![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে জোনাকী আলো জ্বালেনা
দেওয়ালের ঘড়িটা টিকটিক করেনা,
তোমার বুনোফুলের গন্ধ এখন ভাসেনা
ভেবোনা আমি কোনো কিছুই ভাবিনা।
ভোরের শিশিরে ঘাসফরিং সুর তোলেনা
শালুকেরা চুল মেলে দিয়ে হাসেনা,
তোমার হারমনিকা কানে বাজেনা
ভেবোনা আমি কোনো কিছুই শুনিনা।
মেঘেরা আকাশে ছবি আঁকেনা
প্রজাপতিরা ফুলের রঙে ভেজেনা,
তোমার ঘ্রাণের আলো জ্যোৎস্না ছড়ায়না
ভেবোনা আমি কোনো কিছুই দেখিনা।
তোমার ছায়া, সব মায়া।
তুমি ছায়া, তুমি মায়া।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২
েমঘদূূত বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: কি বুঝিয়েছেন বুঝিনি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪
েমঘদূূত বলেছেন: এইটা কবি'র কবিতা না, তাই অনেক কিছুই স্পষ্টভাবে বুঝানো সম্ভব হয়নি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভাল লিখেছেন।