![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগে পাহাড়ের নেশায় বুদ হয়ে থাকতে
মেঘের সাথে পা ভাসিয়ে সমুদ্র দেখতে।
ভালোবাসি জ্যোৎস্নায় চাঁদের সাথে হাটতে
মেঠোপথের ঘাসফুলের গন্ধ গায়ে মাখতে।
ভালোলাগে মরুভূমিতে উটের পিঠে রৌদ্রস্নানে
মিশরের নারী ফারাওয়ের উদাম বক্ষে রাজ্য চালানো।
ভালোবাসি বিলে-ঝিলে লাল শাপলা দেখতে
জোনাকীর সবুজ আলোয় রূপকথাদের শুনতে।
ভালোলাগে ঘুমভাঙ্গা কিশোরীর চুলের দুই বেনীতে
মহীনের ঘোড়ায় বসে চন্দ্রবিন্দু শুনতে।
ভালোবাসি আজম খান, জলের গান শুনতে
ঘর,নদী, সবুজ পাতার আঁকা ছবি দেখতে।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
েমঘদূূত বলেছেন: ধন্যবাদ। প্রিত হইলাম।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
এপিস বলেছেন: ভালো লাগছে আপনার এই কবিতাটি পড়তে।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬
েমঘদূূত বলেছেন: ভালোলাগার কথা শুনে ভালোলাগলো। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০
আলো_ছায়া বলেছেন: ভালো লাগলো কবিতা।