![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে সময় থেমে গেছে অলস দুপুরে
চোখে ঘুম জেগে থাকে,
তবুও সময়টা থাকে ঘুমিয়ে।
সবকিছু চুপচাপ, বৃষ্টি সারাদিন
সঙ্গী চায়ের কাপ, নিকোটিন।
শিশিরে ভেজা ঘাসে
ভোরের আলো জ্বলে।
স্বপ্নের আকাশে উড়ে একলা পাখি।
মন খারাপের দিন,
আমি একা একা থাকি।
এখানে সূর্যাস্ত হয় সন্ধ্যেপ্রদীপ জ্বেলে
সময়, তোমার ছায়া ডুবে যাচ্ছে ঘাসফুলে।
ঝিরিঝিরি বাতাস, শুকনো পাতা
জলরঙ্গে শুভ্র মেঘের ছবি আঁকা।
এখানে মায়াবী রাতে গল্পেরা আসে নেমে
স্বপ্ন ভেঙ্গে যায়, গল্প ক্ষয়ে যায়
দূরের সময় ফিরে আসে রূপকথা হয়ে
নিঝুম রাত, বিষন্নতা, প্রিয় সময় ভারী হয় অভিমানে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
েমঘদূূত বলেছেন: মনের খোরাক মেটাতে চেষ্টা করছি।
ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
েমঘদূূত বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ভালো লেগেছে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
েমঘদূূত বলেছেন: আপনার ভালো লাগাতেই আমার স্বার্থকথা।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: মোটামোটি।