নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত বন্ধুত্বের টান আসলেই জটিলৈআকৃতি ধারণ করে।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

আত্মার কাছাকাছি যারা বাস করে, সে আত্মার আত্মীয়ই তো “বন্ধু”।

যার সঙ্গে নেই কোনো রক্তের সম্পর্ক, নেই চুক্তিভিত্তিক এক ছাদের নিচে বসবাসের কোনো চুক্তিপত্র।
তবুও যেনো এ বাঁধন ছেঁড়ার নয়। বন্ধু শব্দের মাঝে মিশে আছে যেন নির্ভরতা আর বিশ্বাস। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। পাঁকাপোক্ত বন্ধনের ভিত্তিই “বন্ধুত্ব”।

বন্ধু কিংবা বন্ধুত্বের মতো সম্পর্কের সঙ্গে পরিচয় দীর্ঘদিনের হলেও প্রকৃত “বন্ধুত্ব” শব্দটির সাথে বেশি দিন হয়নি পরিচয়ের।

আমি যতই বন্ধুত্বের সম্পর্ক আর গভীরতার দিকে ধাবিত হচ্ছি ততই মনে হচ্ছে এই টান যেন শেষ হওয়ার নয়। প্রতিদিন এক নজর দেখা না হলে , নিজের কথা আর তাদের কথা শ্রবণ না করলে হৃদয়ের ভীতরটা কেমন জানি মুর্ছা দিয়ে উঠে। এটাই আসলে বন্ধুত্বের সবচেয়ে বড় টান। যেটি হৃদয়ের ভীতরে বেশি স্থায়ীত্ব পেলেই বন্ধুত্বের পরিপূর্ণতা ফুটে উঠে।

প্রয়োজনের তাগিদে আবার বন্ধুর সাথে প্রতিদিনের আলাপন শুধুই স্মৃতির গহীনে থেকে যায়। আবার স্মৃতিগুলো যখনই চোখের পলকে ফুটে উঠে তখনই আবার সেই বন্ধুত্বের টান ফুটে উঠে। এটাই বন্ধুত্বের রোমাঞ্চকর এক হৃদয়ের টান।

মানুষ একা বাস করতে পারে না। সমাজে বাস করতে হলে, প্রতিদিন কারো না কারো মুখাপেক্ষী হতে হয়। কাউকে আপন করতে হয় আবার কাউকে পর করতে হয়। এ সবই প্রয়োজনের তাগিদে। তবে বন্ধুত্ব এমন একটি বন্ধন, এতে থাকে “না” শর্ত ও স্বার্থহীন ভালোবাসা। বয়েসের অবস্থান, পরিবেশ, সাধ ও সাধ্যের সমন্বয়ে বন্ধুত্বের ধরণও হয় ভিন্ন ভিন্ন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.