হারিয়ে গিয়েছে এই শহরে।
জোনাক...
তোর শহরে জমে আছে সকল অবাধ্যতা
তোর আলমারীতে তোলা থাকে নগ্নতা
সেই তোদেরই ছায়া হেটে বেড়ায় চাঁদের হাঁটে
যেহেতু তোদের মস্তিষ্কে তীব্র ঝাঁঝালো নিকোটিন উড়ে
তাই তোর শরীরের মসৃণ লোমগুলোকে গভীরভাবে ছুতে চায়।
...
©somewhere in net ltd.