নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pagla goru blog

পাগলাগরু

পাগলাগরু › বিস্তারিত পোস্টঃ

সার্টিফিকেট সংক্রান্ত ইনফরমেশন

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমার স্ত্রীর SSC সার্টিফিকেটে ভুল জন্মতারিখ (শুধু মাসটা, দিন আর বছর ঠিক আছে) দেয়া হয়েছে ভুলবশত:। কিভাবে ঠিক করা যাবে কেউ জানালে বাধিত থাকব।



আগাম ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: সবচেয়ে ভালো হয় সব সার্টিফিকেটে এই তারিখটাই ইউজ করা, এটা আর চেন্জ না করা। আমেরিকান এ্যাম্বাসি সহ কিছু জায়গা আছে, যেখানে জন্ম তারিখ সংশোধন করলে সেটা গ্রহন করেনা।

আর ঠিক যদি করতেই হয় তাহলে শিক্ষা বোর্ড অফিসে গিয়ে ফরম কিনতে হবে। সেই ফরম নিয়ে যেতে হবে স্কুলে যেখান থেকে উনি পাশ করেছেন, সই আনতে হবে টিচারের। তারপর নোটারি পাবলিকে গিয়ে নাম সংশোধন করাতে হবে। সেটা আবার পত্রিকা অফিসে গিয়ে যেকোন দৈনিক পত্রিকায় ছাপাতে হবে। ছাপানো হলে পত্রিকার কাটিং সহ ফরম জমা দিতে হবে বোর্ড অফিসে। প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড সহ সকল ডকুমেন্টস্‌ এর সত্যায়িত ফটোকপি, এবং সত্যায়িত ছবিও লাগবে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

পাগলাগরু বলেছেন: অনেক ধন্যবাদ। এতো গ্যান্জাম হবে জানতাম না।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: নক্‌শী কাঁথার মাঠ ভাই ঠিক বলেছে। অনেক কাহিনী করে এসব করা লাগে। যদি এস.এস.সির টায় এরকম হয়েছে এইচ.এস.সির টাই ঠিক এসেছে??? নাকি ঐটাও এস.এস.সির মত ভুলই রয়েছে? যদি দুইটাই একই রকমের ভুল থাকে তাহলে যেটা আছে ঐটায় রেখে দিন। অন্যথা সংশোধনের চিন্তা করলে ভোগান্তির শিকার হতে হবে!!! :( :( :( কারণ আমাদের দেশে সহজে সব কিছু হয় না

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: শিক্ষা অধিদফতরে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.